রাজমাতা রূপে অপরাজিতা, বনি-অপরাজিতার ছবি দিওয়ালিতে আসবে
লক্ষণীয় বনি আর অপরাজিতার এই ছবি দুর্গাপুজোতে মুক্তি পাবে, এমন চর্চা ছিল। পরিচালকও একবার সেই ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে দুর্গাপুজোতে চারটে বড় বিনিয়োগের বাংলা ছবি আসছে। তাই সিদ্ধান্ত বদল হয়েছে। পরিচালক জানালেন, এই ছবি দিওয়ালিতে মুক্তি পেতে পারে।

‘বানসারা’ ছবির জন্য অপরাজিতা আঢ্যর লুক জনসমক্ষে এলো। ছবিতে রাজমাতার চরিত্র করছেন অপরাজিতা। পাহাড়ের উপরে একের পর এক সেট ফেলে চলছে ‘বানসারা’র শ্যুটিং। ৪০ ফুট দেবীর মূর্তি বসানো হয়েছে। একটা গ্রামের সব মাটির বাড়িকে রং করে সেট তৈরি করা হয়েছে। পুরুলিয়ার পাহাড়ের উপরে চলছে শুটিং। প্রতিদিন প্রায় ছ’শো থেকে সাতশো জনের টিম নিয়ে শুটিং চলছে। পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক আতিউল ইসলাম।
শুধু পুরুলিয়া নয়, কলকাতা শহরে থাকছে এই ছবিতে। অপরাজিতা আঢ্য়কে নেগেটিভ চরিত্রে দেখা যাবে। ‘বানসারা’ মূলত পুরুলিয়ার জঙ্গলে ঘেরা একটি গ্রাম। গ্রামের বনদেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে বানসারা। এই বনদেবী এতটাই জাগ্রত যে, গ্রামের অপরাধীদের নিজের হাতে সাজা দেয়। পরিচালক আতিউল ইসলাম জানান “এই ছবিতে প্রতিটা চরিত্রের আলাদা স্তর রয়েছে। তিনটি গান রয়েছে, যেখানে অভিনেত্রী অপরাজিতা আঢ্য ও বনি সেনগুপ্তকে দর্শক দেখলে চমকে যেতে পারেন। এই ছবিতে তানিসি মুখোপাধ্যায় অপরাজিত আঢ্যর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছে। দর্শকের জন্য অনেক চমক আছে এই ছবিতে”।
লক্ষণীয় বনি আর অপরাজিতার এই ছবি দুর্গাপুজোতে মুক্তি পাবে, এমন চর্চা ছিল। পরিচালকও একবার সেই ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে দুর্গাপুজোতে চারটে বড় বিনিয়োগের বাংলা ছবি আসছে। তাই সিদ্ধান্ত বদল হয়েছে। পরিচালক জানালেন, এই ছবি দিওয়ালিতে মুক্তি পেতে পারে। বক্স অফিসে কেমন ফল করবে ছবিটা, তা দেখার জন্য অপেক্ষা থাকবে। বনি-অপরাজিতার অনুরাগীরাও অপেক্ষা করে আছেন, ছবিটা দেখার জন্য।
