West Bengal Assembly Election 2021 Phase 2: বাড়িতে বসে কয়েকটা ফোন-কল! তারপরই সটান নন্দীগ্রাম থানায় মমতা-সেনাপতি শেখ সুফিয়ান
ভোটের সকাল সকাল (West Bengal Assembly Election 2021) নন্দীগ্রাম (Nandigram) থানায় গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সেনাপতি শেখ সুফিয়ান (Sheikh Sufian)।
নন্দীগ্রাম: ভোটের সকাল সকাল (West Bengal Assembly Election 2021) নন্দীগ্রাম (Nandigram) থানায় গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সেনাপতি শেখ সুফিয়ান (Sheikh Sufian)। বৃহস্পতিবার দ্বিতীয় দফা ভোটগ্রহণের দিন সকাল সকাল হঠাৎ কেন থানায় গেলেন, তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খেতে থাকে।
ভোটের সাম্প্রতিকতম খবর জানতে ক্লিক করুন
সকাল সাতটা থেকেই নিজের বাড়িতে ‘ওয়াররুমে’ বসে ছিলেন মমতা-সেনাপতি। কোন বুথে এজেন্ট পৌঁছয়নি, কোথায় এজেন্ট বসতে দেওয়া হল না. এসবই ফোন মারফত খোঁজ নিচ্ছিলেন সুফিয়ান। কয়েকটি ফোনে কথা বলার পর হিসাব কষে নেন তিনি। এরপরই গাড়ি নিয়ে রওনা দেন। বিভিন্ন বুথ পরিদর্শন করেন। তারপরই সোজা চলে যান থানায়।
শেখ সুফিয়ানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কয়েকটি বিষয় পুলিশ কর্তাদের জানাতে এসেছিলাম। তাঁদের সহযোগিতা পেয়েছি।” তবে ভোটের সকালেই কী অভিযোগ তিনি জানাতে এসেছেন, তা আর খোলসা করেননি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, কেবল অভিযোগ জানাতে নাও আসতে পারেন তিনি। সমস্ত রাজনৈতিক দল ও নেতাদের কিছু স্ট্র্যাটেজি থাকে। হতে পারে এটা অন্য কোনও স্ট্র্যাটেজি। তবে ভোটের সকালেই তাঁর থানায় যাওয়া নন্দীগ্রাম চত্বরে বেশ শোরগোল ফেলে।