Janhvi Kapoor: মা শ্রীদেবীর সঙ্গে নয়, জাহ্নবীর এখন তুলনা চলছে স্মিতা পাটিলের সঙ্গে

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Updated on: Mar 09, 2023 | 1:41 PM

Janhvi-Smita: সম্প্রতি একটি ভিন্টেজ ফোটশুট করেছেন জাহ্নবী। তা দেখেই সকলে অবাক বনেছেন।

Mar 09, 2023 | 1:41 PM
অনেক সময় অনেক ধরনের ফোটশুট করেন অভিনেত্রীরা। কখনও আধুনিক। কখনও সাবেকি। অভিনেত্রী জাহ্নবী কাপুরও সেই তালিকায় আছেন। এবার এক্কেবারে ছকভাঙা ফটোশুট করলেন জাহ্নবী। গ্রাম্য ভিন্টেজ লুকে ধরা দিলেন অভিনেত্রী।

অনেক সময় অনেক ধরনের ফোটশুট করেন অভিনেত্রীরা। কখনও আধুনিক। কখনও সাবেকি। অভিনেত্রী জাহ্নবী কাপুরও সেই তালিকায় আছেন। এবার এক্কেবারে ছকভাঙা ফটোশুট করলেন জাহ্নবী। গ্রাম্য ভিন্টেজ লুকে ধরা দিলেন অভিনেত্রী।

1 / 8
এর জন্য় মা শ্রীদেবীর সঙ্গে তুলনা করা হয়নি জাহ্নবীর। তুলনা করা হয়েছে অন্য এক অভিনেত্রীর সঙ্গে।

এর জন্য় মা শ্রীদেবীর সঙ্গে তুলনা করা হয়নি জাহ্নবীর। তুলনা করা হয়েছে অন্য এক অভিনেত্রীর সঙ্গে।

2 / 8
সেই অভিনেত্রী আর কেউ নন, স্মিতা পাটিল। একটা সময় স্মিতার গ্রাম্য লুকে একাধিক ছবি হইচই ফেলে দিয়েছিল। সেই স্পর্শই পাওয়া গেল জাহ্নবীর নয়া ফটোশুটে।

সেই অভিনেত্রী আর কেউ নন, স্মিতা পাটিল। একটা সময় স্মিতার গ্রাম্য লুকে একাধিক ছবি হইচই ফেলে দিয়েছিল। সেই স্পর্শই পাওয়া গেল জাহ্নবীর নয়া ফটোশুটে।

3 / 8
স্মিতা কিংবা শ্রীদেবী কেউই আর বেঁচে নেই। শ্রীদেবীর প্রয়াণ ঘটে ২০১৮ সালে। স্মিতা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন সেই কোন ১৯৮৬ সালে। তবে একই সময় অভিনয় করতেন এই দুই তারকা। দু'জনেরই স্ক্রিন উপস্থিতি ছিল মনে রাখার মতো।

স্মিতা কিংবা শ্রীদেবী কেউই আর বেঁচে নেই। শ্রীদেবীর প্রয়াণ ঘটে ২০১৮ সালে। স্মিতা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন সেই কোন ১৯৮৬ সালে। তবে একই সময় অভিনয় করতেন এই দুই তারকা। দু'জনেরই স্ক্রিন উপস্থিতি ছিল মনে রাখার মতো।

4 / 8
সেই স্মিতার মতোই এবার সাজলেন জাহ্নবী। এক কাঁধ খোলা শাড়ি পরেছিলেন তিনি। মুখে ছিল না অতিরিক্ত মেকআপের আড়ম্বর।

সেই স্মিতার মতোই এবার সাজলেন জাহ্নবী। এক কাঁধ খোলা শাড়ি পরেছিলেন তিনি। মুখে ছিল না অতিরিক্ত মেকআপের আড়ম্বর।

5 / 8
তবে চোখে ছিল গাঢ় কাজল এবং মাথায় পরেছিলেন ফুলের মালা। ছিল গ্রাম্য গয়নাও। আর শরীরী ভাষা ছিল হুবহু স্মিতার মতো।

তবে চোখে ছিল গাঢ় কাজল এবং মাথায় পরেছিলেন ফুলের মালা। ছিল গ্রাম্য গয়নাও। আর শরীরী ভাষা ছিল হুবহু স্মিতার মতো।

6 / 8
তাঁর সাম্প্রতিক ফটোশুটের তিনটি ছবি জাহ্নবী শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেখানেই তাঁকে সকলে স্মিতা পাটিলের সঙ্গে তুলনা করেছেন।

তাঁর সাম্প্রতিক ফটোশুটের তিনটি ছবি জাহ্নবী শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেখানেই তাঁকে সকলে স্মিতা পাটিলের সঙ্গে তুলনা করেছেন।

7 / 8
এক অনুরাগী জাহ্নবীর উদ্দেশে লিখেছেন, "কী অপূর্ব, ঠিক যেন স্মিতা পাটিল"। অন্য একজন লিখেছেন, "এক্কেবারেই, আমি সেটাই বলতে যাচ্ছিলাম"।

এক অনুরাগী জাহ্নবীর উদ্দেশে লিখেছেন, "কী অপূর্ব, ঠিক যেন স্মিতা পাটিল"। অন্য একজন লিখেছেন, "এক্কেবারেই, আমি সেটাই বলতে যাচ্ছিলাম"।

8 / 8

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla