অবিবাহিতদের মধ্যেই চাহিদা তুঙ্গে, কোন শহরে সবথেকে বেশি OYO বুক হল বলুন তো? আন্দাজও করতে পারবেন না

Oyo Rooms: সম্প্রতিই ট্রাভোলোপিডিয়া ২০২৪ সালের পরিসংখ্যান প্রকাশ করেছে, যেখানে কোন শহরে সবথেকে বেশি হোটেল বুক করা হয়েছে, তা তুলে ধরা হয়েছে।

| Updated on: Jan 05, 2025 | 1:06 PM
ঘুরতে যাওয়াই হোক বা অন্য কোনও দরকারে, অনেক সময়ই হোটেলে থাকার প্রয়োজন পড়ে। আর হোটেল বুকিংয়ের ক্ষেত্রে অধিকাংশেরই পছন্দ ওয়ো (OYO)।

ঘুরতে যাওয়াই হোক বা অন্য কোনও দরকারে, অনেক সময়ই হোটেলে থাকার প্রয়োজন পড়ে। আর হোটেল বুকিংয়ের ক্ষেত্রে অধিকাংশেরই পছন্দ ওয়ো (OYO)।

1 / 7
দেশের প্রায় প্রতিটি কোণাতেই ওয়ো হোটেল রয়েছে। আর ওয়ো হোটেল বেছে নেওয়ার অন্যতম কারণ হল সস্তায় আরামদায়ক হোটেল পাওয়া।

দেশের প্রায় প্রতিটি কোণাতেই ওয়ো হোটেল রয়েছে। আর ওয়ো হোটেল বেছে নেওয়ার অন্যতম কারণ হল সস্তায় আরামদায়ক হোটেল পাওয়া।

2 / 7
সম্প্রতিই ট্রাভোলোপিডিয়া ২০২৪ সালের পরিসংখ্যান প্রকাশ করেছে, যেখানে কোন শহরে সবথেকে বেশি হোটেল বুক করা হয়েছে, তা তুলে ধরা হয়েছে।

সম্প্রতিই ট্রাভোলোপিডিয়া ২০২৪ সালের পরিসংখ্যান প্রকাশ করেছে, যেখানে কোন শহরে সবথেকে বেশি হোটেল বুক করা হয়েছে, তা তুলে ধরা হয়েছে।

3 / 7
দেখা গিয়েছে, অবিবাহিত দম্পতিদের মধ্যেই ওয়োর চাহিদা সবথেকে বেশি। এর অন্যতম কারণ হল কম ভাড়া।

দেখা গিয়েছে, অবিবাহিত দম্পতিদের মধ্যেই ওয়োর চাহিদা সবথেকে বেশি। এর অন্যতম কারণ হল কম ভাড়া।

4 / 7
সবথেকে বেশি কোন রাজ্যে ওয়ো বুক হয়েছে জানেন? দিল্লি বা মহারাষ্ট্র নয়, বরং তেলঙ্গানাতে সবথেকে বেশি ওয়ো বুক হয়েছে। তেলঙ্গানার পর তালিকায় রয়েছে মহারাষ্ট্র। তারপর কর্নাটক।

সবথেকে বেশি কোন রাজ্যে ওয়ো বুক হয়েছে জানেন? দিল্লি বা মহারাষ্ট্র নয়, বরং তেলঙ্গানাতে সবথেকে বেশি ওয়ো বুক হয়েছে। তেলঙ্গানার পর তালিকায় রয়েছে মহারাষ্ট্র। তারপর কর্নাটক।

5 / 7
তেলঙ্গানার মধ্যে হায়দরাবাদেই সবথেকে বেশি ওয়ো বুত হয়েছে ২০২৪ সালে। দিল্লি, বেঙ্গালুরু, কলকাতার মতো মেট্রো শহরেও ওয়ো বুক হয়েছে ব্যাপক।

তেলঙ্গানার মধ্যে হায়দরাবাদেই সবথেকে বেশি ওয়ো বুত হয়েছে ২০২৪ সালে। দিল্লি, বেঙ্গালুরু, কলকাতার মতো মেট্রো শহরেও ওয়ো বুক হয়েছে ব্যাপক।

6 / 7
কেন হায়দরাবাদে সবথেকে বেশি ওয়ো হোটেল বুক হয়েছে? এই শহরে ব্যাপক উন্নয়ন হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠান, কনফারেন্স হয় এই শহরে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন কর্মসূত্রে। তারাই বুক করেছেন ওয়ো।

কেন হায়দরাবাদে সবথেকে বেশি ওয়ো হোটেল বুক হয়েছে? এই শহরে ব্যাপক উন্নয়ন হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠান, কনফারেন্স হয় এই শহরে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন কর্মসূত্রে। তারাই বুক করেছেন ওয়ো।

7 / 7
Follow Us: