HURL Recruitment 2023: হাতে আর মাত্র কয়েকদিন সময়, হিন্দুস্তান উর্বরক ও রসায়ন লিমিটেডে চলছে কর্মী নিয়োগ

HURL Recruitment 2023: হিন্দুস্তান উর্বরক ও রসায়ন লিমিটেডের তরফে জানানো হয়েছে, ব্যক্তিগত ইন্টারভিউয়ের মাধ্য়মে কর্মী নিয়োগ করা হবে। অনলাইনে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ্য় প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে।

HURL Recruitment 2023: হাতে আর মাত্র কয়েকদিন সময়, হিন্দুস্তান উর্বরক ও রসায়ন লিমিটেডে চলছে কর্মী নিয়োগ
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2023 | 8:00 AM

নয়া দিল্লি: চাকরি প্রার্থীদের জন্য় সুখবর। হিন্দুস্তান উর্বরক ও রসায়ন লিমিটেডে চলছে কর্মী নিয়োগ। এইচইউআরএল-র তরফে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। একাধিক ম্য়ানেজার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্য়েই এই শূন্যপদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শূন্যপদে আবেদন করার শেষ তারিখ হল ২৪ মে, ২০২৩। আগ্রহী আবেদনকারীরা সরাসরি হিন্দুস্তান উর্বরক ও রসায়ন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.hurl.net.in – এ গিয়ে আবেদন করতে পারেন।

হিন্দুস্তান উর্বরক ও রসায়ন লিমিটেডের তরফে জানানো হয়েছে, ব্যক্তিগত ইন্টারভিউয়ের মাধ্য়মে কর্মী নিয়োগ করা হবে। অনলাইনে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ্য় প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে। এরপরে প্রার্থীদের মেডিক্যাল পরীক্ষার করা হবে, তার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, সেগুলি হল-

ভাইস প্রেসিডেন্ট (টেকনিক্য়াল সার্ভিস) -১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং)- ১টি শূন্যপদে নিয়োগ করা হবে।

ভাইস প্রেসিডেন্ট (হিউম্য়ান রিসোর্স)- ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স)- ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- ১টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।

ভাইস প্রেসিডেন্ট (প্রোডাকশন)- ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

ভাইস প্রেসিডেন্ট (কন্ট্রাক্ট অ্য়ান্ড মেটেরিয়াল)- ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

চিফ ম্যানেজার (প্রসেস) – ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

ইঞ্জিনিয়ার -৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

এগজেকিউটিভ গ্রেড-৪ -৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

ম্য়ানেজার- ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

অ্য়াসিস্টেন্ট ম্যানেজার- ৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা-

এই শূন্যপদে যারা আবেদন করতে চান, তাদের ন্যূনতম বয়স ৩০ বছর ও সর্বোচ্চ বয়স ৫৫ বছর হতে হবে।

কর্মস্থান-

উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে কর্মীদের পোস্টিং করা হবে।

বেতন

নির্বাচিত কর্মীদের বার্ষিক বেতন ৭ লক্ষ টাকা থেকে ৪৮ লক্ষ টাকা বেতন দেওয়া হবে।