মাত্র ১১ টাকায় কোন জনপ্রিয় গান গেয়েছেন অরিজিৎ? শুনলে চমকে উঠবেন
Arijit Singh Secret: ব্যক্তি জীবনে তিনি লাইম লাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন। আর পাঁচজনের মতোই দিন কাটাতে দেখা যায় তাঁকে। তবুও তিনি যেন অধরা। ফলে তাঁক নিয়ে গসিপ কিংবা গুজবের সংখ্যাও বেশ খানিকটা কম। তিনি গান নিয়েই থাকতে পছন্দ করেন।

অরিজিৎ সিং, তাঁর গান মানেই হিট। টানা এক দশকের ওপর সময় ধরে তিনি গানের জগতে রাজত্ব করে চলেছেন। ঝড়ের গতিতে ভাইরাল তাঁর কনসার্টের খবর। টিকিট বিক্রি হয় হাজার হাজার টাকায়। যদিও ব্যক্তি জীবনে তিনি লাইম লাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন। আর পাঁচজনের মতোই দিন কাটাতে দেখা যায় তাঁকে। তবুও তিনি যেন অধরা। ফলে তাঁক নিয়ে গসিপ কিংবা গুজবের সংখ্যাও বেশ খানিকটা কম। তিনি গান নিয়েই থাকতে পছন্দ করেন।
তবে জানেন কি! এই জনপ্রিয় গায়ক মাত্র ১১ টাকার বিনিময়ে কোন গান গেয়েছেন? ‘মন রে কৃষিকাজ জানো না, আবাদ করলে ফলত সোনা’। কলকাতার কনসার্টে দাঁড়ায়ে একবার ধরেছিলেন এই গান। বলেছিলেন, ‘মন রে কৃষিকাজ জানো না, আবাদ করলে ফলত সোনা’—এটি রামপ্রসাদী গান, যা তিনি প্রথমবার গেয়েছিলেন ‘মানবজমিন’ ছবির জন্য। গানের গীতিকার রামপ্রসাদ সেনের। গানটি গাইতে গাইতে অরিজিৎ নিজেই খোলসা করেছিলেন বহু না জানা কথা। বলেছিলেন, ‘‘এই গানের কথাগুলো শুনে মনে হচ্ছে যেন নিজেকে গালি (কটুকথা) দিচ্ছি, বা মনে হয় যেন রামপ্রসাদ বাবুই গালি দিচ্ছেন।’’
তবে গানটি গাওয়ার পর বেশ কিছু বিতর্কও সৃষ্টি হয়েছিল। শ্রীকুমার চট্টোপাধ্যায়, রামকুমার চট্টোপাধ্যায়ের ছেলে, অরিজিতের এই প্রচেষ্টা নিয়ে কিছুটা বিরক্তিও নাকি প্রকাশ করেছিলেন বলে খবর। অরিজিৎ সিং নিজে যেমন খ্যাতির শীর্ষে থেকেও একেবারে সাদামাটা জীবনযাপন করেন, তেমনি গানটি গাওয়ার জন্য তিনি মাত্র ১১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। এই ঘটনা তাঁর সরল জীবনযাত্রার পরিচয়ও বটে। মঞ্চে দাঁড়িয়ে হাজার দর্শকের মাঝে তিনি একাধিকবার বলেছেন, ‘‘সত্যিই তো কিছু জানলাম না’’।
