Budget 2023: ২৩-র কেন্দ্রীয় বাজেট পেশ কবে? জেনে নিন তারিখ ও সময়

Budget 2023: ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সকাল ১১ টায় বাজেট পেশ করার কথা তাঁর।

Budget 2023: ২৩-র কেন্দ্রীয় বাজেট পেশ কবে? জেনে নিন তারিখ ও সময়
ছবি সৌজন্যে: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2023 | 7:54 AM

বছরের অন্য়তম গুরুত্বপূর্ণ বিষয় হল বাজেট অধিবেশন। এর সঙ্গে সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতিও জড়িয়ে থাকে। কোন পণ্যের দাম বাড়বে বা কোন পণ্যের দাম কমবে তা জানার জন্য এই কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে থাকেন দেশের নাগরিকর। কারণ বাজেট অধিবেশনের পর থেকে তাঁদের জীবনেও এর সরাসরি প্রভাব পড়ে। আর সেই বাজেট অধিবেশনের বেশি দেরি নেই। আগামী মাসেই সংসদে পেশ হবে কেন্দ্রীয় বাজেট। সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী- এই বাজেট সমাজের বিভিন্ন স্তরের মানুষদের প্রভাবিত করে। আগামী এক বছরের জন্য সরকারের বিভিন্ন আর্থিক ও নীতি সংক্রান্ত পরিকল্পনা স্থির হয় এই বাজেট থেকেই। এবং বিভিন্ন মন্ত্রককে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করা হয় বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়নের জন্য। আসলে বাজেট হল একটি আয়-ব্যায়ের হিসেব। আর বছর শুরুতে কেন্দ্রীয় সরকার সেরকমই একটা হিসেব কষে বাকি বছরের আর্থিক নীতির রূপরেখা তৈরি করে।

২০২৩-২৪ সালের কেন্দ্রীয় বাজেট পেশ কবে?

প্রতি বছরের মতোই ২০২৩ সালের কেন্দ্রীয় বাজেট এই বছর ১ ফেব্রুয়ারি পেশ করা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একটি বাজেট ভাষণ দেবেন সংসদে। সকাল ১১ টা থেকেই তা শুরু হবে। তিনি বাজেটের মূল বিষয়গুলি তুলে ধরবেন। এই নিয়ে পঞ্চমবারের জন্য বাজেট পেশ করবেন তিনি। নিজের ভাষণে তিনি মূল বিষয়গুলি তুলে ধরবেন। ২০২২ সালে তিনি দেড় ঘণ্টার বক্তৃতা দিয়েছিলেন। এবং ২০২১ সালে তা ছিল ২ ঘণ্টা ৪০ মিনিটের। ভারতের ইতিহাসে যা সবথেকে বড় বাজেট ভাষণ।

সংসদে বাজেট অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি থেকে। ২০১৬ সাল থেকে ১ ফেব্রুয়ারি করেই বাজেট পেশ হয়ে আসছে। বাজেট পেশের একদিন আগেই নির্মলা সীতারমন ইকোনমিক সার্ভে অব ইন্ডিয়ার একটি রিপোর্ট পেশ করবেন সংসদে।