AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আরিয়ানের আমন্ত্রণে উপস্থিত লারিসা, প্রেমের গুঞ্জন বলিউডে

“দ্য বা... অফ বলিউড”-এর প্রিমিয়ারে লারিসা বোনেসির উপস্থিতি আরও উস্কে দিল আরিয়ান খানের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন। আরিয়ান খানের পরিচালনায় তৈরি প্রথম সিরিজ “দ্য বা... অফ বলিউড” নিয়ে শুরু হয়ে গিয়েছে নানা আলোচনা।

আরিয়ানের আমন্ত্রণে উপস্থিত লারিসা, প্রেমের গুঞ্জন বলিউডে
| Edited By: | Updated on: Sep 18, 2025 | 4:54 PM
Share

“দ্য বা… অফ বলিউড”-এর প্রিমিয়ারে লারিসা বোনেসির উপস্থিতি আরও উস্কে দিল আরিয়ান খানের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন।আরিয়ান খানের পরিচালনায় তৈরি প্রথম সিরিজ “দ্য বা… অফ বলিউড” নিয়ে শুরু হয়ে গিয়েছে নানা আলোচনা। রণবীর কাপুর, আলিয়া ভাট, সিরিজের ভিলেন ববি দেওল ও তাঁর পরিবার, কাজল ও অজয় দেবগণ, তামান্না ভাটিয়া এবং পুরো খান পরিবার—শাহরুখ খান, গৌরী খান, সুহানা খান ও আব্রাম খান, সবাই হাজির ছিলেন আরিয়ান খানের নতুন অধ্যায়ের শুরুতে তাঁকে সমর্থন জানাতে।

তারকাদের কোনও অভাব ছিল না এই প্রিমিয়ারে, তবে সব নজর কেড়ে নিলেন এক রহস্যময়ী কালো পোশাক পরিহিতা নারী—আরিয়ানের বান্ধবী, লারিসা বোনেসি। ব্রাজিলিয়ান মডেল থেকে বলিউড অভিনেত্রীতে পরিণত হওয়া লারিসা একটি স্টাইলিশ অল-ব্ল্যাক গাউনে হাজির হন, কিছু সময় ফোটোগ্রাফারদের জন্য পোজ দেন এবং এরপর সরাসরি ভেন্যুর ভিতরে চলে যান। যদিও তিনি আরিয়ানের সঙ্গে একসঙ্গে আসেননি, তবুও তাঁর উপস্থিতিই যথেষ্ট ছিল প্রেমের গুঞ্জনকে আবার উস্কে দেওয়ার জন্য।

এখানে বলে রাখা জরুরি—আরিয়ান কিংবা লারিসা, কেউই এই সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি। তবে যখন “দ্য বা… অফ বলিউড”-এর প্রথম ঝলক প্রকাশিত হয়, তখন লারিসা সেটি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছিলেন।আরিয়ানও পরে সেই স্টোরি রি-শেয়ার করেছিলেন। তা হলে শুরুটা কোথা থেকে? এই গুঞ্জনের সূত্রপাত হয়েছিল তখন, যখন আরিয়ান ও লারিসাকে একসঙ্গে দেখা গিয়েছিল একটা কনসার্টে। আবারও দু’ জনে আলোচনার কেন্দ্রে এই সন্ধেকে ঘিরে।