Savitri Jindal: সম্পত্তির নিরিখে হেরে গেলেন আজিম প্রেমজিও! সাদামাটা সাবিত্রীই দেশের ধনীতম মহিলা
India's Richest Person List: মাত্র দুই বছর আগেই আজিম প্রেমজি দেশের তৃতীয় ধনীতম ব্যক্তি ছিলেন। মুকেশ অম্বানী ও গৌতম আদানির পরই তাঁর নাম ছিল। কিন্তু বিগত দুই বছরে উইপ্রোর শেয়ারে ৪২ শতাংশ পতন হওয়ায়, তার সম্পত্তির পরিমাণও কমেছে। সেখানেই দুই বছরে ব্যাপক উত্থান হয়েছে জিন্দালদের।
নয়া দিল্লি: আজিম প্রেমজিকে টপকে দেশের পঞ্চম ধনীতম ব্যক্তির তালিকায় উঠে এলেন সাবিত্রী জিন্দাল (Savitri Jindal)। তিনি দেশের ধনীতম মহিলাও বটে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, উইপ্রোর কর্ণধার আজিম প্রেমজির সম্পত্তির পরিমাণ আনুমানিক ২৪০ কোটি ডলার। সম্প্রতিই সম্পত্তির হিসাবে তাঁকে টপকে যান সাবিত্রী জিন্দাল। বর্তমানে তাঁর পরিমাণ ২৫০ কোটি ডলার। বিশ্বের ধনীতম ব্যক্তিত্বদের তালিকায় ৬১ তম স্থানে রয়েছেন সাবিত্রী জিন্দাল। ৬৬তম স্থানে রয়েছেন আজিম প্রেমজি (Azim Premji)।
মাত্র দুই বছর আগেই আজিম প্রেমজি দেশের তৃতীয় ধনীতম ব্যক্তি ছিলেন। মুকেশ অম্বানী ও গৌতম আদানির পরই তাঁর নাম ছিল। কিন্তু বিগত দুই বছরে উইপ্রোর শেয়ারে ৪২ শতাংশ পতন হওয়ায়, তার সম্পত্তির পরিমাণও কমেছে। সেখানেই দুই বছরে ব্যাপক উত্থান হয়েছে জিন্দালদের। জেএসডব্লু স্টিলেক কর্ণধার সাবিত্রী জিন্দালের সম্পত্তির পরিমাণ ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে বিগত দুই বছরে। শুধু স্টিলের ব্যবসাই নয়, বিদ্যুৎ, সিমেন্ট ও পরিকাঠামো নির্মাণেও বিনিয়োগ করেছেন তিনি। জানা গিয়েছে, সাবিত্রী জিন্দালের সম্পত্তির ৩০ শতাংশই উপার্জন করেছেন জেএসডব্লু স্টিল থেকে।
ব্লুমবার্গের বিলিওনিয়ারস ইনডেক্স অনুযায়ী, বর্তমানে দেশের ধনীতম ব্যক্তি মুকেশ অম্বানী। তাঁর সম্পত্তির পরিমাণ ৯২.৩ বিলিয়ন ডলার। দেশের দ্বিতীয় ধনীতম ব্যক্তি গৌতম আদানি, তাঁর সম্পত্তির পরিমাণ ৮৫.৩ বিলিয়ন ডলার। টাটা গ্রুপের সাপুর মিস্ত্রি দেশের তৃতীয় ধনীতম ব্যক্তি। তাঁর সম্পত্তির পরিমাণ ৩৩.৮ বিলিয়ন ডলার। তালিকায় এরপরেই রয়েছেন এইচসিএল টেকনোলজিসের কর্ণধার শিব নাদার। তাঁর সম্পত্তির পরিমাণ ৩১.৬ বিলিয়ন ডলার।
বিশ্বের নিরিখে সবচেয়ে ধনী ব্যক্তি হলেন টেসলা ও স্পেস এক্সের মালিক ইলন মাস্ক। তাঁর সম্পত্তির পরিমাণ ২২৩ বিলিয়ন ডলার। দেশের ধনীতম ব্যক্তি মুকেশ অম্বানী বিশ্বের নিরিখে ১৩তম স্থানে রয়েছেন। তারপরেই রয়েছেন গৌতম আদানি।