EXPLAINED: ট্রাম্পের ‘ট্যারিফ যুদ্ধ’! মোক্ষম জবাব চিন-কানাডার, এখন কী করবে ভারত?
Donald Trump: মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগেই অশনি সঙ্কেত শুনিয়ে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কোন কোন দেশের উপর তিনি শুল্ক বসাবেন, কতটা বসাবেন সব আগেভাগে বলে রাখেন। আর তাঁর এই প্রতিশ্রুতির উপর ভর করেই দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়া। এখন প্রেসিডেন্ট হয়ে সেই প্রতিশ্রুতিই পূরণে উঠেপড়ে লেগেছেন। কী এই ট্যারিফ ওয়ার? কতটা প্রভাব পড়বে বিশ্বে? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

রিকশার পেছনে লেখা থাকে, দেখলে হবে, খরচা আছে। এখন খোদ মার্কিন প্রেসিডেন্টও তাই বলছেন। তবে, একটু অন্যভাবে। ট্রাম্পের বক্তব্য, আমেরিকা আবার মহান দেশ হয়ে উঠবে। তবে তাতে খরচা আছে। জিনিসপত্রের দাম বাড়তে পারে। গ্রেট নেশন হতে হলে একটু কষ্ট তো করতেই হবে। তো গ্রেট নেশন হয়ে ওঠার খরচ কত? এর প্রভাব কতটা সুদূরপ্রসারী? ট্যারিফ ওয়ার কী? মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগেই অশনি সঙ্কেত শুনিয়ে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কোন কোন দেশের উপর তিনি শুল্ক বসাবেন, কতটা বসাবেন সব আগেভাগে বলে রাখেন। আর তাঁর এই প্রতিশ্রুতির উপর ভর করেই দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়া। তাই আমেরিকাবাসীর কাছে প্রতিশ্রুতি ভঙ্গ করার কোনও প্রশ্নই ওঠে না। একদম ‘সৎ’ রাজনীতিকের মতো...





