Maharashtra Assembly Election 2024: মহাযুতি নাকি মহা বিকাশ আগাড়ি? কার প্রতি আস্থা রাখবে মহারাষ্ট্রবাসী, মিলবে উত্তর

Maharashtra Assembly Election 2024: ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন কমপক্ষে ১৪৫টি আসনে জয়।  এক্সিট পোল ইঙ্গিত দিচ্ছে সরকার গড়বে মহাযুতি। ১৫৫টি আসনে জিততে পারে তারা। মহা বিকাশ আগাড়ি ১২০টি আসন পেতে পারে। তবে

Maharashtra Assembly Election 2024: মহাযুতি নাকি মহা বিকাশ আগাড়ি? কার প্রতি আস্থা রাখবে মহারাষ্ট্রবাসী, মিলবে উত্তর
মহারাষ্ট্রে মহারণ।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Nov 22, 2024 | 7:01 PM

মুম্বই: মহারাষ্ট্রে মহারণ। হাড্ডাহাড্ডি লড়াই মহাযুতি বনাম মহা বিকাশ আগাড়ির। আগামিকাল, ২৩ নভেম্বর ভোটের ফলাফল প্রকাশ হবে। আর তারপরই জানা যাবে দেশের সবথেকে বড় অর্থনীতির রাজ্যের গদিতে কে বসতে চলেছে।

মহারাষ্ট্রে সরকারের মেয়াদ পূরণের আগেই পালাবদল হয়েছে। ২০১৯ সালে শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের মহা বিকাশ আগাড়ির জোট সরকার গড়লেও, ২০২২ সালে শিবসেনায় ফাটল ধরে। একনাথ শিন্ডে শিবসেনা থেকে বেরিয়ে নতুন শিবসেনা তৈরি করেন। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকারও গড়েন। মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে। তাঁর শিবসেনাই আসল শিবসেনার পরিচয় পায়। উদ্ধব ঠাকরের শিবিরের নাম শিবসেনা (ইউবিটি) হয়।

একইভাবে কয়েকমাস পর এনসিপি-তেও ফাটল ধরে। কাকা শরদ পওয়ারের হাত ছেড়ে অজিত পওয়ার বিধায়কদের নিয়ে বিজেপি-শিবসেনা সরকারে যোগ দেন এবং রাতারাতি উপমুখ্যমন্ত্রী হয়ে যান অজিত পওয়ার। এবারের নির্বাচনে লড়াই মহাযুতি বনাম মহা বিকাশ আগাড়ির।

২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন কমপক্ষে ১৪৫টি আসনে জয়।  এক্সিট পোল ইঙ্গিত দিচ্ছে সরকার গড়বে মহাযুতি। ১৫৫টি আসনে জিততে পারে তারা। মহা বিকাশ আগাড়ি ১২০টি আসন পেতে পারে। তবে গণনা শেষ হওয়ার পরই নির্বাচনের আসল ফল জানা যাবে।