AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ASHA Worker Recruitment 2025: হুগলিতে নেওয়া হচ্ছে প্রচুর আশা কর্মী, আবেদনের শেষ তারিখ কবে?

Hooghly Jobs and Employment: আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। তবে মাধ্যমিক বা সমতুল অবতীর্ণ কিন্তু অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। তবে তার থেকেও উচ্চশিক্ষিতরা আবেদন করতে পারবেন।

ASHA Worker Recruitment 2025: হুগলিতে নেওয়া হচ্ছে প্রচুর আশা কর্মী, আবেদনের শেষ তারিখ কবে?
Image Credit: TV 9 Bangla GFX
| Edited By: | Updated on: Sep 18, 2025 | 8:18 PM
Share

ভাতা বৃদ্ধি, বকেয়া ইনসেন্টিভের দাবি সহ একাধিক ইস্যুতে সাম্প্রতিককালে দফায় দফায় রাস্তায় নেমেছেন আশা কর্মীরা। এরইমধ্যে শোনা গেল প্রচুর আশা কর্মী নেওয়া হবে হুগলিতে। ইতিমধ্যেই সরকারি বিজ্ঞপ্তি সামনে এসেছে। আগ্রহী প্রার্থীরা ১৫-অক্টোবরের মধ্য়ে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অফলাইনে। পশ্চিমবঙ্গ সরকারের হুগলির জন্য যে সরকারি ওয়েবসাইট রয়েছে সেখানে এই নতুন প্রক্রিয়ার বিশদ বিবরণ দেওয়া হয়েছে। 

কোথায় দেখা যাবে সম্পূর্ণ নোটিস? 

পুরো নোটিস দেখার জন্য যেতে পারেন www.hooghly.nic.in ওয়েবসাইটে। সেখানে নোটিস সেকশনের মধ্যে কোন কোন ব্লকে কত সংখ্য়ায় আশা কর্মী নেওয়া হচ্ছে তার বিশদ বিবরণ রয়েছে। একইসঙ্গে গোটা প্রক্রিয়া সম্পর্কেও বিশদে বলা আছে। 

কীভাবে করা যাবে আবেদন? 

সরকারি বিজ্ঞপ্তি বলছে ব্লক ভিত্তিতে চলবে গোটা নিয়োগ প্রক্রিয়া। আবেদনও করা যাবে সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে। তবে আবেদনের ফর্ম ইতিমধ্য়েই সামনে এসেছে। ব্লক ভিত্তিক যে নোটিস সরকারি ওয়েবসাইটে দেওয়া হয়েছে তার সঙ্গেই দেওয়া হয়েছে ফর্ম। 

কারা করতে পারবেন আবেদন? 

  • আবেদনের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের বয়স ০১.০১.২০২৫ তারিখে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তপসিলি জাতি, তপসিলি উপজাতির ক্ষেত্রে সর্বনিম্ন ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে আবেদন করা যাবে। 
  • কেবলমাত্র বিবাহিতা/বিধবা/আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্না মহিলাই আবেদন করতে পারেন। 
  • একইসঙ্গে আগ্রহী প্রাথীকে অবশ্যই সংশ্লিষ্ট স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে। 
  • আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। তবে মাধ্যমিক বা সমতুল অবতীর্ণ কিন্তু অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। তবে তার থেকেও উচ্চশিক্ষিতরা আবেদন করতে পারবেন। কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিচার করা হবে। Asha Worker Notice