দেব কি বাবা হতে চান? উত্তরে কী বললেন নায়ক
বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বক্ষণ নতুন-নতুন ছবির ভাবনা ভাবছেন দেব। দুর্গাপুজোতে বাণিজ্যের অঙ্কে তাঁর ছবি 'রঘু ডাকাত' এগিয়ে গিয়েছে। বড়দিনে আসছে 'প্রজাপতি টু'। সেখানে সিঙ্গল ফাদারের চরিত্র করছেন দেব। যে টিজার দেখা যাচ্ছে, তাতে একজন বাচ্চা মেয়ের পাশে রয়েছেন দেব আর মিঠুন চক্রবর্তী। এর আগে 'প্রজাপতি' ছবিতে বাবা-ছেলের চরিত্রে দেখা গিয়েছিল মিঠুন আর দেবকে। শেষ পাঁচ বছরের অন্যতম ব্লকবাস্টার সেই ছবি। এবার আসছে তারই দ্বিতীয় ভাগ।

বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বক্ষণ নতুন-নতুন ছবির ভাবনা ভাবছেন দেব। দুর্গাপুজোতে বাণিজ্যের অঙ্কে তাঁর ছবি ‘রঘু ডাকাত’ এগিয়ে গিয়েছে। বড়দিনে আসছে ‘প্রজাপতি টু’। সেখানে সিঙ্গল ফাদারের চরিত্র করছেন দেব। যে টিজার দেখা যাচ্ছে, তাতে একজন বাচ্চা মেয়ের পাশে রয়েছেন দেব আর মিঠুন চক্রবর্তী। এর আগে ‘প্রজাপতি’ ছবিতে বাবা-ছেলের চরিত্রে দেখা গিয়েছিল মিঠুন আর দেবকে। শেষ পাঁচ বছরের অন্যতম ব্লকবাস্টার সেই ছবি। এবার আসছে তারই দ্বিতীয় ভাগ।
সেই সূত্র ধরেই দেবকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি বাবা হতে চান? প্রশ্ন শুনে প্রথমে হেসে ফেলেন দেব। নায়কের বক্তব্য, ”তার আগে তো বিয়ে করতে হবে? তা হলে সেই প্রশ্নটা করুন, আমি কবে বিয়ে করব।” কিন্তু দেব কবে বিয়ে করবেন, এই প্রশ্ন তো বেশ কয়েকবার করা হয়ে গিয়েছে। তাই তিনি বাবা হতে চান কিনা, সেই প্রশ্নটাই আবার করা হয়। উত্তরে তিনি বলেন, ”অবশ্যই আমি চাই, আমার পরিবার হোক। বিষয়টা আমি ডেস্টিনির হাতে ছেড়ে দিয়েছি।”
প্রতি বছর দুর্গাপুজোর ঠিক পরেই বেড়াতে যান দেব। সঙ্গে থাকেন তাঁর বান্ধবী রুক্মিণী মৈত্র। এবার একাদশীর দিন থেকেই কাজ শুরু করে দিয়েছেন দেব। সেই প্রসঙ্গে নায়ক বললেন, ”বেড়াতে যাব। কিন্তু ‘রঘু ডাকাত’ এত বড় ছবি ছিল, শ্রীকান্তদা (প্রযোজক শ্রীকান্ত মোহতা) বলল, পুজোর সময়ে কোথাও না যেতে। দুর্গাপুজোর পরে আমরা ছবিটা নিয়ে কথা বলতে চাইছিলাম। কারণ তখন সাক্ষাত্কারের প্রশ্নগুলো আলাদা হবে। সাংবাদিকরা ছবিটা দেখে নেবেন। সেই কারণে একাদশীর দিন থেকেই কাজ করতে হচ্ছে।”
দুর্গাপুজো শেষ হলেও, এখন ‘রঘু ডাকাত’ বুক মাই শো-তে টিকিট বিক্রির নিরিখে ট্রেন্ডিংয়ে রয়েছে। কালীপুজোর মরসুমে চারটে বাংলা ছবি সিনেমা হলে চলবে। সঙ্গে যোগ হবে নতুন বাংলা ছবি ‘স্বার্থপর’। এরপর আছে বড়দিনে বক্সঅফিসে বাংলা ছবির লড়াই।
