Ratan Tata: বন্ধ হতে চলেছে রতন টাটার প্রিয় সংস্থা, কাজ হারিয়ে বেকার হতে চলেছেন কতজন?
Ratan Tata: শুক্রবার টাটা স্টিলের শেয়ারের দাম বেড়েছে। তথ্য অনুযায়ী, কোম্পানির শেয়ার দর ২.৪০ শতাংশ বেড়ে ১৩৪.২০ টাকায় বন্ধ হয়েছে। অন্যদিকে কোম্পানির শেয়ার ১ জানুয়ারি ১৪২ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছিল।
কলকাতা: ব্যবসা বন্ধ করতে চলেছে রতন টাটার প্রিয় কোম্পানি টাটা স্টিল। শুনে অনেকের চোখ কপালে উঠলেও এটাই সত্যি! সংস্থার এই সিদ্ধান্তের ফলে যে অনেকেই বেকার হতে চলেছেন তা বলাই বাহুল্য। সূত্রের খবর, রতন টাটার ইস্পাত তৈরির কোম্পানি টাটা স্টিল ব্রিটেনের সাউথ ওয়েলসের পোর্ট ট্যালবোট প্ল্যান্টে তার দুটি ব্লাস্ট ফার্নেস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যার জেরে চাকরি হারিয়ে বেকার হয়ে যেতে চলেছেন ২ হাজার ৮০০ মানুষ। পরিবেশবান্ধব ব্যবসার নতুন রূপরেখা তৈরি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। কীভাবে সংস্থার সামগ্রিক খরচ কমানো যায় সে কথাও ভাবা হচ্ছে।
সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে ব্রিটেনে কার্বন নির্গমন প্রতি বছর ৫ মিলিয়ন টন কমবে। কার্বন নির্গমন এবং সংস্থার খরচ কমানোর পরিকল্পনার অংশ হিসাবে টাটা স্টিল প্ল্যান্টে দুটি ব্লাস্ট ফার্নেসকে বৈদ্যুতিক আর্ক ফার্নেস দিয়ে প্রতিস্থাপন করবে বলেও জানা যাচ্ছে। পোর্ট ট্যালবট প্ল্যান্টের উভয় ব্লাস্ট ফার্নেস বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কোকিং ওভেন এবং স্টিলের দোকানের মতো সংশ্লিষ্ট ইউনিটগুলিও বন্ধ হয়ে যাবে।
এদিকে শুক্রবার টাটা স্টিলের শেয়ারের দাম বেড়েছে। তথ্য অনুযায়ী, কোম্পানির শেয়ার দর ২.৪০ শতাংশ বেড়ে ১৩৪.২০ টাকায় বন্ধ হয়েছে। অন্যদিকে কোম্পানির শেয়ার ১ জানুয়ারি ১৪২ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছিল। যা গত এক বছরের হিসাবে সর্বোচ্চ। বর্তমানে কোম্পানির মার্কেট ক্যাপ ১,৬৪,৭৮৩.১৩ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। এখন এই নয়া সিদ্ধান্তের পর শেয়ারের দামে কেমন ওঠানামা হয় এক সেটাই দেখার।