West Bengal Election 2021: বাংলা থাকবে ভূমিপুত্রের হাতেই, ২০০-র বেশি আসন নিয়ে জয় নিশ্চিত: শাহ

| Edited By: | Updated on: Mar 24, 2021 | 12:13 AM

West Bengal Election 2021 LIVE News: ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় বাংলার ২৯৪টি বিধানসভা আসনে চলবে ভোটগ্রহণ। ২ মে ভোটের গণনা।

West Bengal Election 2021: বাংলা থাকবে ভূমিপুত্রের হাতেই, ২০০-র বেশি আসন নিয়ে জয় নিশ্চিত: শাহ
ছবি- পিটিআই

মেদিনীপুর শহরের রোড শো থেকে ফের একবার রাজ্যে ২০০ আসন নিয়ে ক্ষমতা দখলের দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। TV9 বাংলার মুখোমুখি হয়ে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ নিয়েও কথা বলেন তিনি। অন্যদিকে, এ দিনই পোলিং এজেন্টদের নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

তার আগে গোসাবার সভায় যোগ দিয়ে শাহ বলেন, সুন্দরবনের সঙ্গে দিদি অন্যায় করেছেন। উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী টাকা পাঠিয়েছেন, আর তা আত্মসাৎ করেছে ভাতিজা অ্যান্ড কোম্পানি। বিজেপি ক্ষমতায় এলে পাই পাই হিসাব নেওয়া হবে। মঙ্গলবার গোসাবায় নির্বাচনী প্রচারে গিয়ে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। তিনি বলেন, “উন্নয়ন বোর্ড বানানোর জন্য পয়সা পাঠাচ্ছে। আর তৃণমূল তা লুঠ করছে। আমফানের পর ১০ হাজার কোটি টাকা পাঠিয়েছিলেন মোদীজী। অথচ ভাতিজা অ্যান্ড কোম্পানি সব গ্রাস করে ফেলেছে। মোদীজী পাই পাই পয়সার হিসাব নেবেন। সিট (SIT) গঠন করে জেলের পিছনে পাঠানোর ব্যবস্থা করবেন। সব ঘোটালার বিচার করবে সিট।” শাহের প্রতিশ্রুতি বিজেপি ক্ষমতায় এলে সুন্দরবনকে জেলা হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। এখানে তৈরি হবে এইমস। অন্যদিকে, জঙ্গলমহলের জমি পুনরুদ্ধারে আজ পুরুলিয়াতে পরপর তিনটি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে মমতা বলেন, “কোন প্রার্থী ভাল, আপনাদের দেখার দরকার নেই, আমি দেখে নেব, আপনারা শুধু ভোটটা দিন।”

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 23 Mar 2021 08:27 PM (IST)

    বিধানসভার যে কোনও বুথে অবাধ যাতায়াত পোলিং এজেন্টদের, সিদ্ধান্ত কমিশনের

    আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) ‘দুর্বল’ দল ও নির্দল প্রার্থীদের পায়ের তলার মাটি আরও শক্ত করতে এ বার বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রের খবর, এ দিন নির্বাচনী বুথের পোলিং এজেন্টদের (Polling Agent) নিয়ে কমিশন এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের সিদ্ধান্তে বলা হয়েছে, এখন থেকে একটা গোটা বিধানসভা কেন্দ্রের যে কোনও এজেন্ট প্রয়োজন অনুসারে যে কোনও বুথে যেতে পারবেন।

    বিস্তারিত পড়ুন: পোলিং এজেন্টদের নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের, মনোবল বাড়ল নির্দল প্রার্থীদের

  • 23 Mar 2021 06:52 PM (IST)

    দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ইংল্যান্ড

    স্কোর বোর্ডে ৫০ রান ইংরেজদের।

  • 23 Mar 2021 06:17 PM (IST)

    কোন প্রার্থী ভাল, আপনাদের দেখার দরকার নেই, আমি দেখে নেব

    ‘স্বপন বেলতোড়িয়ায় প্রার্থী হল কি না হল, ভুলে যান। স্বপন বেলতোড়িয়ার ম্যাটার নয়। যদি আপনারা চান সরকারটা আমি তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে ভোটটা জোড়া ফুলে দিতে হবে।’ পুরুলিয়ার বেলতোড়িয়ার সভামঞ্চে (West Bengal Assembly Election 2021) দাঁড়িয়ে স্পষ্ট বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)।

    বিস্তারিত পড়ুন: কোন প্রার্থী ভাল, আপনাদের দেখার দরকার নেই, আমি দেখে নেব, আপনারা শুধু ভোটটা দিন: মমতা

  • 23 Mar 2021 05:53 PM (IST)

    বাংলা থাকবে ভূমিপুত্রের হাতেই, ২০০-র বেশি আসন নিয়ে জয় নিশ্চিত: শাহ

    নির্বাচন শুরু হওয়ার চার দিন আগে মেদিনীপুরে (Medinipur) প্রচার ঝড় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। প্রথম দফায় পশ্চিম মেদিনীপুরের একাধিক আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এ দিন মেদিনীপুর শহরে স্থানীয় বিজেপি (BJP) প্রার্থী সমিত দাসের সমর্থনে কেরানিতোলা থেকে গোলকুঁয়াচক পর্যন্ত রোড শো করেন তিনি। সেই রোড শো চলাকালীন বাংলা জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী শাহ TV9 বাংলাকে বলেন, “২০০-র বেশি আসন নিয়ে নিয়ে বাংলায় সরকার গড়বে বিজেপি।”

    আরও পড়ুন: বাংলার ভূমিপুত্রই হবে মুখ্যমন্ত্রী, ২০০-র বেশি আসন নিয়ে আসবে বিজেপি: TV9 বাংলাকে বললেন শাহ

  • 23 Mar 2021 05:04 PM (IST)

    সাংসদ-পদ ত্যাগ না করে পদ্মে কেন? শিশিরের বিরুদ্ধে তৃণমূলের নালিশ স্পিকারের কাছে

    কাঁথির বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারীর (Sisir Adhikari) সদস্যপদ (MP) বাতিলের দাবিতে এ বার লোকসভায় (Lok Sabha) স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। দলবদলের আগে তৃণমূলের প্রতীকে সাংসদ হওয়া সত্ত্বেও কীভাবে পদত্যাগ না করে শিবির বদল করছেন সাংসদ? মঙ্গলবার ঠিক এই প্রশ্নটাই তোলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। প্রসঙ্গত, এর আগে বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলের বিরুদ্ধেও একই অভিযোগ তুলেছিল তৃণমূল।

    বিস্তারিত পড়ুন: ‘পদত্যাগ করে যাচ্ছেন না কেন?’ শিশিরের সাংসদ-পদ বাতিলের দাবিতে স্পিকারকে চিঠি তৃণমূলের

  • 23 Mar 2021 02:47 PM (IST)

    ‘সরকার মিথ্যা মামলায় ফাঁসালেও জিতব আমরাই’: মুকুল

    সরকার মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিজেপিকে (BJP) জাঁতাকলে পিষতে চাইলেও লাভ হবে না। বিজেপিই এ রাজ্যে ক্ষমতায় আসছে। মঙ্গলবার প্রচারের ফাঁকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায়। তিনি বলেন, “সরকার যতই পরিকল্পিতভাবে মিথ্যা কেস দিক। নিশ্চিতভাবে এবার সরকারে আমরাই আসব।”

    সবিস্তারে পড়ুন: ‘সরকার মিথ্যা মামলায় ফাঁসালেও জিতব আমরাই’! কোন মন্ত্রে জয়, জানালেন মুকুল

  • 23 Mar 2021 01:33 PM (IST)

    মৎস্যজীবীদের জন্য তিন লক্ষ টাকার বিমা: শাহ

    “গদখালি থেকে কুমীরমারি-সহ একাধিক জায়গায় ব্রিজ বানাব। সুন্দরবনে দিদি অনেক অন্যায় করেছে। সুন্দরবনে টুরিস্ট স্পট ও এইমস বানাব। এখানকার মানুষকে চিকিৎসার জন্য শহরে যেতে হবে না। মৎস্যজীবীদের আলাদা সাহায্য দেওয়া হবে। তিন লক্ষ টাকার বিমা দেওয়া হবে। মোদীজী ১১৫ প্রকল্প নিয়েছেন গরিবদের উন্নয়নে। আর দিদি ১১৫টি স্ক্যাম করেছেন। উনি পারবেন অনুপ্রবেশ রুখতে? আমরা সিএএ কার্যকর করে নাগরিকত্ব দিচ্ছে। আপনারা কী চান ভাইপো মুখ্যমন্ত্রী হোক। মমতাদিদির সেটাই কিন্তু লক্ষ্য। আর মোদীজীর লক্ষ্য উন্নয়ন। আপনারা তাই নিশ্চিন্তে বিজেপিকে ভোট দিন” : শাহ

  • 23 Mar 2021 01:17 PM (IST)

    গোসাবায় ভোট প্রচারে ঢালাও প্রতিশ্রুতি শাহের

    গোসাবায় (Gosaba) নির্বাচনী জনসভা থেকে সুন্দরবনকে (Sundarban) জেলা হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করলেন অমিত শাহ। বিজেপি ক্ষমতায় এলে শুধু নতুন জেলাই নয়, সুন্দরবনকে ঢেলে সাজানোর কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিশুদ্ধ পানীয় জল, উন্নত স্বাস্থ্য পরিকাঠামো যুক্ত এইমস (AIIMS), আন্তর্জাতিক মানের গঙ্গাসাগর মেলা, মৎস্যজীবীদের জন্য নানা সুবিধার কথাও বলেন তিনি।

    বিস্তারিত পড়ুন: পানীয় জল থেকে এইমস, গোসাবায় ভোট প্রচারে ঢালাও প্রতিশ্রুতি শাহের

  • 23 Mar 2021 11:37 AM (IST)

    বাগদায় ১০ বছরের বিধায়ক দুলাল বরকে প্রার্থী করল না গেরুয়া শিবির

    দশ বছরের বাগদায় জিতেছেন তিনি। কিন্তু একুশের হাইভোল্টেজ নির্বাচনে (West Bengal Assembly Election 2021) টিকিট পেলেন না দুলাল বর (Dulal Chandra Bar)। তাঁর বদলে বাগদায় বিশ্বজিৎ দাশকে প্রার্থী করল বিজেপি (Bengal BJP) কেন্দ্রীয় নেতৃত্ব। কেন প্রার্থী করা হল না দুলাল বরকে? তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু জল্পনা।

    বিস্তারিত পড়ুন: নেট মাধ্যমের প্রচারই হল সত্যি! বাগদায় ১০ বছরের বিধায়ক দুলাল বরকে প্রার্থী করল না গেরুয়া শিবির

  • 23 Mar 2021 10:33 AM (IST)

    রসিকপুর বিস্ফোরণে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের

    এখনও আতঙ্কের রেশ কাটিয়ে উঠতে পারেনি রসিকপুর (Rasikpur Bomb Blast)। বর্ধমানের (Purbo Bardhaman) অখ্যাত এই গ্রাম এখন গোটা বাংলার নজরে। ভোটের (West Bengal Assembly Election 2021) ঠিক সপ্তাহ আগেই বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে বছর সাতেকের এক শিশুর। তার অপর সঙ্গী বছর পাঁচেকের শিশুটি এখনও গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি। পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। নুমনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাবে ফরেনসিক টিম।

    বিস্তারিত পড়ুন: রসিকপুর বিস্ফোরণে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের, আজ ঘটনাস্থলে ফরেন্সিক টিম

  • 23 Mar 2021 09:27 AM (IST)

    এবার কী দিব্যেন্দু বিজেপিতে?

    প্রত্যাশিত হলেও যে কোনও ধাক্কাই কিছুটা অস্বস্তি বাড়ায়। আরও একবার বোধহয় তেমন পরিস্থিতির মুখেই পড়তে চলেছে তৃণমূল (Trinamool)। সৌজন্যে কাঁথির অধিকারী পরিবার। শাহি-সভায় শিশির অধিকারীর উপস্থিতির পর এবার নরেন্দ্র মোদীর সভায় দিব্যেন্দু অধিকারীকে দেখা যেতে পারে বলে জল্পনা জোরাল। দিব্যেন্দু নিজেও জানিয়েছেন, ২৪ মার্চ নমোর সভায় তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেই দাবি শিশির-পুত্রের।

    সবিস্তারে পড়ুন: মোদীর সভাতেই কি বিজেপিতে দিব্যেন্দু? জবাব দিলেন শিশির-পুত্র

  • 23 Mar 2021 09:25 AM (IST)

    ১৩ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

    বাংলার বিধানসভা ভোটে ১৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। উল্লেখযোগ্যভাবে, গাইঘাটায় প্রার্থী করা হয়েছে মতুয়া ঠাকুরবাড়ির সদস্য সুব্রত ঠাকুরকে। বাগদায় বিধায়ক পদের জন্য বিজেপির বাজি বিশ্বজিৎ দাস। দিল্লির বিজেপি কার্যালয় থেকে এই তালিকা প্রকাশ করা হয়। পঞ্চম থেকে অষ্টম দফা পর্যন্ত যে ক’টি আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি ছিল, সবক’টিতেই এদিন প্রার্থী দিল বিজেপি। সঙ্গে চৌরঙ্গী ও কাশীপুর-বেলগাছিয়ায় প্রার্থী বদলও করেছে তারা।

    সবিস্তারে পড়ুন: গাইঘাটায় বিজেপির প্রার্থী সুব্রত ঠাকুর, মমতার পা ছুঁয়ে প্রণাম করা বিশ্বজিৎ বাগদায়

Published On - Mar 23,2021 8:32 PM

Follow Us: