বিনিয়োগকারীদের দু’হাত ভরে রিটার্ন দিয়েছে এইসব Mutual Funds, ৪৪৫ শতাংশ পর্যন্ত বেড়েছে সম্পদ!
Invest in Mutual Funds: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে মনে রাখতে হবে স্মলক্যাপ ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি সবচেয়ে বেশি। আর লার্জক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ঝুঁকি সবচেয়ে কম।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের মাধ্যমে বড়লোক হতে গেলে কোনও বিনিয়োগকারীর সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হল ধৈর্য্য। ঐতিহাসিকভাবে স্মলক্যাপ মিউচুয়াল ফান্ডের রিটার্ন সবচেয়ে বেশি হয়। আবার স্মলক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ঝুঁকিও থাকে সবচেয়ে বেশি। কিন্তু এমন কিছু মিউচুয়াল ফান্ড রয়েছে যারা গত কয়েক বছরে দুর্দান্ত রিটার্ন দিয়েছে।
নিপ্পন ইন্ডিয়া স্মলক্যাপ ফান্ড (Nippon India Small Cap Fund): অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নিপ্পন ইন্ডিয়ার অন্যতম সেরা মিউচুয়াল ফান্ড হল নিপ্পন ইন্ডিয়া স্মলক্যাপ ফান্ড। এই ফান্ডে মিনিমাম এসআইপি অ্যামাউন্ট ১০০ টাকা। ফান্ডের পরিমাণ ৫০ হাজার কোটি টাকার বেশি। এই ফান্ডের গত ৫ বছরের রিটার্ন বাৎসরিক ৪০ শতাংশ।
এসবিআই স্মলক্যাপ ফান্ড (SBI Small Cap Fund): ৩১ হাজার কোটি টাকা রয়েছে এই ফান্ডের অধীনে। এসবিআই স্মলক্যাপ ফান্ডে মাসিক অন্তত ৫০০ টাকা এসআইপি করতে হয়। গত ৫ বছরের নিরিখে এই ফান্ড বাৎসরিক ৩০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে।
এইচএসবিসি স্মলক্যাপ ফান্ড (HSBC Small Cap Fund): গত ৫ বছরের হিসাব ধরলে বাৎসরিক ৩৭ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে এইচএসবিসি স্মলক্যাপ ফান্ড। এই ফান্ডটির অধীনে প্রায় ১৪ হাজার ৭৩৬ কোটি টাকার সম্পদ রয়েছে। মাসিক অন্তত ৫০০ টাকা এই ফান্ডে বিনিয়োগের মাধ্যমে এসআইপি শুরু করতে পারেন যে কেউ।
মোতিলাল অসওয়াল মিডক্যাপ ফান্ড (Motilal Oswal Mid Cap Fund): স্মলক্যাপ ফান্ড বছরে ৪০ শতাংশ, ৩৭ শতাংশ রিটার্ন দিতে পারে। কিন্তু মোতিলাল অসওয়ালের মিডক্যাপ ফান্ড ৫ বছরের হিসাবে বার্শিক ৩৮ শতাংশ হারে রিটার্ন দিয়েছে। এই ফান্ডের অধীনে ২৭ হাজার ৭৮০ কোটি টাকার সম্পদ রয়েছে। এই ফান্ডে এসআইপি করতে গেলে প্রতিমাসে অন্তত ৫০০ টাকা বিনিয়োগ করতে হবে।
অ্যাক্সিস স্মলক্যাপ ফান্ড (Axis Small Cap Fund): মাসিক মাত্র ১০০ টাকা করে বিনিয়োগ করা যাবে অ্যাক্সিস স্মলক্যাপ ফান্ডে। এই ফান্ডের অধীনে রয়েছে ২৩ হাজার কোটি টাকার বেশি সম্পদ। ৫ বছরের হিসাবে এই ফান্ডটি বার্ষিক ৩২ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে।
তবে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে মনে রাখতে হবে স্মলক্যাপ ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি সবচেয়ে বেশি। আর লার্জক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ঝুঁকি সবচেয়ে কম।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
