আপেলের সঙ্গে কমলালেবুর তুলনা হয় না! ‘সাইয়ারা’কে নিয়ে কেন এমন বললেন আমিশা পটেল?
আহান পাণ্ডে ও অনীত পাড্ডার জুটি জেন-জির কাছে দারুণ জনপ্রিয়। ইতিমধ্যে নেটফ্লিক্সে মুক্তি পেয়েও জনপ্রিয়তাকে তিনগুণ করে ফেলেছে 'সাইয়ারা'। আর ঠিক এই সময়ই বলিউডের নবাগত এই জুটিকে কটাক্ষ করে বসলেন বলিউড অভিনেত্রী আমিশা পটেল!

বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছে পরিচালক মোহিত সূরির ‘সাইয়ারা’ ছবি। আহান পাণ্ডে ও অনীত পাড্ডার জুটি জেন-জির কাছে দারুণ জনপ্রিয়। ইতিমধ্যে নেটফ্লিক্সে মুক্তি পেয়েও জনপ্রিয়তাকে তিনগুণ করে ফেলেছে ‘সাইয়ারা’। আর ঠিক এই সময়ই বলিউডের নবাগত এই জুটিকে কটাক্ষ করে বসলেন বলিউড অভিনেত্রী আমিশা পটেল!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ২০০০ সালে মুক্তি পায় আমিশা পটেল ও হৃত্বিক রোশেনের প্রথম ছবি কহোনা প্যার হ্য়ায়। সে বছরও সাইয়ারার মতোই বক্স অফিসে ঝড় তুলেছিল আমিশা ও হৃত্বিকের এই ছবি। তাঁদের ফ্রেশ জুটি পছন্দ করেছিল সিনেপ্রেমীরা। অনেকেই সাইয়ারা ছবির মধ্যে ‘কহোনা প্যার হ্যায়’ ছবির সেই ম্যাজিককে খুঁজে পাচ্ছেন।
এই নিয়ে বলতে গিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিশা পটেল জানালেন, ছবির গল্প ভাল হলে, বক্স অফিসে সব সময়ই নতুন জুটি হিট করে যায়। তবে ‘কহোনা প্যার হ্যায়’, কখনই ‘সাইয়ারা’ নয়। কেননা, কহোনা প্য়ার হ্য়ায় মিষ্টি একটা প্রেমের ছবি। যেখানে দুঃখ নেই। সাইয়ারা তেমন নয়। আর আমার আর হৃত্বিকের কেমেস্ট্রি এবং ওদের কেমেস্ট্রি এক নয়। তাই আপেলের সঙ্গে কমলালেবুর কোনও তুলনা হয় না।
১৮ জুলাই মুক্তি পায় আহান পাণ্ডে ও অনিত পাড্ডার ছবি সাইয়ারা। বহুদিন পর মোহিত সুরি ফের একটি নতুন জুটিকে নিয়ে সিনেপর্দায় প্রেমের গল্প বলেন। আর মুক্তির একসপ্তাহের মধ্যেই সাইয়ারা বুঝিয়ে দেয়, এই ছবি বলিউডের বক্স অফিসে ঝড় তুলতে এসেছে। হ্য়াঁ, ছবি রিলিজের ১০ দিনের মধ্যেই ৪৭০ কোটি টাকা আয় করে মোহিতের এই ছবি। তবে শুধুই কি বক্স অফিসের অঙ্ক, সোশাল মিডিয়ায় যেভাবে এই ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা, তা দেখে রীতিমতো হতবাক সিনেপ্রেমী মানুষ। ছবি মুক্তির এক সপ্তাহের মধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে দর্শকদের উন্মাদনার নানান ভিডিয়ো। কন্যাকুমারী থেকে কলকাতা, মুম্বই থেকে ম্যাঙ্গালোর। গোটা দেশ জুড়েই সাইয়ারা জ্বরে আক্রান্ত ইয়ংজেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ছবি দেখে সিনেমা হলে কান্নায় ভেঙে পড়ছে দর্শক, কেউ কেউ সিনেমা হলের সিটে বসেই অজ্ঞান হয়ে যাচ্ছে। বেশ কয়েকজন যুবক তো খালি গায়ে চিৎকার করতে শুরু করে নিজেদের প্রাক্তনের নাম, সেই ভিডিও ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে।
