Train Ticket Booking : লম্বা লাইনে আর ট্রেন মিস হবে না, QR কোড দিয়েই টিকিট কাটতে পারবেন যাত্রীরা

Train Ticket Booking : নিত্যযাত্রীদের সুবিধার জন্য নয়া উদ্যোগ নিয়ে আসছে ভারতীয় রেলওয়ে। UTS অ্যাপের মাধ্যমে QR কোড দিয়েই মিলবে অসংরক্ষিত টিকিট।

Train Ticket Booking : লম্বা লাইনে আর ট্রেন মিস হবে না, QR কোড দিয়েই টিকিট কাটতে পারবেন যাত্রীরা
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 27, 2022 | 4:29 PM

২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ডিজিটাল ইন্ডিয়ার আওতায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এবার এর অধীনে অনলাইনে ট্রেনের টিকিট বুকিং আরও সরলীকরণ করা হল। অফিস টাইমে ট্রেনের নিত্যযাত্রীদের অনেক সময়ই টিকিট কাটা নিয়ে হয়রানি হতে হয়। কখনও টিকিটের লম্বা লাইন বা কখনও খুচরোর সমস্যা বা সেই সময়ই মেশিন খারাপ হয়ে গিয়েছে। ফলে কাজের সময় ট্রেন মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তবে এটাও ঠিক নিত্যযাত্রীদের একেবারে মাসিক টিকিট কাটাই থাকে। তবে সবার ক্ষেত্রে বিষয়টি এক নয়। তাই নিত্য়যাত্রীদের সুবিধার জন্য অসংরক্ষিত টিকিট বুকিং আরও সহজ করে দিল ভারতীয় রেল। তারা জানিয়েছে, এবার থেকে QR কোড স্ক্যান করেই ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। এই পরিষেবা দক্ষিণ রেলওয়েতে বহুদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। এবার উত্তর রেলওয়েতেও খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই পরিষেবা। QR কোড দিয়ে টিকিট বুক করে UPI দিয়ে পেমেন্ট করতে পারবেন যাত্রীরা।

QR কোডের মাধ্যমে কীভাবে করবেন অসংরক্ষিত টিকিট :

যাত্রীদের UTS অ্য়াপ ডাউনলোড করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করে লগ ইন করুন।

টিকিট বুক করুন (Book Ticket Menu) মেনুতে যান। QR বুকিংয়ের অপশনে যান।

গন্তব্যস্থল বেছে নিন এবং টিকিট বুক করুন।

UTS অ্যাপ টিকিটের জন্য একটি QR কোড তৈরি হবে।

পেমেন্ট করুন। পেমেন্ট হয়ে গেলে নিজে থেকেই টিকিট তৈরি হয়ে যাবে।

এই পরিষেবার পাশাপাশি রেলওয়ে ঘোষণা করেছে যে এটি ATVM টিকিটের বুকিং, Paytm এর মাধ্যমে ATVM স্মার্ট কার্ডের রিচার্জ, ফ্রিচার্জ এবং UPI QR কোড সিস্টেমে চালু করেছে। এই QR-ভিত্তিক সিস্টেমে যাত্রীদের টিকিট বুক করতে সুবিধা হবে। এবং আরও সহজে পেমেন্ট করতে পারবেন যাত্রীরা।

দক্ষিণ পশ্চিম রেলওয়ে ইতিমধ্য়েই ৬০ টিরও বেশি স্টেশনের জন্য QR কোড টিকিটিং সিস্টেম চালু করেছে। উল্লেখযোগ্যভাবে, বেঙ্গালুরু ২০১৮ সালে ১৩টি স্টেশনে এই পরিষেবা শুরু করেছে।