Budget 2025 Highlights: ‘ঐতিহাসিক’ বাজেট বললেন প্রধানমন্ত্রী, ‘২ শতাংশ মানুষ আয়কর দেয়’, খোঁচা বিরোধীদের
Budget Session 2025 Parliament LIVE: নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার পেশ হতে চলেছে পূর্ণাঙ্গ বাজেট। ক্ষুদ্র শিল্প থেকে রেল, প্রতিরক্ষা থেকে শিক্ষা, কোন ক্ষেত্রে কী ঘোষণা হবে, সেদিকে নজর দেশবাসীর।

রেকর্ড গড়ার পথে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একটানা অষ্টমবার বাজেট পেশ করে নজির গড়বেন নির্মলা। আজ, শনিবার তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন তিনি। আর এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা তুঙ্গে। কর্মসংস্থান থেকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, সবদিকেই এবার কেন্দ্রীয় সরকার নজর দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আয়কর ছাড়ের প্রত্যাশাও রয়েছে বেতনভোগী কর্মীদের।
LIVE NEWS & UPDATES
-
BUDGET: নির্মলার প্রশংসায় পঞ্চমুখ মোদী
২০২৫-২৬ অর্থবর্ষের জন্য শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটকে সাধারণ মানুষের বাজেট বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও তাঁর টিমের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। তিনি বলেন, দেশের নাগরিকরা কীভাবে বিকাশের অংশ হবেন, তার দিশা রয়েছে বাজেটে। প্রধানমন্ত্রীর কথায়, চারদিক থেকে আয়ের উৎস খুলে দিয়েছে এই বাজেট।
বিস্তারিত পড়ুন: ‘ঐতিহাসিক, সাধারণ মানুষের বাজেট’, নির্মলার প্রশংসায় পঞ্চমুখ মোদী
-
Income Tax: আপনার কত টাকা বাঁচবে, জানেন?
১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোন কর দিতে হবে না, ঘোষণা অর্থমন্ত্রীর। এর উপরে আবার রয়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশন, যেখানে ৭৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। অর্থাৎ ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত যাদের বার্ষিক আয়, তাদের এবার থেকে কোনও আয়কর দিতে হবে না।
বিস্তারিত পড়ুন: ১২ লাখ টাকা পর্যন্ত কর ছাড়, আজকের বাজেটে আপনার কত টাকা বাঁচবে, জানেন?
-
-
SC ও ST মহিলারা পাবেন আর্থিক সুবিধা
মহিলাদের আর্থিক স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে এই স্কিম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্কিমে উপকৃত হবেন ৫ লক্ষ মহিলা।
বিস্তারিত পড়ুন: SC ও ST মহিলারা পাবেন আর্থিক সুবিধা, নতুন স্কিমের সুবিধা পেতে কী করবেন

-
BUDGET 2025-26: বাজেট নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিষেক
বাজেট পেশ শেষ হতেই না হতেই ক্ষোভ উগরে দিলেন এ ভাষাতেই ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়া আক্রমণ করলেন বিজেপির বিরুদ্ধে। তাঁর সাফ দাবি, দিল্লিতে বাংলা থেকে যতই বিজেপি সাংসদ যাক, বঞ্চনার খেলা চলছেই।
বিস্তারিত পড়ুন: ভোট বলেই বাজেটে শুধুই বিহার, বাংলার ‘বঞ্চনার’ কথা তুলে সরব অভিষেক
-
১২ লাখ টাকায় ছাড় পেয়েও কেন খুশি নয় মধ্যবিত্তের একাংশ?
কী ভাবছে জনতা? বাঁকুড়া থেকে শিলিগুড়ি, জেলায় জেলায় পৌঁছে গিয়েছিল টিভি ৯ বাংলার ক্যামেরা। উঠে এল নানা মুনির নানা মত।
বিস্তারিত পড়ুন: ১২ লাখ টাকায় ছাড় পেয়েও কেন খুশি নয় মধ্যবিত্তের একাংশ?

-
-
KYC-তে আসছে বদল!
ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ বিভিন্ন ক্ষেত্রে KYC (Know Your Customer) আপডেট করার প্রয়োজন পড়ে। প্রতারণার সম্ভাবনা এড়াতে ও গ্রাহকদের ঝুঁকি কমাতে এই KYC আপডেট করতে হয়।
বিস্তারিত পড়ুন: KYC-তে আসছে বদল! বাজেটে বিশেষ ঘোষণা অর্থমন্ত্রীর
-
কোন কোন ওষুধের দাম কমল
ক্যানসার-সহ দুরারোগ্য ব্যাধীর জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধে লাগবে না কোনও কর। পাশাপাশি, আরও ৬টি জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা করেন অর্থমন্ত্রী।
বিস্তারিত পড়ুন: অর্থমন্ত্রীর ঘোষণার পর দাম কমছে কোন কোন জীবনদায়ী ওষুধের? নাম জানেন কি?
-
কোন কোন জিনিসের দাম কমল বাজেটে
বাজেটে একাধিক বড় ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। বিভিন্ন নতুন স্কিমের কথাও ঘোষণা করা হয়েছে। বাজেট অনুসারে একাধিক পণ্যের দাম কমতে চলেছে।
কোন কোন জিনিসের দাম কমল, দেখে নিন: কোন কোন জিনিসের দাম কমল বাজেটে
-
১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়
বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। আয়করে বিরাট ছাড়। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর (Income Tax) দিতে হবে না। ঘোষণা অর্থমন্ত্রীর।
বিস্তারিত পড়ুন: ১২ লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর, সবথেকে বড় ঘোষণা বাজেটে
-
৩৬টি জীবনদায়ী ওষুধে শুল্ক মকুব
- সামাজিক কল্যাণে সারচার্জ মকুব করার প্রস্তাব।
- ক্যান্সার রোগীদের জন্য ৩৬টি জীবনদায়ী ওষুধকে শুল্ক থেকে মকুব করার প্রস্তাব।
- সামুদ্রিক খাদ্যপণ্যের রপ্তানির জন্য ৩০ থেকে ৫ শতাংশ করার প্রস্তাব করছি।
- মাছ , চিংড়ি রপ্তানির ক্ষেত্রে ১৫ থেকে ৫ শতাংশ করার প্রস্তাব করছি
-
আগামী সপ্তাহে আয়কর বিল
- আগামী সপ্তাহে আনা হবে নতুন আয়কর বিল। ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
- বিমা ক্ষেত্রে ১০০ শতাংশ এফডিআই।
- KYC করার ক্ষেত্রে সরলীকরণ করা হবে।
- কোম্পানি মার্জ করার প্রক্রিয়া হবে সহজ।
-
UNION BUDGET: আইআইটি-তে গবেষণার জন্য আরও বেশি তহবিল
- আইআইটি ও আইআইএসসিতে গবেষণার জন্য আরও তহবিলের প্রস্তাব।
- জ্ঞানভারত মিশন- পাণ্ডুলিপিকে অন্তর্ভুক্ত করা হবে। রাষ্ট্রীয় সংগ্রহালয় স্থাপন করা হবে।
- ট্রেড নেট নামে ডিজিটাল ব্যবস্থা চালু হবে।
- গত ১০ বছরে সরকার করদাতাদের জন্য অনেক ব্যবস্থা নিয়েছে। আগামী সপ্তাহে আয়কর বিল প্রস্তুত করার প্রচেষ্টা শুরু হবে।
-
UNION BUDGET: পর্যটনে জোর অর্থমন্ত্রীর
- ৫০টি পর্যটন ক্ষেত্রে পার্টনারশিপ মডেলে উন্নয়ন।
- হোম স্টে-র জন্য দেওয়া হবে মুদ্রা লোন।
- পর্যটকদের ভাল অভিজ্ঞতার উপর ভিত্তি করে রাজ্যগুলিকে ইনসেনটিভ।
- কিছু কিছু পর্যটন ক্ষেত্রে হবে ভিসা-ফ্রি।
- বুদ্ধদেবের সঙ্গে সম্পর্কিত জায়গাগুলির ক্ষেত্রে পর্যটনে গুরুত্ব।
-
মেডিক্যাল ট্যুরিজম প্রোমোট করা হবে।
-
UNION BUDGET: বিহারে তৈরি হবে বিমানবন্দর, উড়ান স্কিমে গুরুত্ব
- জলশক্তিতে আরও ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ।
- উড়ান স্কিমে ১.৫কোটি মানুষ উপকার পেয়েছে, বললেন অর্থমন্ত্রী। নতুনভাবে আরও উড়ান স্কিম আনা হবে। যাতে আরও গতিবৃদ্ধি পায় আকাশপথে। আগামি ১০ বছরের জন্য লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
- পাটনা বিমানবন্দরের উন্নয়ন, বিহারে তৈরি হবে গ্রিনফিল্ড বিমানবন্দর।
- খনি অঞ্চলে নতুন নতুন প্রকল্প আনা হবে।
-
UNION BUDGET: জেলায় জেলায় ক্যানসার কেয়ার ইউনিট খোলার প্রস্তার
- জেলা হাসপাতালগুলিতে ক্যানসার কেয়ার ইউনিট খোলা হবে। ২০০টি কেন্দ্র স্থাপন করা হবে।
- অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করেন, তাঁরা অর্থনীতিতে যোগদান করছে। তাঁদের জন্য সরকার নথিভুক্ত করা হচ্ছে। ১ কোটি গিগওয়ার্কাররা সুবিধা পাবে।
- প্রত্যেকটি রাজ্যকে পিপিপি মডেলে প্রকল্প কাজ করতে উৎসাহ। ১.৫লক্ষ কোটি টাকা তহবিল গড়া হবে।
- ২০১৯ থেকে ৫০ কোটির বেশি বাড়িতে জলজীবন মিশন প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে, জানালেন নির্মলা।
-
সরকারি স্কুলে ব্রডব্যান্ড কানেকশন
- বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উৎসাহ বাড়াতে ৫০,০০০ ল্যাব তৈরি হবে সরকারি স্কুলগুলিতে।
- সরকারি স্কুলগুলিতে ব্রডব্যান্ড কানেকশন দেওয়া হবে।
- ভারতীয় ভাষা পুস্তক স্কিম- ভারতীয় ভাষার জন্য অনলাইন বই থাকবে। যা থেকে নিজেদের ভাষা সম্পর্কে জানতে পারবেন পড়ুয়ারা।
- ন্যাশনাল সেন্টার অব এক্সিলেন্স- স্কিল তৈরির জন্য বিশেষ উদ্য়োগ।
-
IIT ও মেডিক্যাল কলেজে আসন বাড়ানোর ঘোষণা বাজেটে
- ২৩টি আইআইটিতে ছাত্রের সংখ্যা বেড়েছে
- আইআইটি পাটনায় হস্টেল ও পরিকাঠামো তৈরি করা হবে।
- এআইয়ের জন্য উৎকর্ষক কেন্দ্র তৈরি হবে। ৫০০ কোটি টাকা বিনিয়োগ হবে তার জন্য।
- আগামী ৫ বছরে ৭৫ হাজার আসন বাড়বে মেডিক্যাল কলেজগুলিতে।
-
মহিলাদের জন্য বিশেষ স্কিম
নতুন স্কিম আনা হবে ৫ লক্ষ মহিলা, এসসি ও এসটি-দের জন্য। জানালেন অর্থমন্ত্রী।
-
UNION BUDGET: ক্ষুদ্র ও মাঝারি শিল্প
- ক্ষুদ্র ও মাঝারি শিল্প তথা এমএসএমই-কে অর্থনীতির দ্বিতীয় ইঞ্জিন বলে উল্লেখ করলেন অর্থমন্ত্রী।
- ছোট ব্যবসায়ীদের জন্য ৫ লক্ষ টাকার ক্রেডিট কার্ড, ঘোষণা অর্থমন্ত্রীর।
-
BUDGET 2025-26: সি ফুড থেকে তুলো, বিভিন্ন ক্ষেত্রে উৎসাহ কেন্দ্রের
- সি ফুড রফতানিতে উৎসাহ দিচ্ছে কেন্দ্র। গুরুত্ব দেওয়া হবে আন্দামান-নিকোবর ও লাক্ষাদ্বীপে।
- তুলো উৎপাদনের ক্ষেত্রে ৫ বছরের বিশেষ পরিকল্পনা। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করতে পারবেন কৃষকরা।
- কিষাণ ক্রেডিট কার্ডের লোনের সর্বোচ্চসীমা ৩ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ করা হল।
- ইউরিয়া প্লান্ট তৈরি করা হবে।
-
Union Budget: শুরুতেই প্রান্তিক কৃষকদের কথা বললেন নির্মলা
- বাজেটের শুরুতেই কৃষকদের কথা বললেন নির্মলা সীতারামন।
- জেলাভিত্তিক প্রোগ্রাম হবে রাজ্যের সঙ্গে পার্টনারশিপে।
- উপকৃত হবেন ১ কোটি ৭০ লক্ষ কৃষক।
- ডাল উৎপাদনে ৬ বছরের মধ্যে আত্মনির্ভর হবে ভারত।
- পরিযায়ী হিসেবে কোথাও গিয়ে যাতে কাজ করতে না হয়, তার জন্য গ্রামাঞ্চলে উন্নতির বার্তা নির্মলার।
- বিহারে তৈরি হবে মাখানা বোর্ড।
- দেশেই উৎপাদন হবে ভোজ্য তেল।
-
উত্তাল সংসদ, তার মধ্যেই শুরু বাজেট পেশ
বাজেট পেশ হওয়ার আগেই উত্তাল সংসদ। মহাকুম্ভের দুর্ঘটনা নিয়ে সরব হন বিরোধীরা। হট্টগোলের মধ্যে বাজেট বক্তৃতা শুরু করলেন নির্মলা সীতারামন।
-
মন্ত্রিসভায় বাজেটে অনুমোদন
সকালেই একে একে সংসদে পৌঁছেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, কিরণ রিজিজু সহ সব মন্ত্রীরা। ১০টা ২৫ মিনিটে মন্ত্রিসভার বৈঠক ছিল। সেখানে অনুমোদন পেল নির্মলা সীতারামনের বাজেট।
-
কোন রাজ্যের শাড়িতে দেখা গেল নির্মলাকে
এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ করবেন। স্বাধীন ভারতে এটাই কোনও অর্থমন্ত্রীর সর্বাধিক বার পেশ করা বাজেট। প্রতিবারই বাজেটে একটা বিশেষ নজর থাকে অর্থমন্ত্রীর শাড়ির দিকে।
বিস্তারিত পড়ুন: বাজেটে অটুট অর্থমন্ত্রীর ফ্যাশন স্টেটমেন্ট, এবার কোন রাজ্যের শাড়িতে দেখা গেল তাঁকে?
-
বাজেটের আগে উর্দ্ধগতিতে ছুটছে সেনসেক্স ও নিফটি
শেয়ার বাজারের প্রথম ঘণ্টা বাজতেই বাড়তে শুরু করে পয়েন্ট। বাজেটের আগেই ‘ঘোড়ার’ মতো ছুটতে শুরু করে শেয়ার বাজার, বলছেন বিশেষজ্ঞরা। এদিন সকাল ১০টা পর্যন্ত এক ধাক্কায় ৩০০ পয়েন্ট বেড়ে ২৩ হাজার ৫৬০এ দাঁড়িয়েছে নিফটি ৫০।
বিস্তারিত পড়ুন: এক লাফে হাজার পয়েন্ট! বাজেটের আগেই ‘ঘোড়ার’ মতো ছুটছে শেয়ার বাজার
-
রাষ্ট্রপতির হাতে দই-চিনি খেলেন অর্থমন্ত্রী
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর হাতে দই-চিনি খেয়ে সংসদের উদ্দেশে রওনা হলেন নির্মলা।
#WATCH | President Droupadi Murmu feeds Union Finance Minister Nirmala Sitharaman the customary ‘dahi-cheeni’ (curd and sugar) ahead of her Budget presentation.
Union Finance Minister Nirmala Sitharaman will present her 8th consecutive #UnionBudget, today in Parliament
(Source… pic.twitter.com/jZz2dNh59O
— ANI (@ANI) February 1, 2025
-
সকাল ১০টা ২৫-এ বসবে মন্ত্রিসভার বৈঠক
অর্থ মন্ত্রকে প্রতিমন্ত্রী, অর্থ সচিব ও বাজেটের পিছনে থাকা পুরো টিমের সঙ্গে দেখা করলেন অর্থমন্ত্রী নির্মলা। এরপর তিনি যাবেন রাষ্ট্রপতি ভবনে। সকাল ১০ টা ২৫ মিনিটে মন্ত্রিসভার বৈঠক হবে, সেখানেই পাশ হলে বাজেট। এরপর সকাল ১১টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।
-
অর্থ মন্ত্রকে পৌঁছে গেলেন নির্মলা
নিজের বাসভবন থেকে সংসদের পথে রওনা হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল সাড়ে ৮টা নাগাদ বাড়ি থেকে বেরোন তিনি। পৌঁছে যান অর্থ মন্ত্রকের দফতরে। সকাল ১১টায় বাজেট পেশ করবেন তিনি।
-
পেনশন স্কিমে হতে পারে বড় ঘোষণা
পেনশন স্কিম নিয়ে কোনও বড় ঘোষণা করা হতে পারে, এমনটাই অনুমান অর্থনৈতিক বিশ্লেষকদের। NPS, EPS ও UPS-এর মতো স্কিমের ক্ষেত্রে কী ঘোষণা হবে, সেদিকেই তাকিয়ে আছে সাধারণ মানুষ।
-
বাজেটের সকালে কমল গ্যাসের দাম
২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ হতে আর কয়েক ঘণ্টা বাকি। তার আগেই স্বস্তির খবর পেলেন দেশের মানুষ। দাম কমল গ্যাস সিলিন্ডারের। আইওসিএল-এর তথ্য অনুযায়ী, এই নিয়ে পরপর দু মাসে দাম কমল সিলিন্ডারের। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে এই হ্রাস করা হয়েছে।
বিস্তারিত পড়ুন: কমল গ্যাসের দাম, বাজেটের দিন সকালেই মধ্যবিত্তের জন্য বড় সুখবর
-
সকাল ১১টায় বাজেট পেশ
শুক্রবারই শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। বক্তব্য পেশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, শনিবার সকাল ১১টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।
-
কী হবে নির্মলার স্ট্র্যাটেজি!
২০২৫-২৬ অর্থবর্ষের জন্য পেশ করা বাজেটে অর্থমন্ত্রীর কৌশল কী হবে, সেদিকে থাকবে নজর। মধ্যবিত্ত মানুষ এই মুহূর্তে যে সমস্যার মধ্য়ে দিয়ে যাচ্ছে, সেটা মেটানোই কি হবে সরকারের মূল লক্ষ্য? নাকি সব সেক্টরে প্রত্যাশার দিকে নজর দেবে কেন্দ্র?
Published On - Feb 01,2025 7:02 AM
