Paytm: নামে কী আসে যায়! ‘বদনাম’ শুরু হতেই রাতারাতি নাম পাল্টে ফেলল Paytm ই-কমার্স
Paytm E Commerce: সূত্রের খবর, এই বিতর্কের আবহ তৈরি হওয়ার আগেই অবশ্য নিজেদের ই কমার্স শাখার নাম বদলের জন্য দরবার করে ফেলেছিল পেটিএম। জানা যাচ্ছে, প্রায় মাস তিনেক আগে সংস্থার তরফে নাম পরিবর্তনের জন্য আবেদন জানানো হয়েছিল। সম্প্রতি গত ৮ ফেব্রুয়ারি রেজিস্টার অব কম্পানিজ়ের তরফে নতুন নামে অনুমোদন দেওয়া হয়েছে।

নয়া দিল্লি: পেটিএম-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। সংস্থার যে ব্য়াঙ্কির পরিষেবা রয়েছে, অর্থাৎ পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক, সেখানে আর্থিক লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডেডলাইন রয়েছে ২৯ ফেব্রুয়ারি। তারপর থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে আর টাকা জমা করা যাবে না। এসবের মধ্যে পড়ে ভীষণ বাজেভাবে মুখ পুড়ছে পেটিএমের। নাম খারাপ হচ্ছে সংস্থার। এসবের মধ্যেই এবার বড় আপডেট। এই চলতে থাকা বিতর্কের আবহেই এবার নিজেদের ই-কমার্স সেকশনের নাম বদলে ফেলল পেটিএম। এখন থেকে আর পেটিএম ই-কমার্স প্রাইভেট লিমিটেড নয়, নতুন নাম রাখা হয়েছে পাই প্লাটফর্মস প্রাইভেট লিমিটেড।
সূত্রের খবর, এই বিতর্কের আবহ তৈরি হওয়ার আগেই অবশ্য নিজেদের ই কমার্স শাখার নাম বদলের জন্য দরবার করে ফেলেছিল পেটিএম। জানা যাচ্ছে, প্রায় মাস তিনেক আগে সংস্থার তরফে নাম পরিবর্তনের জন্য আবেদন জানানো হয়েছিল। সম্প্রতি গত ৮ ফেব্রুয়ারি রেজিস্টার অব কম্পানিজ়ের তরফে নতুন নামে অনুমোদন দেওয়া হয়েছে।
রেজিস্টার অব কোম্পানিজ়ের ৮ ফেব্রুয়ারির এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পেটিএম ই-কমার্স প্রাইভেট লিমিটেড সংস্থার নাম বদলে করা হয়েছে পাই প্লাটফর্ম প্রাইভেট লিমিটেড। সার্টিফিকেট ইস্যু হওয়ার দিন থেকে এটি কার্যকর হবে। শুরুতে এই সংস্থা পেটিএম ই-কমার্স প্রাইভেট লিমিটেড নামে চলছিল।
এর পাশাপাশি ওএনডিসি-র সেলার প্লাটফর্মের বিটসিলা নামে একটি ব্যবসাও পেটিএম অধিগ্রহণ করেছে বলে জানা যাচ্ছে। এই বিটসিলা হল মূলত অনলাইন রিটেল ব্যবসা। সূত্রের কবর, ইনোবিটস সলিউশন প্রাইভেট লিমিটেড (বিটসিলা) চালু হয়েছিল ২০২০ সালে। ওএনডিসি-র এই সেলার প্লাটফর্মটি হাইপারলোকাল রিটেল ব্যবসার সঙ্গে যুক্ত। প্রসঙ্গত, বর্তমানে পেটিএম ই-কমার্সের সবথেকে বড় শেয়ার হোল্ডার হল এলিভেশন ক্যাপিটাল।





