IB Recruitment 2023: ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরির সুযোগ, কারা এই শূন্যপদে আবেদন করতে পারবেন, জানুন

IB Recruitment 2023: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অনলাইনে এই শূন্যপদে আবেদন জানাতে হবে। এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট mha.gov.in- এ গিয়ে আবেদন জানাতে হবে।

IB Recruitment 2023: ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরির সুযোগ, কারা এই শূন্যপদে আবেদন করতে পারবেন, জানুন
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 01, 2023 | 7:24 AM

নয়া দিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চাকরির দারুণ সুযোগ। ইন্টেলিজেন্স ব্যুরোর তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরোর তরফে মোট ৭৯৭টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার ও গ্রেড ২ টেকনিক্যাল পদে কর্মী নিয়োগ করা হবে। আগামী ৩ জুন থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হবে, আগামী ২৩ জুন অবধি আবেদন করা যাবে। মোট তিন ধাপে পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অনলাইনে এই শূন্যপদে আবেদন জানাতে হবে। এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট mha.gov.in- এ গিয়ে আবেদন জানাতে হবে। আগামী ৩ জুন থেকে শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন পাঠানোর শেষ তারিখ ২৩ জুন।

শিক্ষাগত যোগ্যতা-

যারা জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার পদে আবেদন জানাতে চান, তাদের সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি প্রাপ্ত হতে হবে। ইলেকট্রনিক, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন,  ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন শাখায় যারা স্নাতক, তারা এই পদে আবেদন করতে পারবেন। এছাড়া অঙ্ক, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্সে যারা স্নাতক, তারাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা-

এই শূন্যপদে আবেদনের জন্য় ন্যূনতম বয়স ১৮ বছর ও সর্বাধিক ২৭ বছর হতে হবে।

নির্বাচন পদ্ধতি-

মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে, থাকবে নেগেটিভ মার্কিংও। চারটি ভুল উত্তর দিলে এক নম্বর কাটা যাবে। অনলাইন লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল এগজামিনেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আবেদন ফি- 

এই শূন্যপদে আবেদনের জন্য ৪৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। পাশাপাশি ৫০ টাকা এগজামিনেশন ফি-ও জমা দিতে হবে।

বেতন

এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের গ্রেড-৪ অনুযায়ী বেতন দেওয়া হবে। অর্থাৎ ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার টাকা বেতন হবে।