AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rail Neer হয়ে গেল আরও সস্তা, ট্রেনযাত্রীদের দারুণ সুখবর ভারতীয় রেল

Indian Railways: রেলের সমস্ত জেনারেল ম্যানেজার ও আইআরসিটিসি-র সিএমডির উদ্দেশে জারি বিবৃতিতে জানানো হয়েছে, ২২ সেপ্টেম্বর থেকে রেলনীরের নতুন দাম কার্যকর হবে। আইআরসিটিসি বা রেলওয়ের শর্টলিস্ট করা অন্য ব্রান্ডের জলের বোতল যা রেল স্টেশন চত্বরে বিক্রি হয়, তার সর্বোচ্চ বিক্রয় মূল্যও কমিয়ে দেওয়া হবে।

Rail Neer হয়ে গেল আরও সস্তা, ট্রেনযাত্রীদের দারুণ সুখবর ভারতীয় রেল
প্রতীকী চিত্র।Image Credit: X
| Updated on: Sep 21, 2025 | 9:36 AM
Share

নয়া দিল্লি: রেলযাত্রীদের জন্য সুখবর। এবার ট্রেনে জলের দাম আরও সস্তা হয়ে গেল। নতুন জিএসটি রেট কার্যকর হতেই দাম কমল বিভিন্ন পণ্যের। এতে বিশেষভাবে উপকৃত হবেন ট্রেনযাত্রীরা। এবার থেকে রেল নীর জলের বোতলের দাম কত হবে, জেনে নিন-

ভারতীয় রেলওয়ের তরফে ঘোষণা করা হয়েছে, এবার থেকে রেল নীরের এক লিটার জলের বোতলের দাম পড়বে ১৪ টাকা। আগে দাম ছিল ১৫ টাকা। ৫০০ মিলিলিটারের জলের বোতলের দাম পড়বে ৯ টাকা। আগে এর দাম ছিল ১০ টাকা।

রেলের সমস্ত জেনারেল ম্যানেজার ও আইআরসিটিসি-র সিএমডির উদ্দেশে জারি বিবৃতিতে জানানো হয়েছে, ২২ সেপ্টেম্বর থেকে রেলনীরের নতুন দাম কার্যকর হবে। আইআরসিটিসি বা রেলওয়ের শর্টলিস্ট করা অন্য ব্রান্ডের জলের বোতল যা রেল স্টেশন চত্বরে বিক্রি হয়, তার সর্বোচ্চ বিক্রয় মূল্যও ১৫ টাকা থেকে কমিয়ে ১৪ টাকা এবং ১০ টাকা থেকে কমিয়ে ৯ টাকা করতে হবে।

প্রসঙ্গত, রেল নীর ভারতীয় রেলওয়ের একটি সিগনেচার পণ্য। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আইআরসিটিসি এই প্যাকেজড পানীয় জল বিক্রি শুরু হয়। ২০০৩ সালে আইআরসিটিসি পশ্চিম দিল্লির নাঙ্গলোইতে প্রথম প্ল্যান্ট তৈরি করে। প্রথমে রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনে সুরক্ষিত জল সরবরাহ শুরু হয়। এরপর বাকি ট্রেনেও রেল নীর পরিষেবা শুরু হয়।