‘সাইয়ারা’ হিট হতেই অনীত পাড্ডার ঝুলিতে নতুন ছবি, জানেন কোন চরিত্রে দেখা যাবে?
এবার একটি কোর্টরুম ড্রামায় মুখ্য চরিত্রে দেখা যাবে অনীতকে। ছবির গল্প অনুযায়ী, ন্য়ায়-বিচারের লড়াইয়ে এগিয়ে আসতে দেখা যাবে অভিনেত্রীকে। জানা গিয়েছে, এই ছবিতে অনীত পাড্ডা ছাড়াও থাকবেন, ফতিমা সানা শেখ ও অর্জুন মাথুর। শীঘ্রই নাকি শুরু হবে অনীতের এই নতুন ছবি।

বলিউডের বক্স অফিসে রেকর্ড ব্যবসা সাইয়ারা ছবির। আর সেই সঙ্গে বলিউড পেল নতুন নায়িকা অনীত পাড্ডা। মিষ্টি মুখশ্রীর এই নায়িকা, তাঁর দুরন্ত অভিনয় দিয়ে জানান দিল, তিনি বলিউডের লম্বা রেসের ঘোড়া। আর তাই তো সাইয়ারা ছবির মিষ্টি প্রেমিকার অবতার ঝেরে ফেলে এবার নতুন অবতারে পর্দায় হাজির হতে চলেছেন অনীত।
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এবার একটি কোর্টরুম ড্রামায় মুখ্য চরিত্রে দেখা যাবে অনীতকে। ছবির গল্প অনুযায়ী, ন্য়ায়-বিচারের লড়াইয়ে এগিয়ে আসতে দেখা যাবে অভিনেত্রীকে। জানা গিয়েছে, এই ছবিতে অনীত পাড্ডা ছাড়াও থাকবেন, ফতিমা সানা শেখ ও অর্জুন মাথুর। শীঘ্রই নাকি শুরু হবে অনীতের এই নতুন ছবি।
বিজ্ঞাপন থেকেই কেরিয়ার শুরু করেন অনীত পাড্ডা। তারপর ওয়েব সিরিজ। অনীতের কাছে সাইয়ারা হল বড় ব্রেক। আর সেই বড় সুযোগের সঠিক ব্যবহার করেছেন অনীত। দুরন্ত অভিনয়ে অনীত বুঝিয়ে দিয়েছেন, তিনি নতুন প্রজন্মের অন্যতম ট্যালেন্টেড অভিনেত্রী। স্নাতক ডিগ্রি শেষ করেই মডেলিং ও বিজ্ঞাপন জগতে আসেন অনীত। উচ্চ মধ্যবিত্ত পরিবারেই বড় হয়েছেন। তথ্য বলছে, তাঁর সম্পত্তির পরিমাণ ৪ কোটি টাকা। সাইয়ারা ছবিতে অভিনয়ের জন্য তাঁর পারিশ্রমিক ছিল ২.৫ কোটি টাকা।
