Gujarat Election: ভোট দিলেন মোদী-শাহ থেকে একটিও হাত না থাকা ভোটার, ছবিতে ছবিতে গুজরাটের ভোটগ্রহণ

Gujarat Election second phase in photos: সোমবার শান্তিপূর্ণ ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হল গুজরাট বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। এদিন ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে বহু বিশিষ্ট মানুষ। দেখুন ছবিতে ছবিতে।

| Edited By: | Updated on: Dec 05, 2022 | 11:32 PM
দুর্ঘটনায় দুটিও হাতই হারিয়েছেন অঙ্কিত সোনি। পা দিয়েই ভোট দিলেন এই বিশেষভাবে সক্ষম ভোটার। তাঁর পায়েই কালি লাগিয়ে দিচ্ছেন এক ভোটকর্মী।

দুর্ঘটনায় দুটিও হাতই হারিয়েছেন অঙ্কিত সোনি। পা দিয়েই ভোট দিলেন এই বিশেষভাবে সক্ষম ভোটার। তাঁর পায়েই কালি লাগিয়ে দিচ্ছেন এক ভোটকর্মী।

1 / 12
আহমেদাবাদের নারানপুরা এলাকার এক ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাঁর স্ত্রী সোনাল শাহ এবং ছেলে জয় শাহ।

আহমেদাবাদের নারানপুরা এলাকার এক ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাঁর স্ত্রী সোনাল শাহ এবং ছেলে জয় শাহ।

2 / 12
গুজরাটের ভোটার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। এদিন সস্ত্রীক ভোটদানের পর, তাঁদের আঙুলে থাকা কালির চিহ্ন দেখাচ্ছেন তাঁরা।

গুজরাটের ভোটার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। এদিন সস্ত্রীক ভোটদানের পর, তাঁদের আঙুলে থাকা কালির চিহ্ন দেখাচ্ছেন তাঁরা।

3 / 12
২৫ বছর বয়সী নববধূ ঈশানী রাভাল। বিয়ের সাজেই এসে ভোট দিয়েছেন আহমেদাবাদের এক ভোটকেন্দ্রে।

২৫ বছর বয়সী নববধূ ঈশানী রাভাল। বিয়ের সাজেই এসে ভোট দিয়েছেন আহমেদাবাদের এক ভোটকেন্দ্রে।

4 / 12
ভদোদরার এক বুথে ভোট দানের পর তাঁদের আঙুলের কালির চিহ্ন দেখাচ্ছেন স্বামীনারায়ণ গুরুকুলের সাধুরা।

ভদোদরার এক বুথে ভোট দানের পর তাঁদের আঙুলের কালির চিহ্ন দেখাচ্ছেন স্বামীনারায়ণ গুরুকুলের সাধুরা।

5 / 12
ভদোদরার এক ভোটকেন্দ্রে ভোটদানের পর জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান এবং ইরফান পাঠান।

ভদোদরার এক ভোটকেন্দ্রে ভোটদানের পর জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান এবং ইরফান পাঠান।

6 / 12
ভিরামগাম আসনে বিজেপির প্রার্থী হয়েছেন পতিদার নেতা হার্দিক প্যাটেল। আহমেদাবাদের এক ভোটকেন্দ্রে এদিন ভোট দেন তিনি।

ভিরামগাম আসনে বিজেপির প্রার্থী হয়েছেন পতিদার নেতা হার্দিক প্যাটেল। আহমেদাবাদের এক ভোটকেন্দ্রে এদিন ভোট দেন তিনি।

7 / 12
আহমেদাবাদ এক বুথে সস্ত্রীক এসে ভোট দেন আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাড়ভী।

আহমেদাবাদ এক বুথে সস্ত্রীক এসে ভোট দেন আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাড়ভী।

8 / 12
আহমেদাবাদের আরেক বুথে ভোট দেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

আহমেদাবাদের আরেক বুথে ভোট দেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

9 / 12
হুইলচেয়ারে করে এসে গান্ধীনগরের এক ভোটকেন্দ্রে এসে তাঁর মতদান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা, হীরাবেন মোদী।

হুইলচেয়ারে করে এসে গান্ধীনগরের এক ভোটকেন্দ্রে এসে তাঁর মতদান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা, হীরাবেন মোদী।

10 / 12
গান্ধীনগরের এক ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই পঙ্কজ মোদী।

গান্ধীনগরের এক ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই পঙ্কজ মোদী।

11 / 12
আহমেদাবাদের রানিপ এলাকার বুথে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনও তাঁকে দেখতে রাস্তার দুই ধারে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ।

আহমেদাবাদের রানিপ এলাকার বুথে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনও তাঁকে দেখতে রাস্তার দুই ধারে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ।

12 / 12
Follow Us: