তমন্না ভাটিয়াকে তলব করল ইডি! কী কারণে জিজ্ঞাসাবাদ করা হল নায়িকাকে?
Tamanna Bhatia: কয়েক দিন আগেই 'স্ত্রী ২' ছবিতে অভিনেত্রী তমন্না ভাটিয়ার 'আইটেম ডান্স' প্রশংসা কুড়িয়েছে দর্শকের। বলা যেতে পারে নায়িকার বৃহস্পতি এখন তুঙ্গে। এরই মধ্য়ে কাটল ছন্দ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তরফে তলব করা হল তমন্নাকে। খবর প্রকাশ্যে আসার পরেই চমকে গিয়েছেন নায়িকার অনুরাগীরা।
কয়েক দিন আগেই ‘স্ত্রী ২’ ছবিতে অভিনেত্রী তমন্না ভাটিয়ার ‘আইটেম ডান্স’ প্রশংসা কুড়িয়েছে দর্শকের। বলা যেতে পারে নায়িকার বৃহস্পতি এখন তুঙ্গে। এরই মধ্য়ে কাটল ছন্দ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তরফে তলব করা হল তমন্নাকে। খবর প্রকাশ্যে আসার পরেই চমকে গিয়েছেন নায়িকার অনুরাগীরা। একটি মোবাইল অ্যাপকে কেন্দ্র করে যত সমস্যার শুরু। অর্থ বিনিয়োগ সংক্রান্ত তৈরি এই অ্যাপকে কেন্দ্র করেই জট বেঁধেছে।
এই সংস্থার হয়ে একটি অনুষ্ঠানে তারকা মুখ হিসাবে উপস্থিত হয়েছিলেন তমন্না। যে অনুষ্ঠানে যাওয়ার জন্য মোটা টাকা পারিশ্রমিকও দেওয়া হয়েছিল তাঁকে। এই মর্মেই নায়িকাকে তলব করে ইডি। তাঁকে বেশ কিছু ক্ষণ ধরে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। যদিও নায়িকার বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ নেই। অনেক দিন আগেই ইডির তরফে তলব করা হয়েছিল নায়িকাকে। কিন্তু বিভিন্ন জায়গায় তাঁর কাজের প্রতিশ্রুতি থাকায় তলব করা হলেও তিনি উপস্থিত থাকতে পারেননি। অবশেষে বৃহস্পতিবার ইডির মুখোমুখি হন অভিনেত্রী। সেখানে সকলের প্রশ্নের উত্তর দেন নায়িকা।
আর্থিক তছরুপের এই ঘটনায় জড়িয়েছে ২৯৯ টি সংস্থার নাম। ১০ চিনা আধিকারিক নাকি সরাসরি যুক্ত এই ঘটনার সঙ্গে। বেআইনি অনলাইন গেমিং, বিনিয়োগ ও বিটকয়েনের আদানপ্রদানের মাধ্যমে জালিয়াতি হয়েছে বলে গিয়েছে চার্জশিট থেকে। প্রসঙ্গত, এই মুহূর্তে শুধু অভিনয়ের জন্য নয় ব্যক্তিগত জীবনের জন্যও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তমন্নার নাম। অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে নায়িকার প্রেম নিয়ে চলছে বিস্তর আলোচনা। এছাড়া তাঁর ঝুলিতেও রয়েছে একগুচ্ছ ছবি। শোনা যাচ্ছে,খুব শীঘ্রই বাগদান সারবেন তাঁরা।