Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TCS News: কর্মীদের জন্য দরাজ TCS! সুখবরের কথা শোনালেন সংস্থার শীর্ষ আধিকারিক

TCS Employee: টিসিএস জানিয়েছে, প্রথম ত্রৈমাসিকে কর্মীদের ভ্যারিএবেল পে-র ক্ষেত্রে সংস্থা কোনও বিলম্ব করেনি এবং সকল কর্মীদেরই টাকা দিয়ে দেওয়া হয়েছিল।

TCS News: কর্মীদের জন্য দরাজ TCS! সুখবরের কথা শোনালেন সংস্থার শীর্ষ আধিকারিক
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2022 | 9:00 AM

মুম্বই: দেশের অন্যতম বড় তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস বা টিসিএস (Tata Consultancy Services) তাদের ৭০ শতাংশ কর্মীদের ২০২৩ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ১০০ শতাংশ ভ্যারিএবেল পে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার সংস্থার অ্যানালিস্টদের সঙ্গে বৈঠকে টিসিএসের প্রধান চিফ হিউম্যান রিসোর্স অফিসার মিলিন্দ লাক্কাদ ঘোষণা করেছেন। দ্বিতীয় কোয়াটারের ফলাফল ঘোষণার পরই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন লাক্কাদ। তিনি বলেন, “বিজনেজ ইউনিটের পারফর্ম্যান্সের ওপর ভিত্তি করে ৩০ শতাংশ কর্মীদের ভ্যারিবেল পে মিটিয়ে দেওয়া হবে।”

টিসিএস জানিয়েছে, প্রথম ত্রৈমাসিকে কর্মীদের ভ্যারিএবেল পে-র ক্ষেত্রে সংস্থা কোনও বিলম্ব করেনি এবং সকল কর্মীদেরই টাকা দিয়ে দেওয়া হয়েছিল। অগস্ট মাসে এক বিবৃতিতে টিসিএস জানিয়েছিল সাধারণ নিয়ম অনুযায়ী প্রথম ও দ্বিতীয় মাসে কর্মীদের টাকা দিয়ে দেওয়া হয়। টিসিএস ছাড়াও উইপ্রো ও ইনফোসিস প্রথম ত্রৈমাসিকে কর্মীদের ভ্যারিএবেল পে-র পরিমাণ কমিয়েছে। উইপ্রো মিড ও সিনিয়র স্তরের কর্মীদের ভ্যারিবেল পে আটকে রাখলেও জুনিয়র কর্মীদের এই টাকার ৭০ শতাংশ প্রদান করেছিল। অন্যদিকে অপর নামজাদা তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস ভ্যারিএবেল পেআউট ৭০ শতাংশ কমিয়েছিল।

জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে টিসিএস ২০ হাজার ফ্রেশার নিয়োগ করেছিল এবং আর্থিক বছরের প্রথম ষাণ্মাসিকে নিয়োগের সংখ্যা ছিল ৩৫ হাজার। ২০২৩ অর্থবর্ষে ৪০ হাজার কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছিল এই সংস্থা। এই তথ্য প্রযুক্তি সংস্থা জানিয়েছে, আরও ১০ থেকে ১২ হাজার ফ্রেশারদের নিয়োগ করা হতে পারে। লাক্কাদ জানিয়েছেন, তৃতীয় ত্রৈমাসিকে ফ্রেশার নিয়োগ নিয়ে সংস্থা নতুন লক্ষ্যমাত্রা নেবে।