KMC Election Results 2021 Live Streaming: পুরভোটে কে পাশ, কে ফেল? প্রতি মুহূর্তের চলজলদি আপডেটের জন্য চোখ রাখুন TV9 বাংলায়
কলকাতা: রাত পোহালেই কলকাতায় পুরভোটের গণনা (Kolkata Municipality Election Result 2021)। কলকাতা পুরনিগমের ১৪৪ টি ওয়ার্ডের প্রার্থীদের ভাগ্যপরীক্ষা। ছোট লালবাড়ি (KMC) দখলের লড়াইয়ে শেষ পর্যন্ত কার মুখের হাসি চওড়া হবে? উত্তর মিলবে মঙ্গলবার। তার আগে আজ, সোমবার শহরের সব গণনাকেন্দ্রগুলিতে (Counting Centre) চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্ট্রংরুমগুলিতে (Strong Rooms) রয়েছে নিশ্ছিদ্র পুলিশি প্রহরা। এবার কলকাতা […]
এবার কলকাতা পুরভোটে মোট প্রার্থী ছিলেন ৯৫০ জন। তাঁদের মধ্যে ৩৭৮ জন নির্দল প্রার্থী। ১৪৪ টি আসনের মধ্যে সবকটিতে প্রার্থী দিয়েছে তৃণমূল। প্রধান বিরোধী দল বিজেপিও প্রতিটি আসনের প্রার্থী দিলেও পরে দুটি ওয়ার্ডের প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। কলকাতার পুরভোটে বিজেপি লড়ছে ১৪২ টি ওয়ার্ডে। বাম – কংগ্রেস এবার বিধানসভা ভোটের মতো সরাসরি জোটে না গিয়ে উভয় পক্ষই কিছু আসন ছেড়ে ভোটে লড়েছে।
কলকাতা পুলিশ এবং রাজ্য নির্বাচন কমিশনের বার বার আশ্বস্ত করার পরেও রবিবাসরীয় নির্বাচনে হিংসা ঠেকানো যায়নি। বিক্ষিপ্তভাবে বেশ কিছু জায়গা থেকে হিংসার খবর এসেছে। বোমা ফেটেছে। রক্ত ঝরেছে। অভূতপূর্বভাবে থানার সামনে একসঙ্গে অবস্থানে বসেছে বাম-কংগ্রেস-বিজেপি। সেই সব খবরই TV9 বাংলা দিনভর আপনাদের সামনে তুলে ধরেছিল।
মঙ্গলবার কলকাতা পুরনিগম নির্বাচনের ফল ঘোষণার প্রতি মুহূর্তের চলজলদি আপডেটের জন্য চোখ রাখুন TV9 বাংলা চ্যানেলে। কাজের তাগিদে বাইরে থাকলেও এখন আর কোনও চিন্তা নেই। ভোটের ফল ঘোষণা পর্বের প্রতিটি আপডেটের খুঁটিনাটি পেয়ে যাবেন আপনার মোবাইলেই। তার জন্য চোখ রাখুন TV9 বাংলার ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তের আপডেট নিয়ে আপনাদের জন্য থাকছে TV9 বাংলার ফেসবুক পেজও। আমাদের ডিজিট্যাল প্লাটফর্মে পেয়ে যাবেন সব খবরের সরাসরি আপডেট। প্রতিটি গণনাকেন্দ্র থেকে টাটকা খবর আপনাদের সামনে তুলে ধরতে তৈরি আমাদের রিপোর্টাররা। ছোট লালবাড়ির লড়াইয়ে সেই হাসি কে হাসবেন, তার প্রতি মুহূর্তের আপডেটের জন্য নজর রাখতেই হবে টিভি নাইন বাংলায়। চোখ রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালের পেজেও।
এদিকে রবিবার থেকেই পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে আসছিল বঙ্গ বিজেপি। সোমবার তার প্রতিবাদে মিছিল করে পদ্ম শিবির। সেই মিছিলকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মুরলীধর সেন লেনে। দলীয় কার্যালয় থেকে মিছিল বের করতেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশের ব্যারিকেড ভাঙার অভিযোগ ওঠে। পাল্টা একের পর এক বিজেপি কর্মীকে চ্যাংদোলা করে পুলিশের তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে। পুলিশের বক্তব্য, এই মিছিলের কোনওরকম অনুমোদন ছিল না। তাই একের পর এক বিজেপি নেতাকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। প্রিজন ভ্যানের সংখ্যাও বাড়ানো হয়। পাশাপাশি আটকে দেওয়া হয় মিছিল।
দেখুন ভিডিয়ো: