অনুমতি ছাড়া অভিষেক বচ্চনের নাম, ছবি বা চেহারা ব্যবহার করা যাবে না
বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের পার্সোনালিটি রাইটস (ব্যক্তিগত অধিকার) বাণিজ্যিক উদ্দেশ্যে অপব্যবহার করার বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট একটি অন্তর্বর্তী নিষেধাজ্ঞা (অস্থায়ী আদেশ) জারি করেছে। বিচারপতি তেজস কারিয়ার নেতৃত্বাধীন একটি বেঞ্চ জানিয়েছে, “আবেদনকারীর পার্সোনালিটি রাইটস লঙ্ঘন করা হলে, তাঁর দীর্ঘ দিন ধরে অর্জিত সম্মান ও সুনামের হানি ঘটাবে এবং সাধারণ মানুষের মধ্যে পণ্য বা পরিষেবার সত্যতা, অনুমোদন অথবা স্পনসরশিপ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হবে।”

বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের পার্সোনালিটি রাইটস (ব্যক্তিগত অধিকার) বাণিজ্যিক উদ্দেশ্যে অপব্যবহার করার বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট একটি অন্তর্বর্তী নিষেধাজ্ঞা (অস্থায়ী আদেশ) জারি করেছে। বিচারপতি তেজস কারিয়ার নেতৃত্বাধীন একটি বেঞ্চ জানিয়েছে, “আবেদনকারীর পার্সোনালিটি রাইটস লঙ্ঘন করা হলে, তাঁর দীর্ঘ দিন ধরে অর্জিত সম্মান ও সুনামের হানি ঘটাবে এবং সাধারণ মানুষের মধ্যে পণ্য বা পরিষেবার সত্যতা, অনুমোদন অথবা স্পনসরশিপ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হবে।”
ভারতে পার্সোনালিটি রাইটস সংবিধানের মৌলিক অধিকার (যেমন, আর্টিকেল ২১ অনুসারে গোপনীয়তার অধিকার) এবং মেধাস্বত্ব আইনের (বিশেষ করে ট্রেডমার্ক আইন) বিচারব্যবস্থাগত ব্যাখ্যার মাধ্যমে গঠিত একাধিক আইনি সুরক্ষার সমষ্টি। বুধবার অভিষেক বচ্চন দিল্লি হাইকোর্টে তাঁর পার্সোনালিটি রাইটস রক্ষার জন্য আবেদন করেন। তিনি অভিযোগ করেন, কিছু অনুমোদিত নয় এমন ওয়েবসাইট তাঁর নাম ও ছবি অনুমতি ছাড়াই ব্যবহার করছে। তাঁর আবেদনে একটি ওয়েবসাইটকে চিহ্নিত করা হয়েছে, যাঁরা বলিউড সেলিব্রিটিদের ছবি দিয়ে টি-শার্ট তৈরি করে। তিনি বলেন, তাঁর অনুমতি ছাড়া এমন বিভিন্ন বিষয়ে নাম বা ছবি ব্যবহারের এই প্রবণতা অনলাইনে ক্রমেই বেড়ে চলেছে।
বিচারপতি কারিয়া তাঁর ১৬ পৃষ্ঠার আদেশে লেখেন, “যদি এই মামলায় নিষেধাজ্ঞা না জারি করা হয়, তা হলে আবেদনকারী ও তাঁর পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি হবে—শুধু আর্থিক দিক থেকেই নয়, তাঁর মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকারও ক্ষতিগ্রস্ত হবে।”
আদালত আরও নির্দেশ দিয়েছে যে, অনুমোদন পায়নি এজেন্ট, অ্যাফিলিয়েট, সহযোগী প্রতিষ্ঠান ও ডিস্ট্রিবিউটরদের অভিষেক বচ্চনের পার্সোনালিটি রাইটস, নৈতিক অধিকার লঙ্ঘন এবং তাঁদের পণ্য বা পরিষেবাকে তাঁর দ্বারা অনুমোদিত বা সম্পর্কিত বলে প্রচার করা থেকে বিরত থাকতে হবে। তাঁর আইনি সম্মতি ছাড়া কেউ তাঁর নাম, ছবি, চেহারা, পারফরম্যান্স বা ব্যক্তিত্বের কোনও উপাদান ব্যবহার করতে পারবে না—এই মর্মেও আদালত নিষেধাজ্ঞা জারি করেছে।
