কলকাতা: গত সপ্তাহে মাত্র দিন চারেক খোলা ছিল দালাল স্ট্রিটের দরজা। এরইমধ্যে বড়সড় দরপতন দেখা যায় সেনসেক্স ও নিফটিতে। কারণ? বাজার বিশেষজ্ঞরা বলছেন, দেশের শীর্ষ ১০ কোম্পানির মার্কেট ক্যাপে ব্যাপক ক্ষতি হয়েছে। দেশের বৃহত্তম বেসরকারি ঋণদাতা এইচডিএফসি এবং এসবিআই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দেখা যাচ্ছে। অন্যদিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইটিসি, এয়ারটেল এবং এলআইসিও লোকসানে থাকা সংস্থাগুলির তালিকায় একেবারে উপরের দিকেই রয়েছে।
তবে লাভের মুখ কী একেবারেই দেখেনি কোনও সংস্থা? বাস্তব তা না বললেও তালিকা একেবারেই ক্ষুদ্র। সবচেয়ে বেশি সুবিধাভোগীদের মধ্যে রয়েছে নারায়ণ মূর্তির ইনফোসিস এবং টাটা গ্রুপের সবচেয়ে বড় কোম্পানি টিসিএস।
অন্যদিকে তথ্য বলছে, দেশের শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে আটটির মার্কেট ক্যাপ গত সপ্তাহে ১,৬৫,১৮০.০৪ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। যার মধ্যে এইচডিএফসি ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। গত সপ্তাহে, BSE বেঞ্চমার্ক সেনসেক্স ১,৯০৬.০১ বা ২.৩৯ শতাংশ কমেছে। তার ছাপ পড়েছে সর্বত্রই। দেশের বৃহত্তম বেসরকারি ঋণদাতা এইচডিএফসি ব্যাঙ্কের মার্কেট ক্যাপ ৪৬,৭২৯.৫১ কোটি টাকা কমে ১২,৯৪,০২৫.২৩ টাকা হয়েছে। অন্যদিকে দেশের বৃহত্তম সরকারি ঋণদাতা স্টেট ব্যাঙ্কের মার্কেট ক্যাপ ৩৪,৯৮৪.৫১ কোটি টাকা কমে ৭,১৭,৫৮৪.০৭ কোটি টাকা হয়েছে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)