Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: প্রেমের সপ্তাহে রইল গার্লফ্রেন্ডের রাগ ভাঙানোর গোপন টিপস, খরচও হবে না বেশি…

কলকাতা: চলছে প্রেমের মরশুম। আজ টেডি ডে। প্রিয়জনকে সফট টয় উপহার দেন প্রেমিক বা প্রেমিকারা। কিন্তু প্রতি বছর একই উপহার দিতে হবে এমন তো কোনও নিয়ম নেই। আপনি যদি নিজের মনের মানুষকে সারপ্রাইজ দিতে চান, তবে টেডির বদলে আজ উপহার দিতেই পারেন টেডি বিয়ারের মতো সোনার পেনডেন্ট। বাজেট কম থাকলে, উপহার দিতে পারেন রুপোর গহনাও। […]

Gold Price Today: প্রেমের সপ্তাহে রইল গার্লফ্রেন্ডের রাগ ভাঙানোর গোপন টিপস, খরচও হবে না বেশি...
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2024 | 10:03 AM

কলকাতা: চলছে প্রেমের মরশুম। আজ টেডি ডে। প্রিয়জনকে সফট টয় উপহার দেন প্রেমিক বা প্রেমিকারা। কিন্তু প্রতি বছর একই উপহার দিতে হবে এমন তো কোনও নিয়ম নেই। আপনি যদি নিজের মনের মানুষকে সারপ্রাইজ দিতে চান, তবে টেডির বদলে আজ উপহার দিতেই পারেন টেডি বিয়ারের মতো সোনার পেনডেন্ট। বাজেট কম থাকলে, উপহার দিতে পারেন রুপোর গহনাও। আজ, ১০ ফেব্রুয়ারি কিছুটা দাম কমেছে সোনার দাম। অনেকটাই সস্তা হয়েছে রুপোও। আজ সোনা-রুপোর দাম কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-    

আজ, শনিবার ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৭ হাজার ৮৯০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা কমেছে দাম।

২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৭৮ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা সস্তা হয়েছে সোনা।

২৪ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনাও সস্তা হয়েছে আজ। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৩ হাজার ১৫০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে।

১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৩১ হাজার ৫০০ টাকা। ১০০ টাকা দাম কমেছে একদিনে।

১৮ ক্য়ারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও আজ সামান্য কমেছে। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৭ হাজার ৩৬০ টাকা।

১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৪ লক্ষ ৭৩ হাজার ৬০০ টাকা।

রুপোর দাম-

সোনার থেকেও বেশি সস্তা হয়েছে রুপো। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৭ হাজার ৪৪০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে। ১ কেজি রুপোর দাম রয়েছে ৭৪ হাজার ৪০০ টাকা।