ট্রেনের TTE-দের কত বেতন হয় জানেন? কী যোগ্যতাই বা লাগে?
Indian Railways: প্রতি বছরই ভারতীয় রেলওয়ের তরফে টিটিই পদে নিয়োগের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। লিখিত পরীক্ষা, প্র্যাক্টিকাল, ফিটনেস পরীক্ষা দিতে হয়। সবকটি পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই টিটিই হওয়া যায়।
নয়া দিল্লি: ট্রেনে সফর করার জন্য বাধ্যতামূলক টিকিট। সকল যাত্রীরা বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করছেন কি না, তা পরীক্ষা করার দায়িত্ব থাকে টিটিই-র উপরে। ট্রেনে যাত্রীদের কোনও সমস্যা হলেও এগিয়ে আসেন টিটিই। ভারতীয় রেলের এই গুরুত্বপূর্ণ পদে চাকরি করার জন্য কী যোগ্যতা লাগে জানেন? কতই বা বেতন টিটিই-দের?
শিক্ষাত যোগ্যতা-
ভারতীয় রেলের টিটিই হওয়ার জন্য ন্যূনতম দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে ৫০ শতাংশ নম্বর নিয়ে। পাশাপাশি ডিপ্লোমা কোর্স থাকতে হবে।
নাগরিকত্ব–
আবেনকারীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
পরীক্ষা-
প্রতি বছরই ভারতীয় রেলওয়ের তরফে টিটিই পদে নিয়োগের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। লিখিত পরীক্ষা, প্র্যাক্টিকাল, ফিটনেস পরীক্ষা দিতে হয়। সবকটি পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই টিটিই হওয়া যায়।
কী কী বিষয়ে পরীক্ষা হয়?
লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান, অঙ্ক ও রিসনিং আসে। মোট ১৫০ নম্বরের মাল্টিপল চয়েস প্রশ্ন থাকে।
লিখিত পরীক্ষার পর প্রাক্টিকাল পরীক্ষাও দিতে হয় পরীক্ষার্থীদের। এছাড়া রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ধার্য করা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডেও উত্তীর্ণ হতে হয় আবেদনকারীদের।
দৃষ্টিশক্তি-
দূরের দৃষ্টি- ৬/৯ ও ৬/ ১২ হতে হয় (চশমা বা চশমা ছাড়া)। কাছের দৃষ্টি- ০.৬/০.৬ হতে হয়।
বেতন-
সপ্তম পে কমিশন অনুযায়ী সরকারি কর্মীদের বেতন ধার্য করা হয়। টিটিই-দের মাসিক বেতন ১৪ হাজার থেকে ২০ হাজার ২০০ টাকা হয়। এছাড়া ডিএ, এইচআরএ সহ বাকি সুবিধাও পাওয়া যায়।