প্রার্থীপদের মাপকাঠি নির্ধারণে বিশেষ ফর্মুলায় জোর! গেরুয়া শিবিরের চিন্তনে কারা কারা?

একুশের নির্বাচনে (West Bengal Assembly Election 2021) প্রার্থী বাছাইয়ে বুঝে শুনে পা ফেলছে গেরুয়া শিবির। কয়েকটি ফর্মুলা মাথায় রেখে এগোচ্ছে বিজেপি (Bengal BJP)।

প্রার্থীপদের মাপকাঠি নির্ধারণে বিশেষ ফর্মুলায় জোর! গেরুয়া শিবিরের চিন্তনে কারা কারা?
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Mar 03, 2021 | 11:30 AM

কলকাতা: টার্গেট ২৯৪ টা আসন (West Bengal Assembly Election 2021)। কোনও রাজনৈতিক দলই এখনও পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তৃণমূল-বিজেপি কিংবা বাম, প্রত্যেকেরই স্ট্র্যাটেজি টিম চুল চেরা বিশ্লেষণ করছে। রাজ্যের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনিই সব আসনের প্রার্থী। অন্যদিকে, মোদীর মুখ ভরসা বিজেপির। কিন্তু স্থানীয় স্তরে প্রার্থীর প্রভাব পরিচিতি ক্লোজ ফাইটের নির্ণায়ক হতে পারে। তাই প্রার্থী বাছাইয়ে বুঝে শুনে পা ফেলছে গেরুয়া শিবির। কয়েকটি ফর্মুলা মাথায় রেখে এগোচ্ছে বিজেপি (Bengal BJP)।

গেরুয়া শিবিরের চিন্তন

গত বারের জয়ী বিধায়কদের ২০২১এ টিকিট দেওয়া হবে। সঙ্ঘের প্রাধান্য থাকবে তালিকায়। কয়েকটি কেন্দ্রে প্রার্থী বিশ্ব হিন্দু পরিষদ থেকে হবে। শিক্ষা, নাটক, চলচ্চিত্র মহলকেও গুরুত্ব দেওয়া হবে। মহিলা ও যুব মোর্চা থেকে প্রার্থী বেছে নেওয়া হবে। জেলা সভাপতিদের মধ্যে থেকেও কয়েক জনকে প্রার্থী করার কথা ভাবছে বিজেপি। স্বচ্ছ ভাবমূর্তি, আদর্শে আস্থা, সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি প্রার্থীপদের অন্যতম মাপকাঠি।

এই নির্বাচনের আগে মোদী (Narendra Modi) ২০ বার বাংলায় আসবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। জেপি নাড্ডার (J P Nadda) ক্ষেত্রে সংখ্যাটা ৫০। এত গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নিবিড় নজরদারি কেন্দ্রীয় নেতৃত্বের। ইতিমধ্যেই ১৩০ জনের নাম গিয়েছে দিল্লিতে। মঙ্গলবার কোর গ্রুপের বৈঠকের পর বুধবার রাজ্য নির্বাচন কমিটিতে প্রার্থী নিয়ে আলোচনা হবে। এই বৈঠকেই খসড়া তালিকা নিয়ে শেষ পর্বের পর্যালোচনা হবে। কলকাতা থেকে সম্ভাব্য তালিকা যাবে দিল্লিতে। বৃহস্পতিবার চূড়ান্ত আলোচনা করার কথা রয়েছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। বৈঠকে থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা। দু’দফায় ঘোষণা করা হবে প্রার্থীদের নাম।

আরও পড়ুন: আবেদনের পর দু’মাস অপেক্ষা করে বিজেপি-তে ঢুকতে পেরে আপ্লুত জিতেন তিওয়ারি

তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া রাজনীতিকরা টিকিট পাচ্ছেন, তা এক প্রকার নিশ্চিত। গ্ল্যামার জগত থেকে কারা লড়বেন পদ্ম টিকিটে, তা নিয়েও বাড়ছে কৌতুহল। ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলে দিয়েছেন, নন্দীগ্রাম থেকে নাম রয়েছে শুভেন্দু অধিকারীর। এছাড়াও রাজীব বন্দ্যোপাধ্যায়, পায়েল সরকার- প্রত্যেকের নামই সম্ভাব্য তালিকায় রয়েছে।