UP Assembly Election 2022 : বিজেপির হারানো জমিতে ‘ফসল তুলতে’ কৃষকদের বড় প্রতিশ্রুতি অখিলেশের
Uttar Pradesh Assembly Polls 2022 : অখিলেশ যাদব লখিমপুর খেরির ঘটনায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশীষ মিশ্রের জামিনে মুক্তির তীব্র নিন্দা করেছেন। তিনি আরও জানিয়েছেন যে, তিনি ক্ষমতায় এলে মূল অপরাধী এবং তাঁর রক্ষকরা যাতে জেলে যায় তা নিশ্চিত করবেন।
লখনউ : উত্তর প্রদেশে ইতিমধ্যেই দুই দফার নির্বাচন হয়ে গিয়েছে। ৪০৩ টি আসন সমন্বিত উত্তর প্রদেশে সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আগামী নির্বাচন হবে ২০ ও ২৭ ফেব্রুয়ারি এবং ৩ ও ৭ মার্চ যথাক্রমে বাকি ৪ দফায় নির্বাচন হবে দেশের সবচেয়ে জনবহুল এই রাজ্যে। ফলাফল ঘোষণা হবে ১০ মার্চ। উত্তর প্রদেশে এই নির্বাচনে লড়াইয়ের ময়দানে সামনের সারিতে রয়েছে যোগী আদিত্যনাথের ভারতীয় জনতা পার্টি (BJP), অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (SP) এবং কংগ্রেস। লড়াইয়ে রয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টিও (BSP)।
এইবারের উত্তর প্রদেশ নির্বাচনে কৃষক একটি বড় ইস্যু। তাই কৃষক ইস্য়ু নিয়ে বারবার শাসক শিবিরকে আক্রমণ করতে পিছপা হয় না বিরোধী শিবির। তাই বাকি পাঁচ দফার নির্বাচনের আগে জারি রয়েছে রাজনৈতিক আক্রমণ। বুধবার এই কৃষক ইস্যু নিয়ে শাসক শিবিরকে আক্রমণ করলেন সপা নেতা অখিলেশ যাদব। এদিন লখিমপুর খেরির ঘটনায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশীষ মিশ্রের জামিনে মুক্তির তীব্র নিন্দা করেছেন। তিনি আরও জানিয়েছেন যে, তিনি ক্ষমতায় এলে মূল অপরাধী এবং তাঁর রক্ষকরা যাতে জেলে যায় তা নিশ্চিত করবেন।
আজ উত্তর প্রদেশের অউরিয়াতে নির্বাচনী জনসভা করেন সপা প্রধান অখিলেশ যাদব। তিনি সেখান থেকে বলেছেন, “কৃষকদের পিষ্টে দেওয়া মন্ত্রীর ছেলে আদালত থেকে জামিন পেয়েছেন। সরকার মামলাটি যেইভাবে চলা উচিত ছিল সেইভাবে করেনি।” তিনি আরও বলেছেন, “সপা আপনাদের সবাইকে আশ্বাস দিচ্ছে যে আমাদের সরকার ক্ষমতায় আসছে এবং যখন আসবে মামলাটি এমনভাবে পরিচালনা করা হবে যাতে কৃষকদের প্রাণ কেড়ে নেওয়া শুধুমাত্র মূল অপরাধী জেলে যাবে না। যারা সেই অপরাধীর পৃষ্ঠপোষকতা করছে তারাও জেলে যাবে।”
প্রসঙ্গত, গত বছর লখিমপুর খেরি কাণ্ডে ৪ কৃষক সহ ৮ জনের মৃত্যু হয়েছিল। কৃষি আইন নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। সেইসময় তাঁদের উপর গাড়ি চালিয়ে পিষে মারা হয় তাঁদের। এই ঘটনায় মূল অভিযুক্ত বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশীষ মিশ্র। আশীষ মিশ্রকে গত বছর অক্টোবরে গ্রেফতার করা হয়। সম্প্রতি তাঁকে জামিনে লখিমপুর খেরি জেল থেকে ছাড়া হয়। এইরকম একটি সুযোগের হাতছাড়া করেনি সপা। এই কারণ নিয়ে কৃষক ভোটে আধিপত্য তৈরি করার চেষ্টা করছে অখিলেশ।
আরও পড়ুন : Narendra Modi: দাঙ্গাকারী ও মাফিয়াদের সমর্থন! উত্তর প্রদেশে বিরোধীদের নিশানায় মোদী