Share Market: লাগাতার লোকসানের মুখ দেখছেন? সোমবার কোন কোন স্টকে নজর রাখবেন?
Share Market: শুক্রবার বাজার বন্ধের সময় ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডের দাম দাঁড়ায় ১৮৮.৩০ টাকা। গত ৫২ সপ্তাহে এই স্টকটি সর্বোচ্চ ১৯৫ টাকায় উঠতে দেখা গিয়েছিল। শুক্রবার ট্রেডিং সেশনের সময় স্টকটি ১৯০ এর ঘরে পৌঁছে গিয়েছিল।
কলকাতা: সামনেই লোকসভা নির্বাচন। রাজনীতির ময়দানে সলতে পাকানোর কাজ প্রায় শেষ। অপেক্ষা শুধু ভোট ঘোষণার। সেই তোড়জোড়ও শুরু করে দিয়েছে দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে ভোটের আগে চরম অস্থিরতা শেয়ার মার্কেটে। ওঠানামা চলছেই। একদিন পড়ছে, তো একদিন উঠছে। শুক্রবার বড়সড় লাভের মুখ না দেখা গেলেও নিফটি ৫০ প্রায় ১৩০ পয়েন্ট বেড়ে ২২ হাজার ৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ৩৭৬ পয়েন্ট বেড়ে সেনসেক্স দাঁড়িয়ে আছে ৭২ হাজার ৪২৬ পয়েন্টে। এই অবস্থায় সোমবার ফের দালাল স্ট্রিটের দরজা খুললে কোথায় করবেন বিনিয়োগ? বাজার বিশেষজ্ঞরা বেশ কিছু নামী স্টকের পাশাপাশি কম দামি স্টকের কথাও বলছেন।
শুক্রবার বাজার বন্ধের সময় ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডের দাম দাঁড়ায় ১৮৮.৩০ টাকা। গত ৫২ সপ্তাহে এই স্টকটি সর্বোচ্চ ১৯৫ টাকায় উঠতে দেখা গিয়েছিল। শুক্রবার ট্রেডিং সেশনের সময় স্টকটি ১৯০ এর ঘরে পৌঁছে গিয়েছিল। উদীয়মান গ্রাফ ও যাবতীয় পরিসংখ্যান দেখেই অনুমান আগামী সপ্তাহেও এই স্টকটি বিনিয়োগকারীদের ভাল লাভ দিতে পারে।
শেষ ট্রেডিং সেশনে বেশ ভালই লাভ দিয়েছে হিরো মোটোকর্পও। শেষদিন ৭৭ টাকার বেশি বেড়েছে এই স্টক। নতুন দাম দাঁড়িয়েছে ৪,৮৯৪.৩০ টাকা। প্রসঙ্গত, Hero Motocorp এর স্টকের দাম গত দুই বছর ধরে তিন হাজারের আশপাশে ঘোরাফেরা করছিল। কিন্তু, সম্প্রতি দামে বড় লাফ দেখা গিয়েছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, ভাল লাভ দেখা যেতে পারে Hindustan Unilever Limited এর শেয়ারেও। শেষ দিন দাম বেড়েছে ২৪ টাকা ৪০ পয়সা। নতুন দাম দাঁড়িয়েছে ২,৩৭৫.২৫ পয়সা। খানকিটা লোকসানের মুখ দেখলেও বাজার বিশেষজ্ঞদের একটা বড় অংশের মত ফের নতুন করে ঘুরে দাঁড়াতে পারে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন। বিগত কয়েকদিনে বেশ ভালই লাভ দিতে দেখা গিয়েছে IOC কে। নতুন দাম ১৮৭ টাকায়।
বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।