Account Balance Check In Whatsapp : এবার থেকে হোয়াটসঅ্যাপেই দেখতে পাবেন অ্যাকাউন্ট ব্যালেন্স, কীভাবে জেনে নিন

Account Balance Check In Whatsapp : হোয়াটসঅ্যােপে অনেকদিন আগেই পেমেন্টের সুবিধা দেওয়া হয়েছে। এবার থেকে হোয়াটসঅ্যাপেই দেখা যাবে অ্য়াকাউন্ট ব্যালেন্স।

Account Balance Check In Whatsapp : এবার থেকে হোয়াটসঅ্যাপেই দেখতে পাবেন অ্যাকাউন্ট ব্যালেন্স, কীভাবে জেনে নিন
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2022 | 10:11 PM

বর্তমান যুগে আমরা সকলেই কম বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। এই সোশ্যাল মাধ্যমে পেমেন্টের সুবিধা অনেক আগেই শুরু হয়েছিল। এবার সক্রিয় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এবার থেকে টাকা লেনদেনের পর হোয়াটসঅ্যাপেই দ্রুত দেখা যাবে অ্যাকাউন্ট ব্যালেন্স। তবে হোয়াটসঅ্যাপের পেমেন্টের জন্য আপনাকে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI) অ্যাক্সেস করতে হবে। পাশাপাশি ব্য়াঙ্কের থেকে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার চালু রাখতে হবে।

হোয়াটসঅ্যাপ সহজে লেনদেনের জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সনাক্ত করতে আপনার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বর ব্যবহার করে। এরপর আপনাকে সচেতন থাকতে হবে যেকোনও লেনদেন করার আগে আপনাকে অবশ্যই আপনার ৪ বা ৬ সংখ্যার UPI পিন দিতে হবে। ব্যক্তিগত UPI পিন প্রতিটি লেনদেনকে সুরক্ষিত করে। তাই এটি অন্য কারোর সঙ্গে শেয়ার করা উচিত নয়। তবে ইতিমধ্যেই যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য একটি পিন থাকে তবে আপনাকে WhatsApp-এ একটি নতুন UPI পিন তৈরি করতে হবে না।

হোয়াটসঅ্যাপে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স কীভাবে চেক করবেন :

  • হোয়াটসঅ্য়াপে যান
  • আপনার যদি একটি অ্যান্ড্রয়েড থাকে তাহলে আরও বিকল্পে ট্যাপ করুন আপনার আইফোন থাকলে সেটিংসে যান।
  • এখন পেমেন্টে ক্লিক করুন।
  • পেমেন্ট পদ্ধতির অধীনে প্রাসঙ্গিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করুন।
  • তারপর আপনাকে ‘দেখুন অ্যাকাউন্ট ব্যালেন্স’ এ ক্লিক করতে হবে।
  • আপনার UPI পিন লিখুন। এবং আপনি সম্পন্ন! আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।