Salman Khan: সলমনকে কিডন্যাপ করার ছক! বলিউডের নায়কের বড়সড় প্ল্যান ফাঁস
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি ছেলে জুনেইদের ছবির প্রচারে বিগ বসে হাজির হয়েছিলেন সলমন। আর সেখানেই এমন কাণ্ড ঘটালেন আমির, যা দেখে হতবাক নেটপাড়া।

আমির বরাবরই রসিক মানুষ। অন্যদিকে, সলমন খান বিন্দাস। আর তাই তো দুজনের দেখা হলে, কিছু না ভেবেই চলে, ঠাট্টা-মস্করা। দুই খানের অনুরাগীরা তো বলেই ফেলেন, এই হল আন্দাজ আপনা আপনা জুটি। এমনকী, সম্প্রতি বিগ বসে আমির-সলমনের সাক্ষাৎ, ফের উসকে দিয়েছে, ‘আন্দাজ আপনা আপনা’ সিক্যুয়েল তৈরি গপ্পোকে। তবে সিনেমা তৈরি হোক বা না হোক, রসিকতার বিষয়ে আমির-সলমন যে একেবারে হরিহর আত্মা, তা ফের প্রমাণ পেল বিগ বসে।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ছেলে জুনেইদের ছবির প্রচারে বিগ বসে হাজির হয়েছিলেন সলমন। আর সেখানেই এমন কাণ্ড ঘটালেন আমির, যা দেখে হতবাক নেটপাড়া।
এমনিতেই একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন। কৃষ্ণসার হরিণ শিকার করায়, লরেন্স বিষ্ণোই দল তো একেবারে পিছনে পড়ে গিয়েছে সলমনের। সেই গ্যাংস্টার দল থেকে বাঁচতে সলমন এখন দিনরাত কড়া নিরাপত্তার মোড়কে রেখেছেন নিজেকে। সে কথা গোটা বলিউড জানে। সেই ঘটনাকে ইঙ্গিত করেই আমির মস্করা করে বসলেন।
দুম করে আমির, সলমনকে বললেন, আরবাজকে ফোন করো। আরবাজকে জানাও, তুমি কিডন্যাপ হয়েছো। আর তোমার মুক্তিপণ এক কোটি টাকা! আমিরের কথায় সলমন তাঁর ভাই আরবাজকে ফোনও করেন, তবে আরবাজ কিন্তু ফোনটি কেটে দেন। আমির তো হতবাক! তারপরই হতাশার সুরে আমির বলেন, ভুল হয়েছে, আরবাজকে কিডন্যাপ করে তোমায় ফোন করা উচিত ছিল! বিগ বসের এই ভিডিওই এখন ভাইরাল হয়েছে সোশাল মিডিয়া। আমিরের এমন রসিকতায় নিন্দুকরা আবার সইফের হামলার ঘটনাও টেনে এনেছেন। অনেকের বক্তব্য সইফকে খোঁচা দিতেই নাকি আমিরের এমন কীর্তি। কেননা, অনেকেই মনে করছেন, সইফের উপর হামলার ঘটনা একেবারে সাজানো! অনেকের দাবি, অর্থ নিয়ে পারিবারিক কোনও অশান্তি মেটাতেই নাকি সইফ ও করিনা মিলে এমন প্ল্যান কষেছিলেন। যেখানে তাঁরা জানিয়েছেন, সইফের ছোটছেলে জেহকে কিডন্যাপ করতে চেয়েছিল আততায়ী। আর মুক্তিপণ হিসেবে তাঁরা চেয়েছিল এক কোটি টাকা। সেই এক কোটির কথা টেনেই আমির এমন রসিকতাকে, অনেকেই সইফের গল্পের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন।
