Exchange Traded Fund: এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ETF কী, কীভাবে কাজ করে?

ETF: বিনিয়োগ নিয়ে মানুষের মনে অনেক বিভ্রান্তি থাকে। মিউচুয়াল ফান্ড বা শেয়ারে বিনিয়োগ করব কি না, তাও ভাবতে থাকেন অনেকে। এই ধরনের মানুষদের জন্য এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ বিনিয়োগের একটি ভাল বিকল্প হতে পারে। ইটিএফ কী এবং কীভাবে কাজ করে, তা জানেন কী?

Follow Us:
| Updated on: Dec 13, 2024 | 1:06 PM

বিনিয়োগের জন্য বাজারে অনেকরকম বিকল্প রয়েছে। কেউ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন, নাকি সরাসরি শেয়ারে বিনিয়োগ করবেন, তা নিয়ে মানুষ বিভ্রান্ত হন। আর এই দুই অপশনের মধ্যে থেকে মানুষকে কিছু বেছে নিতে হলে বিভ্রান্তি অনেক ক্ষেত্রে  আরও বেড়ে যায়। কেউ যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তবে সেই মিউচুয়াল ফান্ডের রিটার্ন অনেকাংশে নির্ভর করে ফান্ড ম্যানেজারের বাজার বা সেই মিউচুয়াআল ফান্ডে থাকা শেয়ার সংক্রান্ত জ্ঞান এবং বাজারের ওঠানামার উপর। আবার শেয়ারের ক্ষেত্রে একটি ভাল স্টক বেছে নেওয়া একটা বড় চ্যালেঞ্জ। আমার, আপনার মতো সাধারণ মানুষের বিনিয়োগের জন্য একটা ভাল শেয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে অনেক পড়াশোনা এবং সেই সম্পর্কে বোঝার মতো বিষয় থাকে।

আর এখানেই সাহায্য করে, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ETF। এই ইটিএফ মিউচুয়াল ফান্ড বা শেয়ারের একটু ভাল বিকল্প হতে পারে। ইটিএফে একটি মাত্র স্টকে নয়, বরং শেয়ার মার্কেটের একটি সূচকে অন্তর্ভুক্ত একগুচ্ছ শেয়ারে অর্থ বিনিয়োগ হয়। ইটিএফ আবার শেয়ারের মতো স্টক এক্সচেঞ্জেই লেনদেন করা যায়, ফলে এটা মিউচুয়াল ফান্ডের তুলনায় একটি বাড়তি সুবিধা দেয়। ইটিএফ হল এক প্রকার নিষ্ক্রিয় বিনিয়োগ যা কোনও সূচক, সেক্টর বা কোনও একটি থিমে বিনিয়োগ করে। ইটিএফের একটি ইউনিট কিনলে এর সঙ্গে যুক্ত সূচকে বিনিয়োগ করা যাবে। যাঁরা স্টক মার্কেটে সরাসরি বিনিয়োগ করতে ভয় পান কিন্তু বাজারের বৃদ্ধির সুবিধা নিতে চান, তাঁদের বিনিয়োগের জন্য ইটিএফ একটি ভাল বিকল্প হতে পারে।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ুন।