WBJEE Result 2022 Live: প্রথম-দ্বিতীয় দুজনেই হিমাংশু, জয়েন্ট এন্ট্রান্সে ব়্যাঙ্ক পেল ৯৮.৫ শতাংশ
WBJEE Result 2022 Live: শুক্রবার (১৭ জুন) প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ২০২২ (WBJEE 2022 results) এর ফলাফল। এই সংক্রান্ত সকল সর্বশেষ খবর জানতে চোখ রাখুন এখানে।
কলকাতা: শুক্রবার (১৭ জুন) প্রকাশিত হচ্ছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ২০২২ (WBJEE 2022 results) এর ফলাফল। এদিন বেলা আড়াইটেয় সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বিকেল ৪টে থেকে বোর্ডের সরকারি ওয়েবসাইট- wbjeeb.nic.in এবং wbjeeb.in-এ গিয়ে ফলাফল দেখা যাবে। বোর্ড আরও জানিয়েছে, র্যাঙ্ক কার্ড আকারেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর ওয়েবসাইটে গিয়ে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল অফলাইন মোডে আয়োজিত হয়েছিল ২০২২ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। গত বছরের ফলাফল প্রকাশ করা হয়েছিল ৬ অগাস্ট, পরীক্ষা নেওয়া হয়েছিল ১৭ জুলাই। জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার সর্বশেষ সকল খবর পেতে চোখ রাখুন এখানে –
LIVE NEWS & UPDATES
-
মেধাতালিকায় বাকিরা
পঞ্চম – কৌস্তভ চৌধুরী, কোচবিহার জেনকিন্স স্কুল
ষষ্ঠ – সৌম্যপ্রভ দে, কোলাঘাট থার্মাল পাওয়ার স্কুল
সপ্তম – দেবরাজ কর্মকার, ডিবিএমএস কদমা হাইস্কুল, জামশেদপুর
অষ্টম – অগ্নিধ্র দে, সাউথ পয়েন্ট হাই স্কুল
নবম – অয়ন অধিকারী, ক্যালকাটা বয়েজ স্কুল
দশম – শুভঙ্কর বন্দোপাধ্যায়, সেন্ট্রাল মডেল স্কুল, ব্যারাকপুর
-
মেধাতালিকায় প্রথম দশে উচ্চমাধ্যমিক বোর্ডের ২ জন
জয়েন্টের মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ১০ জন। এরমধ্যে সিবিএসই বোর্ডের রয়েছে ৬ জন, আইএসসি বোর্ডের ২ জন, পশ্চিমবঙ্গ বোর্ডের ২ জন। তবে শতাংশের বিচারে ভাল ফল করেছে পশ্চিমবঙ্গ বোর্ডের ছাত্র-ছাত্রীরাই।
-
-
ছাত্রীদের মধ্যে প্রথম জাহ্নবী শ
তৃতীয় হয়েছেন ফিউচার ফাউন্ডেশন স্কুলের সপ্তর্ষি মুখোপাধ্যায়। চতুর্থ হয়েছেন সাউথপয়েন্ট হাই স্কুলের জাহ্নবী শ। তিনিই মেয়েদের মধ্যে প্রথম।
-
প্রথম এবং দ্বিতীয় দুজনেই হিমাংশু
প্রথম হয়েছেন ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুলের হিমাংশু শেখর। দ্বিতীয় হয়েছেন শিলিগুড়ির নির্মাণ বিদ্যা জ্যোতি স্কুলের হিমাংশু শেখর।
-
সেরা উত্তর ২৪ পরগণা
পশ্চিমবঙ্গের মধ্যে সেরা ফল করেছে উত্তর ২৪ পরগনা জেলা। এরপর রয়েছে কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলি।
-
-
৯৮.৫ শতাংশ ব়্যাঙ্ক পেয়েছেন
৯৮.৫ শতাংশ পরীক্ষার্থী ব়্যাঙ্ক পেয়েছেন। ৭৩.২ শতাংশ ছাত্র, ২৬.৮ শতাংশ ছাত্রী।
-
পরীক্ষা দিয়েছেন ৮০.২৬ শতাংশ
রেজিস্টার্ড পরীক্ষার্থী ছিলেন ১ লক্ষ ১ হাজার ৪১৩ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৮০.২৬ শতাংশ, ৮১,৩৯৩ জন। এর মধ্যে ১৮৪৮০ জন পশ্চিমবঙ্গের বাইরের।
-
পরীক্ষার্থী ২০ শতাংশ বেশি
এবার পরীক্ষার্থী আগের থেকে ২০ শতাংশ বেশি।
-
অগাস্টে কাউন্সেলিং
অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে শুরু হবে কাউন্সেলিং। সেপ্টেম্বরের মধ্যেই শেষ হবে এই প্রক্রিয়া বলে আশা করছে বোর্ড।
-
চূড়ান্ত স্কোর নির্ধারণ করতে টাই ব্রেকিং
এছাড়া যদি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কোনও ‘টাই’ হয়, অর্থাৎ, দুই পরীক্ষার্থী একই নম্বর পায়, চূড়ান্ত স্কোর নির্ধারণ করতে বোর্ড টাই ব্রেকিং পদ্ধতি ব্যবহার করবে। সাধারণ মেধাতালিকা এবং ফার্মাসি মেধা তালিকা – দুই ক্ষেত্রেই পৃথক টাই ব্রেকিং বিধি রয়েছে। যদি, তারপরও দুই প্রার্থীকে পৃথক না করা যায়, সেই ক্ষেত্রে মেধা তালিকায় বয়সে বড় পরীক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ, দুজনে সমান সমান নম্বর পেলেও, যার বয়স বেশি সেই মেধা তালিকায় আগে জায়গা পাবে।
-
তৈরি হবে দুটি পৃথক মেধা তালিকা
২০২২ সালের জয়েন্ট পরীক্ষায় প্রার্থীদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে জয়েন্ট পরীক্ষা বোর্ড একটি মেধা তালিকা তৈরি করবে। প্রতিটি বিষয় এবং সেই বিষয়ে অর্জিত গ্রেডের উপর ভিত্তি করে দুটি পৃথক মেধাক্রম (সাধারণ মেধাতালিকা এবং ফার্মাসি মেধাতালিকা) গণনা করা হবে। প্রথম ও দ্বিতীয় পত্রে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে তৈরি হবে এসাধারণ মেধাতালিকা। সেই তালিকা অনুযায়ী সমস্ত ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, আর্কিটেকচার কোর্স এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি কোর্সে ভর্তি করা হবে। আর শুধুমাত্র দ্বিতীয় পত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি করা হবে ফার্মেসি মেধা তালিকা। যাদবপুর বিশ্ববিদ্যালয় বাদে, সমস্ত ফার্মেসি কোর্সে ভর্তি হবে এই তালিকা অনুযায়ী।
-
কীভাবে চেক করতে হবে ২০২২ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল?
১) প্রথমে wbjeeb.nic.in কিংবা wbjeeb.in ওয়েবসাইটে যান
২) হোমপেজে, WBJEE Results 2022 লিঙ্কে ক্লিক করতে হবে
৩) উপযুক্ত জায়গায় রোল নম্বর, জন্ম তারিখের মতো লগইন ক্রেডেন্সিয়াল দিতে হবে
৪) স্ক্রিনে চলে আসবে ফলাফল
৫) স্কোর কার্ডটি ডাউনলোড করতে হবে, ভবিষ্যতের ব্যবহারের জন্য একটি প্রিন্টআউট নিতে হবে
-
সাংবাদিক সম্মেলন করবেন মলয়েন্দু সাহা
সাংবাদিক সম্মেলন করবেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা।
-
আড়াইটেয় ফল প্রকাশ
এদিন দুপুর ২:৩০টের সময় সাংবাদিক সম্মেলন করে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ফল দেখা যাবে অনলাইনে, বিকেল ৪টে থেকে।
Published On - Jun 17,2022 2:27 PM