AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমার হাতে কোনও কাজ ছিল না…’, তখন কী করেছিলেন ববি দেওল?

অভিনেতা ববি দেওল তাঁর দাপুটে অভিনয়ের মাধ্যমে 'অ্যানিম্যাল' ছবিতে সকলের নজর কেড়েছেন। তারপর থেকেই তাঁকে একাধিক ভালো কাজে দেখা গিয়েছে। শীঘ্রই তাঁকে দেখা যাবে 'দ্য বা... অফ বলিউড' ছবিতে, যা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় নির্মিত প্রথম ছবি।

'আমার হাতে কোনও কাজ ছিল না...', তখন কী করেছিলেন ববি দেওল?
| Edited By: | Updated on: Sep 15, 2025 | 7:06 AM
Share

অভিনেতা ববি দেওল তাঁর দাপুটে অভিনয়ের মাধ্যমে ‘অ্যানিম্যাল’ ছবিতে সকলের নজর কেড়েছেন। তারপর থেকেই তাঁকে একাধিক ভালো কাজে দেখা গিয়েছে। শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘দ্য বা… অফ বলিউড’ ছবিতে, যা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় নির্মিত প্রথম ছবি। এছাড়াও, তিনি অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘বান্দর’ ছবিতে একটি চরিত্রে অভিনয় করছেন, যার ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

এক সাক্ষাৎকারে ববি খোলাখুলি বলেন, “আজ আমি আরও সাহসী ও নির্ভীক হয়ে উঠেছি। আমি আগের ইমেজ থেকে অনেকটাই সরে এসেছি। যেসব ওয়েব শো-তে আমি অভিনয় করেছি, সেগুলো এই ক্ষেত্রে খুব সহায়ক ছিল। যখন মাঝখানে আমার হাতে কোনও কাজ ছিল না, তখন আমি অভিনয়ের ক্লাস করতাম। আমি নিজেকে প্রশ্ন করেছিলাম, কেন আমার কেরিয়ারের শুরুটা ভালো হয়েছিল? কারণ, মানুষ আমার মধ্যে কিছু একটা দেখেছিল। কিন্তু আমার ভুল সিদ্ধান্তের কারণে আমার কেরিয়ার ক্ষতিগ্রস্ত হয়। আমি নিজের ওপর বিশ্বাস ফেরাতে এবং নিয়মানুবর্তী হতে কিছু জিনিস করেছি। আপনি যদি শৃঙ্খলাবদ্ধ হন, তবে আপনি চাপ ছাড়াই আপনার কাজে আরও বেশি মনোযোগ দিতে পারবেন।”

তিনি আরও বলেন, “এই ইন্ডাস্ট্রিতে একই রকম চরিত্রে অভিনয় করার প্রবণতা তৈরি হয়। সেই ধাঁচ থেকে বেরিয়ে আসা খুব কঠিন। ওটিটি প্ল্যাটফর্ম আমাকে সেই সুযোগ দিয়েছে। একজন খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পাওয়া— এটা আমি ভাবতেও পারিনি। তবে প্রতিটি খলনায়ক চরিত্রই আলাদা হওয়া উচিত — সেটা হোক ‘আশ্রম’-এ আমার চরিত্র কিংবা ‘অ্যানিম্যাল’-এর।”