জুতো কেনার সময় এই ‘মার্ক’ দেখে নেবেন অবশ্যই, অগস্ট থেকে আসছে বড় বদল

ISI Mark on Shoe: আইএসআই মার্ক নিয়ে সচেতনতা বাড়াতে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের কলকাতা ব্রাঞ্চের তরফে জলপাইগুড়ি তে দুই দিন ব্যাপী একটি শিল্প সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

জুতো কেনার সময় এই 'মার্ক' দেখে নেবেন অবশ্যই, অগস্ট থেকে আসছে বড় বদল
প্রতীকী ছবিImage Credit source: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2024 | 3:59 PM

জলপাইগুড়ি: বিভিন্ন পণ্যের গুণমান ঠিক আছে কি না, তা দেখার জন্য ‘ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড’ বা বিআইএস বিভিন্ন মার্ক দিয়ে থাকে। অর্থাৎ কোনও বিশেষ চিহ্ন বা নম্বর দেখে বোঝা যায়, সেই পণ্যটি গুণমান কেমন। যেমন, জলের বোতল কিনলে তার গায়ে থাকে আইএসআই মার্ক। এভাবেই কোনও কোনও পণ্যের ক্ষেত্রে এই চিহ্ন ঐচ্ছিক অর্থাৎ থাকলেও চলে, না থাকলেও চলে। আর কিছু ক্ষেত্রে এই মার্ক বাধ্যতামূলক, অর্থাৎ থাকতেই হবে। সেই তালিকায় এবার যোগ হতে চলেছে জুতো।

বিআইএস-এর তরফে সিনিয়র ডিরেক্টর অনিন্দ্য চক্রবর্তী জলপাইগুড়িতে জানিয়েছেন আইএসআই মার্কের গুরুত্ব কতটা। কোন কোন পণ্যে এই চিহ্ন থাকতেই হয়, সে কথাও উল্লেখ করেছেন ওই আধিকারিক। তিনি জানিয়েছেন, দেশে এমন ৭০০-র বেশি পণ্য সামগ্রী আছে। ১ অগস্ট থেকে ওই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে জুতো। অর্থাৎ জুতোতেও এবার আইএসআই মার্ক থাকা বাধ্যতামূলক।

আইএসআই মার্ক নিয়ে সচেতনতা বাড়াতে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের কলকাতা ব্রাঞ্চের তরফে জলপাইগুড়ি তে দুই দিন ব্যাপী একটি শিল্প সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই ওই কর্তা জানিয়েছেন, সোনার গয়না, এলইডি লাইট, হেলমেট, গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন সামগ্রীর মধ্যে আইএসআই মার্ক বাধ্যতামূলক।

যে সব সামগ্রীতে আইএসআই মার্ক রয়েছে সেগুলো পরীক্ষা করার জন্য ক্রেতাদের সুবিধার্থে বিআইএস কেয়ার অ্যাপ রয়েছে। যে কেউ সেই অ্যাপে গিয়ে বিভিন্ন জায়গা থেকে কেনা সামগ্রী গুণগত মান যাচাই করতে পারবেন।