AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ravindra Jadeja: হায়দরাবাদ টেস্টের মাঝেই জাডেজার নতুন চমক, এবার ‘খেলা’ বাইশ গজের বাইরেও

Ravindra Jadeja: হায়দরাবাদ টেস্টে প্রথমে বোলিংয়ে, তারপর ব্যাটিংয়ে নিজের জাদু দেখাচ্ছেন জাড্ডু। আর এবার হায়দরাবাদ টেস্টের মাঝেই বাইশ গজের বাইরেও আলোচনায় রবীন্দ্র জাডেজা। হঠাৎ কী হল? ক্রিকেটের বাইরে কী নিয়ে এত চর্চা জাডেজাকে নিয়ে?

Ravindra Jadeja: হায়দরাবাদ টেস্টের মাঝেই জাডেজার নতুন চমক, এবার 'খেলা' বাইশ গজের বাইরেও
রবীন্দ্র জাডেজাImage Credit: Facebook
| Updated on: Jan 27, 2024 | 2:55 PM
Share

হায়দরাবাদ: তিনি টেস্টের এক নম্বর অলরাউন্ডার। হায়দরাবাদ টেস্টে প্রথমে বোলিংয়ে, তারপর ব্যাটিংয়ে নিজের জাদু দেখাচ্ছেন জাড্ডু। আর এবার হায়দরাবাদ টেস্টের মাঝেই বাইশ গজের বাইরেও আলোচনায় রবীন্দ্র জাডেজা। হঠাৎ কী হল? ক্রিকেটের বাইরে কী নিয়ে এত চর্চা জাডেজাকে নিয়ে? এক নামী মোবাইল অ্যাকসেসরিজ় প্রস্তুতকারী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন তিনি। আর সেই নিয়েই এখন আলোচনা চলছে ভীষণ ভাবে। বাইশ গজের বাইরেও চর্চায় তিনিই। জানা যাচ্ছে, বর্নি নামে এক মোবাইল অ্যাকসেসরিজ় প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডারের।

এই সংস্থার সঙ্গে জাডেজার যোগ নিয়ে চর্চা চলছিল অনেকদিন ধরেই। গত বছরের সেপ্টেম্বরে বর্নির ১০ বছর পূর্তির অনুষ্ঠানে, সেই চর্চা আরও বেড়ে যায়। রবীন্দ্র জাডেজা যে বর্নির সঙ্গে যুক্ত হতে চলেছেন, সেই বিষয়ে সংস্থার প্রতিষ্ঠাতা তথা ম্যানেজিং ডিরেক্টর কিষান মালি ইঙ্গিত দিয়েছিলেন তখনই। এর সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। সংস্থার তরফে কিষাণ মালি জানিয়েছেন, জাডেজার সঙ্গে বর্নির যোগ নিয়ে তারা গর্বিত। আগামী দিনে বর্নি একটি বড় ব্র্যান্ড হয়ে উঠবে এবং গোটা বিশ্বে পরিচিতি পাবে বলেও আশাবাদী তিনি। মোবাইল অ্যাকসেসরিজ় প্রস্তুতকারী সংস্থাটি ‘ভোকাল ফর লোকাল’-এর একটি অন্যতম প্রতিফলন।

সংস্থার এমডি কিষান মালির বক্তব্য, মেড ইন ইন্ডিয়া বা ভোকাল ফর লোকাল-এর বিষয়ে কথা বলা বা লেখালেখি করার থেকেও বেশি যেটা দরকার, তা হল ভাল মানের কাজ করে দেখানো। তাঁর মতে, ‘আমরা এই বিষয়ে ক্রমাগত চিন্তা করছি এবং এটি নিয়ে কাজও করছি। এখানেই আমরা প্রোডাক্ট তৈরি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।’ তাঁর কথায়, ভারতের মতো একটি দেশে তরুণ প্রজন্মের জন্য দুর্দান্ত সম্ভাবনা রয়েছে।