Patanjali News: LIC-র কাছেও রয়েছে পতঞ্জলির শেয়ার, কত লাভ তুলে দেয় জানেন?
Patanjali Big News For Investors: চলতি বছরের ১৭ই জুলাই এই বাড়তি বা বোনাস শেয়ারের কথা ঘোষণা করেছিল পতঞ্জলি। তারা জানিয়েছিল, বিনিয়োগকারীদের হাতে ১-এর বদলে দু'টি শেয়ার তুলে দেবে সংস্থা। কিন্তু এই বিনামূল্যে শেয়ার তারাই পাবেন, যারা ১১ই সেপ্টেম্বর পর্যন্ত পতঞ্জলির শেয়ার হোল্ড করবেন বা কিনবেন।

নয়াদিল্লি: বোনাস দিয়ে পড়ল পতঞ্জলির শেয়ারের দর। এক ধাক্কায় নেমে এল ৫৯৫ টাকা প্রতি শেয়ারে। জানা গিয়েছে, বৃহস্পতিবারই ২:১ অনুপাতে বিনিয়োগকারীদের হাতে বাড়তি শেয়ার বিনামূল্যেই তুলে দিয়েছে পতঞ্জলি ফুডস। যার জেরে কারওর কাছে যদি ১০০টি শেয়ার থাকে, তা হলে তার শেয়ারের পরিমাণ বর্তমানে এসে ঠেকেছে ৩০০ শেয়ারে।
কারা শেয়ার পেলেন?
চলতি বছরের ১৭ই জুলাই এই বাড়তি বা বোনাস শেয়ারের কথা ঘোষণা করেছিল পতঞ্জলি। তারা জানিয়েছিল, বিনিয়োগকারীদের হাতে ১-এর বদলে দু‘টি শেয়ার তুলে দেবে সংস্থা। কিন্তু এই বিনামূল্যে শেয়ার তারাই পাবেন, যারা ১১ই সেপ্টেম্বর পর্যন্ত পতঞ্জলির শেয়ার হোল্ড করবেন বা কিনবেন। তারপর যারা কিনবেন, তারা এই শেয়ারের লাভ পাবেন না। তেমনটাই হল বৃহস্পতিবার।
সংস্থা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে জনসাধারণের কাছে পতঞ্জলির ৩১ শতাংশ শেয়ার রয়েছে। বোনাস শেয়ার দেওয়ার পর সংস্থার মোট শেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ১০৮ কোটি। যার মধ্য়ে ৭২ কোটির অধিক বোনাস শেয়ার। অর্থাৎ এগুলি সবে তৈরি হয়েছে। আর শুধুই জনসাধারণ বা খুচরো বিনিয়োগকারীরাই নয়। পতঞ্জলির শেয়ারে বিনিয়োগ করে LIC-ও। দেশের সবচেয়ে বিশ্বস্ত এই সংস্থার কাছে রয়েছে পতঞ্জলির ৯.১৪ শতাংশ শেয়ার।
