SBI Home Loan: বাড়ি কেনার কথা ভাবছেন? গৃহ ঋণের উপর সুদের হার কমাচ্ছে এসবিআই

Festive Offer : পুজোর মরশুমে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গৃহ ঋণের উপর সুদের হার কমিয়ে ৬.৭০ শতাংশ করা হয়েছে।

SBI Home Loan: বাড়ি কেনার কথা ভাবছেন? গৃহ ঋণের উপর সুদের হার কমাচ্ছে এসবিআই
গৃহ ঋণের উপর সুদের হার এইচডিএফসি ব্যাঙ্ক
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2021 | 3:58 PM

নয়াদিল্লি : পুজোর মরশুমে গ্রাহকদের জন্য দারুন উপহার নিয়ে এল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। গৃহ ঋণের উপর সুদের হার কমিয়ে ৬.৭ শতাংশ করে দিচ্ছে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। একইসঙ্গে ছাড় দেওয়া হচ্ছে প্রসেসিং ফি-র উপরেও। মূলত পুজোর মরশুমে যাঁরা বাড়ি কেনার কথা ভাবছেন, সেই গ্রাহকদের কথা মাথায় রেখেই এই সুবিধা দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

এসবিআইয়ের তরফে যে তথ্য দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে এখন থেকে গৃহ ঋণের উপর সুদের হার কমিয়ে ৬.৭০ শতাংশ করা হয়েছে। কম টাকার ঋণ নিন, কিংবা মোটা অঙ্কের ঋণ, উভয় ক্ষেত্রেই একই সুবিধা পাবেন গ্রাহকরা। নতুন এই নিয়মে প্রায় ৪৫ বেসিস পয়েন্ট কম ফেরত দিতে হবে গ্রাহকদের। আগের নিয়ম অনুযায়ী, ৭৫ লাখ টাকার বেশি অঙ্কের গৃহ ঋণ নিতে হলে, ৭.১৫ শতাংশ হারে সুদ দিতে হত। এখন নতুন সুদের হার অনুযায়ী, ৩০ বছরে দেয় ৭৫ লাখ টাকার গৃহ ঋণের উপর ৮ লাখ টাকারও বেশি সঞ্চয় হবে গ্রাহকদের।

এতদিন পর্যন্ত যাঁরা মাসিক বেতনভুক নন, তাঁদের ক্ষেত্রে বেতনভুকদের তুলনায় ১৫ বেসিস পয়েন্টের বেশি সুদের হার কার্যকর হত। পুজোর উপহারে সেই ব্যাবধানও তুলে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এখন থেকে মাসিক বেতনভুকদের সঙ্গে সমান বেসিস পয়েন্টেই সুদ গুনবেন বাকিরা। অর্থাৎ, আগে পেশার উপর ভিত্তি করে গৃহ ঋণের যে সুদের হার ধার্য্য করা হত, এখন থেকে সেই সমস্যার মুখে আর পড়তে হবে না গ্রাহকদের। ফলে এখন থেকে যাঁরা বেতনভুক নন, তাঁরা গৃহ ঋণের উপর আরও অতিরিক্ত ১৫ বেসিস পয়েন্টের সমতুল্য টাকা সঞ্চয় করবেন।

স্টেট ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর সি এস শেট্টি জানিয়েছেন, “গৃহ ঋণের উপর সুদের হার ৬.৭০ শতাংশে কমিয়ে আনা হয়েছে। প্রসেসিং ফি-ও কমিয়ে দেওয়া হয়েছে। আশা করছি, যাঁরা এই উৎসবের মরশুমে নতুন বাড়ি কিনতে চাইছেন, তাঁদের জন্য এই সুদের হার বাড়তি সুবিধা দেবে।”

সামনেই দুর্গাপুজো। তারপর দিওয়ালি। আর এই পুজোর মরশুমে একের পর এক উপহারের ঝুলি গ্রাহকদের জন্য নিয়ে হাজির করছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। দু’দিন আগেই স্টেট ব্যাঙ্কের তরফে ঘোষণা করা হয়েছিল, বাছাই করা কিছু গ্রাহক ডেবিট কার্ডেই ইএমআইয়ের সুবিধা পাবেন। অর্থাৎ, এখন যদি পুজোর আগে বড় কিছু জিনিস নিতে চান, তাহলে স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের আর মোটা অঙ্কের টাকা গুণতে হবে না। ইনস্টলমেন্টেই বাড়ি নিয়ে আসতে পারবেন পছন্দের জিনিস।

আরও পড়ুন : EMI-এর সুবিধা এ বার ডেবিট কার্ডে! পুজোর মরশুমে দারুণ অফার SBI-এর

আরও পড়ুন : চাঙ্গা হচ্ছে টেলিকম ক্ষেত্র, বাড়ছে দেউলিয়া হতে বসা ভোডাফোন-আইডিয়ার শেয়ারও