AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Value: ১ কেজি সোনা আছে আপনার কাছে, ২০৪০ সাল অবধি জমিয়ে রাখলে কী কিনতে পারবেন

Gold Value Hike: ১০ বা ১৫ বছর পর পার করে সোনার দামও বেড়েছে সময় অনুযায়ী। ২০০৫ সালে ১ কেজি সোনার বিনিময়ে আপনি সুজুকির থেকেও বড় গাড়ি, টয়োটা ইনোভা কিনে ফেলতে পারতেন।

Gold Value: ১ কেজি সোনা আছে আপনার কাছে, ২০৪০ সাল অবধি জমিয়ে রাখলে কী কিনতে পারবেন
প্রতীকী চিত্র
| Edited By: | Updated on: May 17, 2023 | 7:57 PM
Share

নয়া দিল্লি: ভারতীয়দের কাছে সোনার মূল্য (Gold Value) অপরিসীম। তা সে গহনাই হোক বা অন্য কোনও আকারে। সোনার জিনিসের দাম বা মূল্য কখনও কমে না। ভারতীয় মহিলারা শুধুমাত্র নিজের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য নয়, কঠিন সময়ে পরিবারকে বিপদের হাত থেকে রক্ষা করতেও সাহায্য করে এই সোনার জিনিসই। সোনার বিনিময়ে পাওয়া যায় ঋণ। যত সময় পার হচ্ছে, ততই বাড়ছে সোনার দা্ম। বর্তমানে ১০০ গ্রাম সোনার দামই  ৫ লক্ষ ৬৩ হাজার টাকা। এক কেজি সোনার বাটের দাম কয়েক কোটি টাকারও বেশি। ধরুন আপনার কাছে এক কেজির সোনা রয়েছে, তবে আপনি সেই সোনা দিয়ে কী কী কিনতে পারবেন, জেনে নিন-

সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে সোনার দাম। ১৯৯০ সালে ১ কেজি সোনার বিনিময়ে আপনি একটি মারুতি সুজুকি ৮০০ গাড়ি কিনে ফেলতে পারতেন।

১০ বা ১৫ বছর পর পার করে সোনার দামও বেড়েছে সময় অনুযায়ী। ২০০৫ সালে ১ কেজি সোনার বিনিময়ে আপনি সুজুকির থেকেও বড় গাড়ি, টয়োটা ইনোভা কিনে ফেলতে পারতেন।

Gold

অলঙ্করণ: শুভ্রনীল দে।

তার আরও ৫ বছর পার করে, ২০১০ সালে ১ কেজি সোনার দামে আপনি টয়োটা ফরচুনার গাড়ি কিনে ফেলতে পারতেন।

আরও যদি ৯-১০ বছর এগিয়ে যাওয়া যায়, সেই সময়ে সোনার মূল্য আরও বেড়েছে। ২০১৯ সালে আপনি ১ কেজি সোনার বিনিময়ে বিএমডব্লু গাড়ি কিনে ফেলতে পারতেন।

তাহলে প্রশ্ন আসতে পারে যে আগামিদিনে এক কেজি সোনার বিনিময়ে কী কিনতে পারবেন। যদি আপনার কাছে ১ কেজি সোনা থাকে, তবে ২০৪০ সাল অবধি অপেক্ষা করলে আপনি আস্ত একটি প্রাইভেট জেটও কিনে ফেলতে পারবেন।