SIP নাকি Lumpsum Investment, ১ কোটি টাকা জমাতে কীভাবে বিনিয়োগ করবেন?
SIP vs Lumpsum Investment: কেউ যদি প্রতি মাসে ১৫ হাজার টাকা জমাতে শুরু করেন, আর সেই বিনিয়োগের গড় বার্ষিক রিটার্ন যদি হয় ১২ শতাংশ, তাহলে প্রায় ১৭ বছর পর বিনিয়োগকারীর কাছে রিটার্ন আসবে প্রায় ১ কোটি টাকা।

আর্থিক স্বাধীনতার পেতে সাধারণ মানুষ আজ ক্রমশ মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকছেন। তবে প্রশ্ন থেকেই যায় প্রতি মাসে নিয়ম মেনে বিনিয়োগ বা SIP ভালো, নাকি এককালীন বিনিয়োগ ভাল? আসলে দুই ক্ষেত্রেই লক্ষ্য পূরণ সম্ভব। তবে দুই ক্ষেত্রে বিনিয়োগের সময়সীমা ও ঝুঁকির ধরণ আলাদা।
কেউ যদি প্রতি মাসে ১৫ হাজার টাকা জমাতে শুরু করেন, আর সেই বিনিয়োগের গড় বার্ষিক রিটার্ন যদি হয় ১২ শতাংশ, তাহলে প্রায় ১৭ বছর পর বিনিয়োগকারীর কাছে রিটার্ন আসবে প্রায় ১ কোটি টাকা। ১৭ বছরে মোট বিনিয়োগ হবে প্রায় ৩১ লক্ষ টাকা, আর বাকি টাকা জমবে কম্পাউন্ডিংয়ের কারণে। বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত বিনিয়োগ বাজারের ওঠা-পড়াকে সামাল দেয় ও বিনিয়োগের ঝুঁকি কমায়। ফলে মধ্যবিত্ত আয়ের মানুষদের কাছে SIP বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান একটি সুরক্ষিত বিকল্প।
অন্যদিকে, যদি কেউ একবারে যদি ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং সেই বিনিয়োগে ১২ শতাংশ রিটার্ন আসে, তাহলেও প্রায় ১৭ বছরেই সেই বিনিয়োগ ১ কোটি হয়ে যাওয়া সম্ভব। এ ক্ষেত্রে কম মূলধনেই এক কোটি টাকার তহবিল তৈরি হয়। তবে এই ক্ষেত্রে ঝুঁকি অনেকটা বেশি। কারণ একবার অনেকটা টাকা কেউ যখন বিনিয়োগ করছে তখন বাজার যদি অনেকটা উঠে থাকে, তাহলে হঠাৎ বাজার পড়লে বিনিয়োগকারী ক্ষতির সম্মুখীন হতে পারেন।
তাহলে এসআইপি নাকি এককালীন বিনিয়োগ? কোনটা আপনার জন্য সঠিক? অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলেন, বিনিয়োগকারীরা কোন কৌশলে বিনিয়োগ করবেন তা তাঁদের আয়ের উৎস, ঝুঁকি নেওয়ার ক্ষমতা ও কোন কারণে বিনিয়োগ করছেন, তার উপর নির্ভর করে। তবে বিনিয়োগ যত তাড়াতাড়ি শুরু করবেন ততই লাভ। একই সঙ্গে বিনিয়োগে শৃঙ্খলা রাখাও প্রয়োজন।
