‘অনেক কিছু শিখলাম’, অর্পিতার অভিনয়ে মুগ্ধ অনুপম

My Name Is Jaan: গওহর জানের জীবনকে ভিত্তি করে নাটক ‘মাই নেম ইজ জান’ নিয়ে মঞ্চে ফিরছেন অর্পিতা চট্টোপাধ্যায়। ‘স্টুডিয়ো নাইন’-এর উদ্যোগে ২৫ অক্টোবর মুম্বইয়ের বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে এই বছরের প্রথম শো মঞ্চস্থ হল। উপস্থিত হয়েছিলেন অনুপম খের, টিভিনাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

'অনেক কিছু শিখলাম',  অর্পিতার অভিনয়ে মুগ্ধ অনুপম
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2024 | 8:06 PM

মঞ্চে ফিরেছেন অভিনেত্রী অর্পিতা চট্টপাধ্যায়। ২০২১ সালে প্রথম বার স্বনামধন্য সঙ্গীতশিল্পী গওহর জানের জীবন ভিত্তিক নাটক মঞ্চস্থ করেছিলেন অভিনেত্রী। প্রায় দু’বছর পর আবারও মঞ্চে ফিরলেন সেই ‘গওহর জান’ নিয়ে। ২৫ অক্টোবর মুম্বইয়ের বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে মঞ্চস্থ হল ‘মাই নেম ইজ জান: আ ট্রিবিউট টু দ্য টাইমলেস লেগাসি অফ গওহর জান ‘-এর প্রথম শো। ‘গওহর জান’-এর প্রথম শো দেখতে উপস্থিত হয়েছিলেন অনুপম খের, ঋতুপর্ণা সেনগুপ্ত, টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। গওহর জান চরিত্রে অর্পিতাকে দেখে মুগ্ধ অনুপম। প্রশংসায় ভরিয়ে দিলেন অভিনেত্রীকে। প্রবাদপ্রতিম এই অভিনেতা বলেন, “এই নাটক দেখে আমি অনেক কিছু শিখেছি।” মঞ্চে দাঁড়িয়ে অনুপমের থেকে এই প্রতিক্রিয়া পেয়ে আপ্লুত অর্পিতা। এদিন ‘গওহর জান’ দেখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অনুপম। কারণ, বান্দ্রার এই থিয়েটারেই প্রথম চাকরি করতেন অভিনেতা।

এ প্রসঙ্গে অনুপম বলেন, “১৯৮১ সালে প্রথম শিক্ষক হিসাবে এখানে এসেছিলাম আমি। হেঁটে এসেছিলাম। এমনকি আজও আমায় হেঁটেই আসতে হল। রাস্তায় অনেক যানযট থাকায় হেঁটেই চলে এলাম। তখনই উপলব্ধি করলাম যে থিয়েটারে আসতে হলে হেঁটেই আসতে হয়।” দু’বছর পর ‘গওহর জান’-কে আবারও নতুন ভাবে দর্শকের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছেন অর্পিতা। এ বারে যে বেশ কিছু পরিবর্তন হয়েছে সে কথা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। আগে কেবল ভাঙা-ভাঙা বাংলাতেই নাটকটি পরিবেশিত হলেও এ বারে এর উপস্থাপনার সঙ্গে যোগ হয়েছে হিন্দি ও ইংরেজি ভাষার প্রয়োগ। সেই সঙ্গে যুক্ত করা হয়েছে বেশ কিছু ইংরেজি গান।

‘গওহর জান’-এর উপস্থাপনা, প্রোযোজনা, আলোক প্রক্ষেপণ, আবহ সঙ্গীত- সব মিলিয়ে যেন একেবারে ‘পারফেক্ট প্রোডাকশন’। অনুপম বললেন, “অর্পিতার অসাধারণ কাজ দেখে আমি মুগ্ধ। বহু দিন পরে এমন একটা কাজ দেখলাম। সহকর্মী হিসাবে আমার মনে হয়, অর্পিতা যেমন দক্ষ অভিনেত্রী তেমনই অসাধারণ সঙ্গীতশিল্পী।” থিয়েটারের সামনের চেয়ার বসে পুরো নাটকটাই উপভোগ করেছেন প্রবীণ অভিনেতা। সেই সঙ্গে তিনি উপলব্ধি করেন, উনি প্রথম সারিতে বসায় হয়তো অর্পিতার অসুবিধা হয়েছে শো-চালিয়ে নিয়ে যেতে। তাই তিনি বলেন, “পরিচিত কেউ সামনের সারিতে বসে থাকলে অভিনয় করতে অসুবিধা হয়। এটা আমার বোঝা উচিৎ ছিল।”

এই শো-এ আসার জন্য বিশেষ আমন্ত্রণ জানাতে দিল্লি থেকে মুম্বইয়ে অনুপমের বাড়িতে গিয়েছিলেন TV9  নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। তাঁকে ধন্যবাদ জানাতেও ভোলেননি অনুপম। এ দিন উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী জুহি বব্বর। তাঁর স্বামী অনুপ সোনির সঙ্গে একটি ছবিতে কাজও করেছেন অর্পিতা। ফলে তাঁদের পারিবারিক সম্পর্ক খুবই ভাল। সেই বন্ধুত্বের কথাই তুলে ধরলেন জুহি। অভিনেত্রী ঋতুপর্ণাও এই মুহূর্তে রয়েছেন মুম্বইয়ে। অর্পিতার ডাকে এদিন তিনিও উপস্থিত হয়েছিলেন সেখানে। অর্পিতার পরিবেশনা দেখে মুগ্ধ অভিনেত্রী। দিলেন দরাজ সার্টিফিকেট।

উল্লেখ্য, ‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তীর পরিচালনা। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী।

এই দফায়  গ্লোবাল ট্যুরে কোথায় কোথায় অভিনীত হবে ‘মাই নেম ইজ জান’, দেখে নিন-

২৭ অক্টোবর ২০২৪- বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে

২৪ নভেম্বর ২০২৪- স্ট্যাড থিয়েটার, অস্ট্রিয়া

৬ ডিসেম্বর ২০২৪- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা

১৭,১৮ জানুয়ারি, ২০২৫- শ্রীরাম সেন্টার, দিল্লি

২৪ জানুয়ারি ২০২৫- হায়দরাবাদ

৮ ফেব্রুয়ারি ২০২৫- কলামন্দির, কলকাতা

২৩ ফেব্রুয়ারি ২০২৫- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা

১৩ এপ্রিল ২০২৫-দ্য রোজ, ব্রাম্পটন, কানাডা