বিনিয়োগকারীদের জন্য সুখবর, মার্কেটে উঠল ঝড়, নয়া দিশা দেখাচ্ছে ইউনিয়ন মিউচুয়াল ফান্ড
ইউনিয়ন মিউচুয়াল ফান্ডের কর্মকর্তা গৌরব চোপড়া বলেন, "মোমেন্টাম বিনিয়োগ একটি নিয়ম ভিত্তিক পদ্ধতি। যা কাজ করে স্টক মার্কেটের গ্রাফ ওঠানামার উপর ভিত্তি করে। বিশেষ করে, যেই স্টকের দাম বাড়ছে সেগুলিকে কেনা এবং যেগুলির দাম কমছে সেগুলিকে বিক্রি করার মাধ্যমে একটি লাভজনক অনুপাত তৈরি করা।"
স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের দুনিয়ায় এই মুহূর্তে অন্যতম গ্রহণযোগ্য হয়ে উঠেছে মোমেন্টাম ফান্ড। ইনডেক্স ফান্ডে ছাড়াও এই নতুন পদ্ধতিতে অনেক বেশি রিটার্ন পাচ্ছেন বিনিয়োগকারীরা। এই পদ্ধতির উপর নির্ভর করেই ইউনিয়ন মিউচুয়াল ফান্ড তাদের নতুন এনএফও বা নিউ ফান্ড অফার এনেছে বিনিয়োগকারীদের জন্য। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘ইউনিয়ন অ্যাকটিভ মোমেন্টাম ফান্ড’। ২৮ নভেম্বর থেকে এই ফান্ডে বিনিয়োগ করা যাচ্ছে। তবে চলতি মাসের ১২ তারিখ সেই বিনিয়োগের সুবিধা বন্ধ হতে চলেছে। অবশ্য এর কয়েকদিন বাদেই পুনরায় এই ফান্ড বিনিয়োগকারীদের জন্য খুলে যাবে।
কেন বেছে নেবেন ইউনিয়ন মিউচুয়াল ফান্ডকেই? সংস্থার দাবি, তারা এই বিশেষ পদ্ধতি নিয়ে দীর্ঘ ১৫ বছর পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। ইউনিয়ন মিউচুয়াল ফান্ডের এই নতুন ফান্ড অফার অতীতের রিটার্নের পরিসংখ্যান, লিক্যুইডিটির মতো বেশ কিছু ফ্যাকটরের উপর নির্ভর করে। ভ্যালু, গ্রোথ, লো ভোল্যাটিলিটি, মোমেনটামের মতো ফ্যাকটরও যুক্ত রয়েছে এই ফান্ডের সঙ্গে। যে সব শেয়ারের দাম ঊর্ধ্বমুখী, গ্রোথ ভাল, সেই সব শেয়ারকে একটি ফান্ডের মধ্যে নিয়ে আসাই লক্ষ্য ইউনিয়ন মিউচুয়াল ফান্ডের।
ইউনিয়ন মিউচুয়াল ফান্ডের কর্মকর্তা গৌরব চোপড়া বলেন, “মোমেন্টাম বিনিয়োগ একটি নিয়ম ভিত্তিক পদ্ধতি। যা কাজ করে স্টক মার্কেটের গ্রাফ ওঠানামার উপর ভিত্তি করে। বিশেষ করে, যেই স্টকের দাম বাড়ছে সেগুলিকে কেনা এবং যেগুলির দাম কমছে সেগুলিকে বিক্রি করার মাধ্যমে একটি লাভজনক অনুপাত তৈরি করা।”
অন্যতম পদস্থ কর্তা সঞ্জয় বেমবালকার বলেন, “স্টক মার্কেটে বিনিয়োগকারীদের কার্য পদ্ধতি স্টক এর দাম বাড়ায়। একই ভাবে স্টকের দাম কমেও যায়।” সংস্থার সিইও মধু নায়ার বলেন, “ইউনিয়ন অ্যাক্টিভ মোমেন্টাম ফান্ড ফ্যাক্টর বেসড বিনিয়োগে আমাদের এক নতুন অভিযান। এবং ভারতীয় ইকুইটি মার্কেটে একটি দীর্ঘমেয়াদি অবস্থান করবে এই মোমেন্টাম ফান্ড।”