‘সাইয়ারা’ ছবির নায়কের দ্বিতীয় ছবির ঘোষণা, নায়িকা কে জানতে চান অনুরাগীরা
আহান পাণ্ডে প্রকাশ করলেন তাঁর পরবর্তী ছবির লুক। নতুন ছবিটার পরিচালনার দায়িত্বে আছেন আলি আব্বাস জাফর এবং প্রযোজনায় আদিত্য চোপড়া। আলি আব্বাস জাফর প্রধানত সলমন খানের সঙ্গে হিট ছবি উপহার দিতেন দর্শকদের। আহানকে তাঁর পরিচালনায় দেখা গেলে, সেই ছবি যে বড় হিট হতে পারে, তেমন আশা করা যায়।

আহান পাণ্ডে প্রকাশ করলেন তাঁর পরবর্তী ছবির লুক। নতুন ছবিটার পরিচালনার দায়িত্বে আছেন আলি আব্বাস জাফর এবং প্রযোজনায় আদিত্য চোপড়া। আলি আব্বাস জাফর প্রধানত সলমন খানের সঙ্গে হিট ছবি উপহার দিতেন দর্শকদের। আহানকে তাঁর পরিচালনায় দেখা গেলে, সেই ছবি যে বড় হিট হতে পারে, তেমন আশা করা যায়।
‘সাইয়ারা’ দিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বাধিক আয় করা প্রেমের গল্প উপহার দেওয়ার পর, আহান পাণ্ডে এখন প্রস্তুত তাঁর পরবর্তী বড় যাত্রার জন্য। নতুন প্রজন্মের এই উদীয়মান তারকা এবার জুটি বাঁধছেন ব্লকবাস্টার পরিচালক আলির সঙ্গে, একটি অ্যাকশন-রোমান্স ছবিতে, যা প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস। এই ছবির মাধ্যমে আলি ফিরছেন সেই ব্যানারে, যেটা তাঁর ঘর। সম্প্রতি আহান সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন তাঁর নতুন লুক প্রকাশ করে — রাফ অ্যান্ড টাফ, গম্ভীর, এবং ‘সাইয়ারা’-তে যাঁকে দর্শক এক মায়াবী প্রেমিক হিসেবে দেখেছিলেন, তার একেবারে বিপরীত।
‘সাইয়ারা’ ছবির মাধ্যমে প্রযোজনা সংস্থা এবং পরিচালক মোহিত সুরি দর্শকের সামনে এনেছেন একজন জেন-জেড সুপারস্টারকে, যিনি থিয়েটারে আবার ফিরিয়ে এনেছেন রোম্যান্সের জাদু। আহানের পরবর্তী ছবিতে ভরপুর রোম্যান্সের সঙ্গেই থাকছে অ্যাকশন। এই ছবির নাম এখনও ঠিক হয়নি, তবে শুটিং শুরু হবে ২০২৬ সালের শুরুতে। এটি আদিত্য চোপড়া ও আলি আব্বাস জাফরের পঞ্চম যৌথ কাজ। তাঁদের আগের চারটে ছবি হচ্ছে ‘মেরে ব্রাদার কি দুলহান’, ‘গুন্ডে’, ‘সুলতান’, এবং ‘টাইগার জিন্দা হ্যায়’।
লক্ষণীয় নতুন ছবির জন্য আহানের লুক সামনে আসার পর থেকেই দর্শকরা জানতে চাইছেন, এই ছবির নায়িকা কে হবেন। আহানের প্রথম ছবিতে নায়িকা অনীত পাড্ডার সঙ্গে তাঁর রসায়ন ছিল চোখে পড়ার মতো। তাই নায়কের নতুন লুক সামনেই আসতেই অনুরাগীদের প্রশ্ন, ছবিতে অনীত থাকবেন কিনা সেই বিষয়ে। কবে মুক্তি পাবে ছবিটা, সে কথাও জানতে চেয়েছেন কিছু অনুরাগী।
