Telangana BRS: দুই আসনে লড়বেন মুখ্যমন্ত্রী, ভোটের ৪ মাস আগেই প্রার্থী তালিকা প্রকাশ বিআরএস-এর
Telangana BRS Candidate List: সোমবার (২১ অগস্ট), তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য বিআরএস প্রার্থীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা বিআরএস প্রধান, কে চন্দ্রশেখর রাও। এখনও নির্বাচনের দিনক্ষণ কিছুই ঘোষণা করা হয়নি।
হায়দরাবাদ:
এক প্রকার বিজেপির দেখানো পথেই হাঁটল তেলঙ্গানার শাসক দল, ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস (BRS)। গত বৃহস্পতিবার (১৭ অগস্ট), মধ্য প্রদেশ এবং ছত্তীসগঢ়ের, যথাক্রমে ৩৯ এবং ২১ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই প্রার্থী তালিকা প্রকাশ, বিস্মিত করেছিল দেশের রাজনৈতিক মহলকে। সোমবার (২১ অগস্ট), আরও এক ধাপ এগিয়ে তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য বিআরএস প্রার্থীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা বিআরএস প্রধান, কে চন্দ্রশেখর রাও। চলতি তেলঙ্গানা বিধানসভার মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ১৬ জানুয়ারি। তার আগে চলতি বছরের ডিসেম্বরেই রাজ্যে নির্বাচন হওয়ার কথা। স্বাভাবিকভাবেই এখনও সেই নির্বাচনের দিনক্ষণ কিছুই ঘোষণা করা হয়নি।
রাও কামারেডি এবং গজওয়েল – দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী কেসিআর। ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে শুধুমাত্র গজওয়েল কেন্দ্র থেকেই লড়েছিলেন কেসিআর। দুবারই পরাজিত করেছিলেন কংগ্রেসের প্রতাপ রেড্ডি ভানতেরুকে। এবার কেন দ্বিতীয় কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে? তাহলে কি ক্ষমতায় ফেরার বিষয়ে নিশ্চিত নন কেসিআর? নিজের জয়ের বিষয়েই আত্মবিশ্বাসী নন তিনি? অন্যদিকে তাঁর দীর্ঘদিনের কেন্দ্র সিদ্ধিপেট কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অর্থমন্ত্রী থান্নেরু হরিশ রাও। রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী কালভাকুন্তল তারক রামা রাও প্রতিদ্বন্দ্বিতা করবেন সিরসিল্লা কেন্দ্র থেকে, শিক্ষামন্ত্রী পাটলোল্লা সবিতা ইন্দ্র রেড্ডি প্রতিদ্বন্দ্বিতা করবেন মহেশ্বরম কেন্দ্র থেকে। সব মিলিয়ে ১১৯ আসনের মধ্যে প্রার্থী ঘোষণা করা হয়েছে ১১৫টি কেন্দ্রের। নরসাপুর, জনগাঁও, গোশামহল, নামপল্লী – এই চারটি কেন্দ্রের বিআরএস প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি।
সাত-তাড়াতাড়ি প্রার্থী তালিকা ঘোষণা করলেও এখনই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করছে না বিআরএস। এদিন কেসিআর জানিয়েছেন, ১৬ অক্টোবর বিআরএস-এর নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হবে। কিন্তু, কেন এত আগে প্রার্থী তালিকা প্রকাশ করলেন কেসিআর? দলের ভাঙন রোধ করা এবং অন্তর্কলহ সামাল দেওয়াই এর লক্ষ্য বলে মনে করছে রাজনৈতিক মহল। গত কয়েক মাসে, বিশেষ করে কর্নাটক নির্বাচনে কংগ্রেস অভাবনীয় সাফল্য পাওয়ার পর, বিআরএস দলের বহু নেতাই হাত শিবিরের দিকে পা বাড়িয়েছেন। চলতি মাসের শুরুতেই, মল্লিকার্জুন খাড়্গের উপস্থিতিতে অন্ততপক্ষে ৩৫ জন দলীয় নেতাকে সঙ্গে নিয়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিশিষ্ট বিআরএস নেতা জুপল্লি কৃষ্ণ রাও।
Whoever goes against the party lines will be ‘sented’ out – KCR pic.twitter.com/6O9jYDyZJy
— Darshni Reddy (@angrybirdtweetz) August 21, 2023
প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর, টিকিট না পাওয়া আরও কিছু নেতা অন্য দলে পাড়ি দিতে পারেন বলে আশঙ্কা বিআরএস শীর্ষ নেতৃত্বের। নির্বাচনের অন্তত ৪ মাস আগে প্রার্থী তালিকা প্রকাশ করার ফলে, এই বিক্ষুব্ধ নেতাদের অনেক আগেই শনাক্ত করতে পারবে বিআরএস। পাশাপাশি, তাঁরা দলবদল করলে, ক্ষতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট সময় পাবেন কেসিআর। এদিন তিনি নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন। কেসিআর বলেন, “আমরা ১৬ অক্টোবর ওয়ারাঙ্গালে আমাদের দলীয় ইস্তেহার প্রকাশ করব। যারা যারা দলবিরোধী কার্যকলাপে যুক্ত থাকবে, তাদের দল থেকে বহিষ্কার করা হবে।”