Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেঁচো খুঁড়তে কেউটে একেই বলে! বিচারপতির বাড়িতে আগুন নেভাতে গিয়ে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা, সুপ্রিম কোর্টের বড় পদক্ষেপ

Cash Recovery: যখন প্রধান বিচারপতির বাংলোয় আগুন লেগেছিল, সেই সময় তিনি দিল্লিতে ছিলেন না। তার পরিবারের সদস্যরাই দমকল ও পুলিশে খবর দেন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভানো হয়। ফায়ার পকেট রয়েছে কি না, তা দেখতে গিয়েই দমকলকর্মীরা অবাক হয়ে যান।

কেঁচো খুঁড়তে কেউটে একেই বলে! বিচারপতির বাড়িতে আগুন নেভাতে গিয়ে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা, সুপ্রিম কোর্টের বড় পদক্ষেপ
দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভর্মা।Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2025 | 12:00 PM

নয়া দিল্লি: এ তো কেঁচো খুড়তে বেরল কেউটে! আগুন নেভাতে গিয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ। খবর পেয়েই তড়িঘড়ি কলেজিয়ামের বৈঠক ডাকেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভর্মাকে অবিলম্বে এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন প্রধান বিচারপতি।

জানা গিয়েছে, যখন প্রধান বিচারপতির বাংলোয় আগুন লেগেছিল, সেই সময় তিনি দিল্লিতে ছিলেন না। তার পরিবারের সদস্যরাই দমকল ও পুলিশে খবর দেন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভানো হয়। ফায়ার পকেট রয়েছে কি না, তা দেখতে গিয়েই দমকলকর্মীরা অবাক হয়ে যান। কয়েকটি ঘর থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়।  তবে মোট কত টাকা উদ্ধার হয়েছে, তা জানা যায়নি।

এদিকে, বিচারপতির বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। খবর পেতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কলোজিয়াম বৈঠক ডাকেন। সেই বৈঠকে সর্বসম্মতিতে বিচারপতি যশবন্ত ভর্মাকে এলাহাবাদ হাইকোর্টেই ফের ট্রান্সফারের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২১ সালের অক্টোবর পর্যন্ত এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি।

সূত্রের খবর, বিচারপতির বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তাঁকে ইমপিচ করা হবে কি না, তা নিয়েও আলোচনা চলছে। কলোজিয়ামের সদস্য অনেক বিচারপতিই মনে করছেন, এই ধরনের গুরুতর অপরাধে ট্রান্সফারের সিদ্ধান্ত অত্যন্ত লঘু শাস্তি। এতে বিচারব্যবস্থার ভাবমূর্তি নষ্ট হবে। বিচারপতি ভর্মার উচিত স্বেচ্ছায় অবিলম্বে পদত্য়াগ করা। যদি তিনি ইস্তফা দিতে অস্বীকার করেন, তবে সংসদে তাঁর ইমপিচমেন্টের জন্য আবেদন করা হতে পারে।  কত টাকা উদ্ধার হয়েছে তা অবিলম্বে প্রকাশ করার দাবি জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিং।

নিয়ম অনুযায়ী, এ ধরনের অভিযোগ উঠলে অভিযুক্ত বিচারককে অবিলম্বে পদত্যাগ করতে বলা হয়। তিনি পদত্যাগ না করলে তার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে দেশের দু’টি হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে তদন্ত কমিটি গঠন করে ঘটনা খতিয়ে দেখাই নিয়ম।